এই মুহূর্তে




ট্রাম্পের পর মোদিকে জোর ধাক্কা মেক্সিকোর, ভারতীয় পণ্যের উপরে ৫০ শতাংশ কর চাপাল

নিজস্ব প্রতিনিধিঃ ট্রাম্পের পর মোদিকে জোর ধাক্কা মেক্সিকোর! ভারত-সহ বহু দেশের পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপাল। সুতরাং বিশ্বজুড়ে আবারও শুল্ক যুদ্ধ শুরু হতে চলেছে। ইতিমধ্যেই আমেরিকার ট্রাম্প প্রশাসন শুল্ক বৃদ্ধি করে অনেক দেশকে জোর ধাক্কা দিয়েছে। তার মধ্যে ভারতও রয়েছে। এবার ট্রাম্পের পথেই হাঁটতে শুরু করল মেক্সিকো। চিন-সহ বেশ কয়েকটি এশীয় দেশের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করল উত্তর আমেরিকার এই দেশটি। জানা গিয়েছে, ইতিমধ্যেই মেক্সিকো সিনেটে এই প্রস্তাবটি অনুমোদন করা হয়ে গিয়েছে এবং এই নতুন শুল্ক আগামী বছর, ২০২৬ সাল থেকে কার্যকর হবে। তবে মেক্সিকোর এই শুল্ক বড় বড় দেশগুলির জন্যে বড় ধাক্কা। বিশেষ করে যাদের মেক্সিকোর সঙ্গে কোনও বাণিজ্যিক চুক্তি নেই, তাদের কাছে বড় ধাক্কা।

প্রতিবেদন অনুসারে, মেক্সিকোর এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চিন, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার মতো বড় দেশগুলি। মেক্সিকান সিনেটে পাস হওয়া প্রস্তাব অনুসারে, মেক্সিকো এই সমস্ত দেশ থেকে আমদানি করা অটো যন্ত্রাংশ, টেক্সটাইল, ইস্পাত এবং অন্যান্য পণ্যের উপর ৫০% পর্যন্ত শুল্ক আরোপ করবে। এর বাইরেও অনেক পণ্যের উপর ৩৫% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। সিনেটে শুল্ক বৃদ্ধির বিলের পক্ষে মোট ৭৬ ভোট পড়েছে, আর বিপক্ষে ৫টি ভোট পড়েছে। আর ৩৫টি অনুপস্থিত ভোটে বিলটি পাস হয়েছে।

কিন্তু মেক্সিকো আচমকাই এমন পদক্ষেপ করল কেন?

আসলে মেক্সিকো স্থানীয় শিল্পের প্রয়োজনীয়তা দেশীয় বাজারে বাড়ানোর লক্ষ্যে শুল্ক বৃদ্ধির এই পদক্ষেপ নিয়েছে। তবে, এর ফলে কতটা লাভ হবে, তা সময়ই বলবে। কিন্তু মেক্সিকোর এই সিদ্ধান্তে ব্যবসায়ী গোষ্ঠীগুলি তীব্র বিরোধিতা শুরু করেছে। তবে বিশেষজ্ঞরা যুক্তি দিয়েছেন যে, মেক্সিকোর শুল্ক বৃদ্ধির পদক্ষেপটি আমেরিকাকে সন্তুষ্ট করার জন্য হতে পারে। কারণ মেক্সিকো ইতিমধ্যেই তার রাজস্ব ঘাটতি মোকাবেলা করছে। তাই আগামী বছরের মধ্যে ৩.৭৬ বিলিয়ন ডলার অতিরিক্ত রাজস্ব আয় করার কথা ভাবছে মেক্সিকো। জানা গিয়েছে, মোট ১,৪০০টি পণ্যের উপর শুল্ক আরোপ করা হবে। কারণ এই পণ্যগুলির মধ্যে অনেক পণ্যের উপর শুল্কের হার ৫০%-এর নিচে রাখা হয়েছিল।

প্রতিবেদন অনুসারে, গত কয়েক বছর ধরে ভারত ও মেক্সিকোর মধ্যে বাণিজ্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ২০২২ সালে দুই দেশের মধ্যে পণ্য বাণিজ্য ১১.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে, ২০২৩ সালে তা সামান্য কমে ১০.৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল। ২০২৪ সালে, তা আবার বৃদ্ধি পেয়ে সর্বকালের সর্বোচ্চ ১১.৭ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। ২০২৪ সালে, মেক্সিকোতে ভারতের রপ্তানি ছিল প্রায় ৮.৯ বিলিয়ন ডলার, যেখানে আমদানি ছিল ২.৮ বিলিয়ন ডলার। সুতরাং এই মূহুর্তে আচমকাই ভারতীয় পণ্যের উপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক বাড়িয়ে দেওয়া মোদি সরকারের জন্যে জোর ধাক্কা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জেন-জি বিক্ষোভের মুখে আরও এক সরকারের পতন, ইস্তফা বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর

ইমরান ঘনিষ্ঠ পাকিস্তানের গুপ্তচর সংস্থার প্রাক্তন প্রধানকে ১৪ বছরের জেল দিল সামরিক আদালত

গোয়া অগ্নিকাণ্ড: জোর ধাক্কা নৈশক্লাবের মালিক লুথরা ভাইদের, জামিন আর্জি খারিজ

দিল্লি দাঙ্গায় অভিযুক্ত উমর খালিদকে শর্তসাপেক্ষে জামিন দিল সুপ্রিম কোর্ট

ছয় রাজ্যে ফের এসআইআরের সময়সীমা বৃদ্ধি কমিশনের, তালিকায় কি বাংলা রয়েছে?

সময়ের আগেই অফিসে আসতেন মহিলা কর্মী, তাঁকেই বরখাস্ত করে সংস্থা!‌ আদালত কর্মীর পাশে দাঁড়াল না কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ