এই মুহূর্তে




হামাসের ফাঁদে নিহত ইজরায়েলের ৪ সেনা

courtesy google




আন্তর্জাতিক ডেস্ক :  গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় বোমা বিস্ফোরণে ৪ ইজরায়েলি সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৭ সেনা আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।মঙ্গলবার (১১ জুন) নিহতদের পরিচয় পত্র প্রকাশ করেছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার (১০ জুন) রাফায় একটি ভবনে বোমা বিস্ফোরণে চার ইজরায়েলি সেনা নিহত হয়েছে।এদেঁর মধ্যে হলেন ২৪ বছর বয়সী মেজর তাল পশেবিলস্কি শাওলভ, ২০ বছর বয়সী স্টাফ সার্জেন্ট এতিন কার্লসব্রান, ১৯ বছর বয়সী সার্জেন্ট আলমোগ শালম ও সার্জেন্ট ইয়ার লেভিন।

ইজরায়েলের আইডিএফের প্রাথমিক তদন্ত মতে জানা গেছে , সোমবার (১০ জুন)দক্ষিণ গাজার রাফা শহরে একটি ভবনে অভিযানে গিয়েছিল নিহত সেনারা।

প্রথমে ভবনের ভেতরে ফাঁদ পাতা আছে কিনা তা নিশ্চিত হতে। তাঁরা একটি বিস্ফোরক ছোড়েন। এর ফলে সেই সময়ে লুকিয়ে রাখা অপর কোনো বিস্ফোরক বিস্ফোরিত না হওয়ায় দুই সেনা তিনতলা ভবনটিতে প্রবেশ করেন।কিন্তু এরপরে পরেই সেই সময় লুকিয়ে রাখা বোমা ফেটে যায় এবং ভবনের অংশবিশেষ কয়েকজন সেনার ওপর ধসে পড়ে। এর ফলে নিহত হয় সেনারা।

আইডিএফ আরও জানিয়েছে, নিহত চার সেনা ছাড়াও আরও সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এই নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরুর পর ২৯৯ সেনা হারাল ইজরায়েল।

উল্লেখ্য, সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হামাসের সঙ্গে ইজারয়েলের যুদ্ধবিরতি প্রসঙ্গে জো বাইডেনের প্রস্তাবের ভোটাভুটি হয়। বাইডেনের এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪ টি। যদিও ভোট দেওয়া থেকে বিরত থেকেছে রাশিয়া।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইরানে যাত্রীবোঝাই বাস উল্টে নিহত কমপক্ষে ২১ জন, আহত অন্তত ৩৪

চরম রাজনৈতিক দ্বন্দ্ব, এসিসি-র সভা বয়কটের হুমকি ভারতের, এশিয়া কাপ নিয়ে শঙ্কা

ট্রাম্পের সঙ্গে বিবাদ, ফোন নম্বর বদলে ফেললেন মাস্ক

ভারত-পাকিস্তান যুদ্ধে ধ্বংস ৫ যুদ্ধবিমান! ট্রাম্পের দাবিতে শোরগোল

চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব! ক্যান্সার প্রতিরোধে‌ mRNA টিকা আবিষ্কার

‘অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য নয়’, কূটনীতিকদের কড়া নির্দেশ ট্রাম্প প্রশাসনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ