26ºc, Mist
Monday, 27th March, 2023 8:59 am
আন্তর্জাতিক ডেস্ক: আবার আমেরিকায় রক্তস্নান।
এক অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর হামলায় জখম ১০। এদের মধ্যে দুই থেকে তিনজনের আঘাত গুরুতর। তাদের সকলকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। লেকল্যান্ড পুলিশ এই হামলার খবর দিতে গিয়ে জানিয়েছে, ঘন নীল রঙের একটি গাড়ি ফ্লোরিডার একটি ব্যস্ত রাস্তায় সামনে এসে থামে। গাড়িতে ছিল চারজন। তারা গাড়ির দুইপাশের জানালার কাচ নামিয়ে গুলি চালাতে শুরু করে। পরে সেখান থেকে মুহূর্তের মধ্যে তারা গাড়ি চালিয়ে চম্পট দেয়। ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। ভর সন্ধ্যায় গুলির শব্দ শুনে এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে শুরু করে। পুলিশ ঘটনাস্থলের নজর ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। সামান্য কয়েকদিনের ব্যবধানে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার ঘটনায় প্রশাসন রীতিমতো আতঙ্কিত।
গত ২৪ তারিখ একদিনে তিন জায়গায় হামলা চলে। তিনটি ঘটনায় মৃত্যু হয় নয়জনের। একইদিনে এক বন্দুকবাজের হামলায় ভারত থেকে পড়তে যাওয়া একের মৃত্যু হয়েছে। ২৪ থেকে সাতদিনের মধ্যে আমেরিকায় মোট পাঁচবার বন্দুকবাজির ঘটনা ঘটল। একজন অস্ত্রধারীকেও পুলিশ গ্রেফতার করতে পারেনি। তবে পুলিশ জানিয়েছে, বন্দুকবাজির সঙ্গে সন্ত্রাসবাদ বা সন্ত্রাসবাদী কোনও সংগঠনের সম্পর্ক নেই। তা না থাকলেও একের পর এক বন্দুকবাজির ঘটনায় আমেরিকাজুড়ে রীতিমতো আতঙ্কের পরিবেশ। নানা প্রান্ত থেক দাবি উঠছে অস্ত্র আইন কঠোর করার। যদিও সরকার কোনও উদ্যোগ নিচ্ছে না।
আরও পড়ুন আমেরিকায় পড়তে গিয়ে গুলিবিদ্ধ তেলেঙ্গানার পড়ুয়া