এই মুহূর্তে




ইজরায়েলি বোমা হামলায় ইরানের কারাগারে মৃত ৭১




আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও ইজরায়েল এই মুহূর্তে যুদ্ধবিরতিতে রয়েছে। সম্প্রতি সামনে এসেছে অন্য একটি খবর। ইরানের রাজধানী তেহরানের কুখ্যাত এভিন কারাগারে হামলা চালিয়েছিল ইজরায়েল। তাতে অন্তত ৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগার জাহাঙ্গীর। তিনি ২৯ জুন রবিবার সংবাদমাধ্যমকে জানান, ২৩ জুন এই কারাগারে হামলা চালিয়েছিল ইজরায়েল। তাতে প্রাণ হারিয়েছেন কারাগারের কর্মকর্তা-কর্মচারী, সামরিক প্রশিক্ষক, বন্দি, দর্শনার্থী এবং আশপাশে বসবাসকারী স্থানীয় বাসিন্দারা।

আসগার জাহাঙ্গীরের কথায়, ‘হামলার সময় অনেক বন্দির আত্মীয় পরিজনরা দেখা করতে এসেছিলেন। তাঁদের অনেকেই নিহত হয়েছেন। আহতের সংখ্যাও কম নয়।’ তাঁর বক্তব্য থেকেই জানা গিয়েছে ইজরায়েলের চালানো হামলায় কারাগারের প্রশাসনিক ভবনের একটি অংশ ধ্বংস হয়ে গিয়েছে।

ইজরায়েলের এই তেহরানের কারাগারের উপর হামলা চালানোকে ভালভাবে নেননি আন্তর্জাতিক বিশেশজ্ঞরা। তাঁরা বলছেন ইজরায়েলকে যে দাবি করেছিল তারা কেবল সামরিক স্থাপনাতেই আক্রমণ করবে তা কিন্তু হল না। ইজরায়েল বুঝিয়ে দিল সামরিক স্থাপনার পাশাপাশি তাঁরা ইরানি রাজনৈতিক বা বিচার কাঠামোর গুরুত্বপূর্ণ প্রতীকগুলোকেও লক্ষ্যবস্তু করতে প্রস্তুত। এ আসলে ইজরায়েলের কৌশলগত পদক্ষেপ।

হামলার সময় এভিন কারাগারে বেশ কয়েকজন বিদেশি নাগরিমকও বন্দি ছিল। যেমন ফ্রান্সের দুই নাগরিক সেসিল কোলার ও জ্যাক প্যারিস। তারা প্রায় তিন বছর ধরে ওই কারাগারে বন্দি। ইজরায়েলের হামলায় তারাও বিপদের সম্মুখীন। এই ঘটনার প্রবল নিন্দা করে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো X হ্যান্ডেলে লিখেছেন, ‘তেহরানে এভিন কারাগারে হামলায় আমাদের নাগরিকরা সরাসরি বিপদের মুখে পড়েছেন। এটি একেবারেই অগ্রহণযোগ্য।’

যুদ্ধবিরতি থাকলেও তেহরানে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে কয়েক গুণ। রয়েছে এখনও উত্তেজনা। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও ঘোরালো হবে কিনা তা এখনও বোঝা যাচ্ছে না।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সিরিয়ার তাহরির আল শামের উপর থেকে জঙ্গি তকমা প্রত্যাহার ট্রাম্প প্রশাসনের

৫৩ তম জন্মদিন, লন্ডনে স্ত্রী ডোনার সঙ্গে কেক কাটলেন সৌরভ

আমেরিকায় ছুটি কাটাতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় ঝলসে মৃত্যু একই পরিবারের চারজনের

মৃত্যুপুরী টেক্সাস, ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ৮০, নিখোঁজ বহু

ব্রিকসের ‘আমেরিকাবিরোধী’ নীতির সঙ্গে যুক্ত হলে আরও ১০ শতাংশ কর! ঘোষণা ট্রাম্পের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ