এই মুহূর্তে




দীর্ঘ দু’বছর পর প্রথম মৃত্যুভয় ও বোমা-ড্রোনের শব্দ ছাড়া কাটল গাজাবাসীর প্রথম রাত

আন্তর্জাতিক ডেস্ক: গত দুই বছরে এমন একটা রাত কাটেনি যেখানে গাজার মানুষ নিশ্চিন্তে দুই চোখের পাতা এক করে ঘুমাতে পারেছে। সকলের  মনের মধ্যে একটাই আতঙ্ক ঘিরে ধরে ছিল চোখ বন্ধ হলে সেই চোখ তাঁরা আর খুলতে পারবেন কিনা। এই প্রথম ফিলিস্তিনিরা একটি শান্তির রাত কাটাল দীর্ঘ দুই বছর পর যেখানে ইজরায়েলি ড্রোন ও বিস্ফোরণের শব্দ ছিল না।

সংবাদমাধ্যম সূত্রে জানানো হিয়েছে দীর্ঘ অনেক মাস পর শুক্রবারের (১০ অক্টোবর) রাতে বিমান হামলা হয়নি এবং গাজার রাস্তায় অ্যাম্বুলেন্সের ছোটাছুটি ও আওয়াজ শোনা যায়নি। হামাসের সঙ্গে শান্তি চুক্তির প্রথম পর্যায়ে ইজরায়েলি সেনাবাহিনী গুলিবর্ষণ বন্ধ ও হামলা চালানো বন্ধ করেছে এবং আংশিকভাবে এলাকাটি থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ায় কথা জানিয়েছেন। এই ঘোষণার পরেই জোরপূর্বক বাস্তুচ্যুত কয়েক হাজার ফিলিস্তিনি উত্তর গাজার বিধ্বস্ত শহর ও শহরাঞ্চলে ফিরে আসছেন। এই প্রসঙ্গে এক সাংবাদিক বলেছেন, ‘আজ রাতে গাজার সঙ্গে যা ঘটছে সেটি হলো আশা। কোন ড্রোন নেই, কোন বোমা নেই। আকাশকে কমলা হতে দেখা যায়নি। চারিদিকে শুধুই নীরবতা। এই ঘটনাকে অদ্ভুত মনে হচ্ছে।’

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন ড্রোনগুলো বন্ধ হয়ে গিয়েছে এবং আর কোনো সেনার গুঞ্জন নেই। তাঁরা এবং তাঁদের সন্তানরা নিরাপদে রয়েছেন। এটাও জানিয়েছেন তাঁরা তাঁদের ছেলেমেয়েদের সঙ্গে শান্তিতে একত্রিত হয়েছেন। স্থানীয় এক মহিলা বলেছেন গত দুই বছরে যা যা ধ্বংসলীলা দেখেছেন তার পর এই শান্তি দেখে অত্যন্ত ভালো লাগছে। এটাও জানিয়েছেন বর্তমানে তাঁদের মন থেকে ভয় চলে গিয়েছে এবং পরিবার, প্রতিবেশী এবং বন্ধুরা যারা বেঁচে রয়েছেন তাঁদের দেখতে পেয়ে মন আনন্দে ভরে উঠেছে। গাজা শহরের জেইতুন এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের জিনিসপত্র নিয়ে ধ্বংসপ্রাপ্ত ভবনের পাশ দিয়ে যাচ্ছেন এবং তাদের বাড়িতে ফিরছেন। অর্থাৎ চেনা ছন্দে ফিরছে গাজা।

প্রসঙ্গত, শুক্রবার ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। হামাস, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন (পিএফএলপি) জানিয়েছে যে তারা গাজা উপত্যকার “কোনও বিদেশী অভিভাবকত্ব” প্রত্যাখ্যান করেছে। গাজার কর্মকর্তারা ইজরায়েলের যুদ্ধের সময় যুদ্ধাপরাধ এবং গণহত্যার একটি স্বাধীন, আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রক্তাক্ত পাকিস্তান, পুলিশের গুলিতে নিহত ১১

ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া কোরিনা

চিনের উপরে অতিরিক্ত ১০০% শুল্ক চাপালেন ট্রাম্প, দিলেন ব্যাখ্যাও

‘আফগান মাটি কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে না’, ভারতকে আশ্বাস মুত্তাকির

ট্রাম্পের হাতের পুতুল মুনির-শাহবাজ! প্রতিবাদে বিক্ষোভ পাকিস্তানে, সহিংস ইসলামাবাদে মৃত ২

স্বপ্নভঙ্গ ট্রাম্পের, শান্তিতে নোবেল পেলেন কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ