এই মুহূর্তে




শতবর্ষ পর দীপাবলিতে হংস মহাপুরুষ রাজযোগ, এই রাশির জাতকরা হবেন উপকৃত

নিজস্ব প্রতিনিধি: দীপাবলি আলোর উৎসব। অন্ধকারের উৎস হতে উৎসারির আলোর তিথি দীপান্বিতা অমাবস্যা। চলতি বছর দীপাবলি পালিত হবে ২০ অক্টোবর সোমবার। প্রতি বছর এই উৎসবটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের (কৃষ্ণপক্ষ) অমাবস্যা তিথিতে পালিত হয়। জ্যোতিষীরা বলছেন চলতি বছরের দীপাবলি অত্যন্ত বিশেষ হতে চলেছে। আসলে এবারের দীপাবলিতে একটি বিশেষ যোগ তৈরি হচ্ছে। ১০০ বছর পর এমন যোগ তৈরি হচ্ছে দীপাবলিতে। পঞ্জিকা বলছে, ১৮ অক্টোবর বৃহস্পতি তার নিজস্ব উচ্চ রাশি কর্কটে প্রবেশ করবে। এর ফলে হংস মহাপুরুষ রাজযোগের সৃষ্টি হবে।

জ্যোতিষশাস্ত্রে, হংস মহাপুরুষ রাজযোগ একটি শক্তিশালী যোগ। এই যোগটি তখনই তৈরি হয় যখন দেবগুরু বৃহস্পতি নিজ উচ্চ রাশিতে প্রবেশ করেন। এই যোগ গঠনের ফলে যে কোনও ব্যক্তি প্রচুর সম্পদ, প্রতিপত্তি এবং সুখ-সমৃদ্ধি অর্জন করেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক দীপাবলিতে হংস মহাপুরুষ রাজযোগ গঠনের ফলে কোন কোন রাশির জাতকরা উপকৃত হতে চলেছেন।

১. কর্কট

কর্কট রাশির জাতক-জাতিকাদের বিবাহ ঘরে হংস মহাপুরুষ রাজযোগ তৈরি হবে। এই যোগ কর্মজীবন এবং আর্থিক ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। পরিবারের কোনও সদস্যের কাছ থেকে আপনি সহায়তা লাভ করবেন। শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় ভাল ফলাফল করবে। স্বাস্থ্যের উন্নতি হবে। মানসিক চাপ কমবে।

২. তুলা

তুলার দশম ঘরে হংস মহাপুরুষ রাজযোগ তৈরি হবে। এই যোগ তুলা রাশির জাতকদের জন্য আশীর্বাদস্বরূপ। এটি কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য রকমের সুযোগ নিয়ে আসবে। যারা চাকরি করেন তাঁদের পদোন্নতির সম্ভাবনা। বেতন বৃদ্ধি হতে পারে। যারা ব্যবসা করেন তাঁরা লাভের মুখ দেখবেন। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।

৩. বৃশ্চিক

বৃশ্চিক রাশির নবম ঘরে হংস মহাপুরুষ রাজযোগ তৈরি হবে। আপনি যদি এই রাশির জাতক হন তাহলে অফিসে আপনার কাজের প্রশংসা করা হবে। আপনি সামাজিকভাবে প্রতিপত্তি অর্জন করবেন। কেরিয়ার শক্তিশালী হবে। জীবনে সুসংবাদ আসবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন। আটকে থাকা টাকা ফেরত পাবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বুধ ও শনির বিরল সংযোগ, ২০ নভেম্বর পর্যন্ত ৩ রাশির জাতকদের হবে অর্থলাভ

গাড়ি চালানোর সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন, নয়তো বিপদে পড়তে পারেন…

তৈরি হচ্ছে গজকেশরী যোগ, বৃহস্পতি-চন্দ্রর মিলনে সোনায় সোহাগা এই রাশির জাতকদের

শনির অশুভ প্রভাব থেকে বাঁচতে মেনে চলুন কিছু বাস্তু নিয়ম

শনির সুদৃষ্টি, কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, তবে এই কাজটি প্রতিদিন করতে হবে…

আজ শুক্রবারে অপ্রত্যাশিত অর্থ হাতে আসবে, আনন্দে থাকুন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ