33ºc, Clouds
Saturday, 21st May, 2022 8:38 am
নিজস্ব প্রতিনিধি: ছিনতাইকারীর ঠেলায় ট্রেনের নিচে পড়ে মৃত্যু হল এক পড়ুয়ার। নিউইয়র্কের (New York) ঘটনা। মৃত্যু হয়েছে বাংলাদেশী পড়ুয়ার। ওই ছাত্রী ব্রুকনিলের হান্টার কলেজের শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ছাত্রীর ব্যাগ ছিনিয়ে নিতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিউইয়র্কের ম্যানহাটনের ঘটনা। জানা গিয়েছে, ছিনতাইকারীরা ব্যাগ ছিনিয়ে নিতে গিয়েছিল জিনাত হোসেন নামে এক ছাত্রীর। তখনই ধ্বস্তাধ্বস্তি শুরু হয় ২৪ বছরের বাংলাদেশী পড়ুয়ার সঙ্গে ওই ছিনতাইকারীর। ১১ মে, বুধবারের ঘটনা। জানা গিয়েছে, ধ্বস্তাধ্বস্তির সময় ছিনতাইকারীরা ধাক্কা মারে জিনাতকে। সাবওয়ে ট্রেন লাইনে ধাক্কা মারায় পড়ে যায় ওই যুবতী। ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে মৃত্যু (Death) হয় ছাত্রীর (Student)।
জানা গিয়েছে, মৃতা বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা: এনামুল হকের শ্যালিকার মেয়ে। বাবা আমির হোসেন। বাবা ও মায়ের সঙ্গেই নিউ ইয়র্কের ব্রুকলিনে থাকতেন মৃতা। জিনাতের বাড়ি ছিল কুমিল্লার দাউদকান্দি উপজেলার জগৎপুর গ্রামে। ২০১৫ সালে নিউইয়র্কে এসেছিলেন জিনাত।
আরও জানা গিয়েছে,কলেজ থেকে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। ব্রুকলিনের ইউটিকা স্টেশনে ওই দুর্ঘটনা ঘটার পর মৃতার দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় শোকস্তব্ধ মৃতার পরিবার ও বাংলাদেশের আদিবাড়ি এলাকা। শোক নেমে এসেছে নিউইয়র্কের বাংলাদেশ (Bangladesh) কমিউনিটিতেও।পুলিশ থেকেই এই খবর জানানো হয়েছিল বাংলাদেশ কমিউনিটিকে। পুলিশ (Police) সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে। তারপর দেহ পরিবারের হাতে হস্তান্তর করা হবে।