-273ºc,
Friday, 2nd June, 2023 3:33 am
নিজস্ব প্রতিনিধি, লাহোর: ফের স্বস্তিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাবাদ জেলা আদালত চত্বরে পুলিশের ওপরে হামলার অভিযোগে দায়ের হওয়া সন্ত্রাস মামলায় পাকিস্তান তেহরিকে ইনসাফ চেয়ারম্যানকে রক্ষাকবচ দিল লাহোর হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি শাহবাজ রিজভি ও বিচারপতি ফারুখ হায়দরের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ২৭ মার্চ পর্যন্ত গ্রেফতার করা যাবে না প্রাক্তন প্রধানমন্ত্রীকে।
তোষাখানা মামলায় ইসলামাবাদের অতিরিক্ত জেলা দায়রা বিচারক জাফর ইকবালের এজলাসে গত ১৮ মার্চ শনিবার হাজিরা দিতে হাজির হয়েছিলেন ইমরান খান। আর ওই হাজিরা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ইসলামাবাদ আদালত চত্বর। পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে পিটিআই কর্মী-সমর্থকদের। পুলিশের অভিযোগ, পিটিআই কর্মীরা দলের চেয়ারম্যান ইমরান খানের নির্দেশেই তাদের ওপরে হামলা চালিয়েছে। ওই হামলার অভিযোগে পিটিআই চেয়ারম্যান সহ কয়েকশো অজ্ঞাতপরিচয়ধারী পিটিআই কর্মী-সমর্থকদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে ইসলামাবাদ পুলিশ।
এদিন ওই মামলায় অন্তর্বর্তী জামিন চেয়ে লাহোর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। দুপুর একটা নাগাদ সশরীরে আদালতে হাজির হন ইমরান। বিচারপতি শাহবাজ রিজভি ও ফারুখ হায়দরের এজলাসে মামলার শুনানিতে তিনি ফের তাঁর প্রাণ সংশয়ের আশঙ্কার কথা জানান। পাশাপাশি অভিযোগ করেন, ‘দেশের বর্তমান সরকার তাঁকে খুন করার পরিকল্পনা করছে। গত শনিবার ইসলামাবাদ আদালত চত্বরে যে ঘটনা ঘটেছিল, তা ছিল ইসলামাবাদ পুলিশের পূর্বপরিকল্পিত। ওইদিন তাঁকে খুন করার চেষ্টা চালিয়েছিল ইসলামাবাদ পুলিশ।’ এর পরেই ২৭ মার্চ পর্যন্ত ইমরানের গ্রেফতারির ওপরে নিষেধাজ্ঞা জারি করেন বিচারপতিরা।