এই মুহূর্তে




৩৫ বছর পর মায়ানমার-থাইল্যান্ড সীমান্তবর্তী মডং শহর নিজেদের দখলে নিল কারেন বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক: জান্তাবিরোধী যোদ্ধারা দাবি ৩৫ বছর পর থাইল্যান্ড সীমান্তবর্তী মডং শহর দখল করেছে মায়ানমারের কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) সশস্ত্র শাখা ও তাদের সঙ্গীরা।

পাহাড়ি শহরটি সিংখোন পাস সীমান্তে অবস্থিত যেখানে থাইল্যান্ডের প্রাচুয়াপ খিরি খান প্রদেশ অবস্থিত। ১৯৯০ সালে জান্তা এটি দখল না করা পর্যন্ত এটি কেএনইউ-এর মাইক জেলার সদর দপ্তর হিসেবে কাজ করত। কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) এবং তাদের সঙ্গীরা প্রতিরোধ গোষ্ঠীগুলি চার দিন আগে শহরটি দখলের জন্য আক্রমণ শুরু করে এবং শুক্রবার সকালে শেষ শাসক সেনা এবং প্রশাসনিক কর্তাদের থাইল্যান্ডের দিকে পালিয়ে যেতে বাধ্য করে।

কেএনইউ-এর মাইয়েক জেলা সম্পাদক, স এহনা দোহ বলেন, মাওদাউং “সীমান্ত বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং কৌশলগত গুরুত্বও বহন করে।” তিনি বলেছেন, কেএনএলএ দুটি সামরিক ফাঁড়ি এবং একটি জনপ্রশাসন অফিস দখল করেছে, এবং আনুমানিক ৬০ জন জান্তা সেনা থাইল্যান্ডে পালিয়ে গিয়েছে। আক্রমণের সময়, জান্তা শহরটিকে রক্ষা করার জন্য Y-12 ইউটিলিটি বিমান দিয়ে মাওদাংয়ে বোমাবর্ষণ করে, যার ফলে বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়ে যায়। স্বেচ্ছাসেবকদের কথায় প্রায় ১,০০০ বাসিন্দাকে নিকটবর্তী গ্রাম থেকে বাস্তুচ্যুত করা হয়েছে। মাওদাউং দখলের মাধ্যমে, কেএনইউ এখন থাই সীমান্ত থেকে ৫৪ কিলোমিটার দূরে নিম্নভূমিতে থেইঙ্কুন গ্রাম পর্যন্ত রাস্তা নিয়ন্ত্রণ করে। মডং পুনর্দখলের ফলে কেএনইউ এখন পুরোপুরি নিজেদের কব্জায় পেল থাইল্যান্ড সীমান্ত থেকে শুরু করে থেইনকুন গ্রাম পর্যন্ত ৫৪ কিলোমিটার রাস্তা। জান্তা প্রায় দুই বছর ধরে এই এলাকাটি অতিক্রম করতে পারছে না কারণ কেএনএলএ তানিনথারি শহর থেকে থেইঙ্কুন পর্যন্ত একমাত্র প্রধান রাস্তাটিও বন্ধ করে দিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শাহরুখের মুকুটে নয়া পালক, দুবাইয়ে বসছে কিং খানের মূর্তি, তৈরি হচ্ছে টাওয়ার

তীর্থে গিয়ে নিখোঁজ, ধর্মান্তরিত হয়ে পাক-যুবককে বিয়ে ভারতীয় শিখ মহিলার, পঞ্জাবে চাঞ্চল্য

‘পাল্টা আক্রমণ চালানো হবে’, জাপানকে কড়া ভাষায় হুঁশিয়ারি চিনের

রেকর্ড বৃদ্ধি! ৬ মাসেই পর্যটকের সংখ্যা বাড়ল ৪০ শতাংশ, কেন ভারতীয়দের এত টানছে মস্কো?

‘ভারত-আফগানিস্তানের সঙ্গে দ্বিমুখী লড়াইয়ে প্রস্তুত পাকিস্তান’, হাস্যকর দাবি পাক প্রতিরক্ষামন্ত্রীর

রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুত করছে, দাবি ফরাসি প্রেসিডেন্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ