-273ºc,
Friday, 9th June, 2023 4:21 am
নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ার ব্রিসবেনে (Brisbane) ভারতের দূতাবাস খোলার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী।
মঙ্গলবার অস্ট্রেলিয়ায় সিডনির কুডোস ব্যাঙ্ক অ্যারিনা (Sydney’s Qudos Bank Arena) স্টেডিয়ামে কমিউনিটি কর্মসূচিতে প্রায় ২১ হাজার মানুষের জমায়েতে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, অস্ট্রেলিয়ায় বসবাসকারী অভিবাসী ভারতীয়দের দীর্ঘদিনের দাবি মেনে ব্রিসবেনে ভারতীয় দূতাবাস খোলা হবে। মোদি যখন এই ঘোষণা করেন তখন, মঞ্চে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও (Anthony Albanese)।
নরেন্দ্র মোদি এদিন বলেন, ‘কমিউনিটি কর্মসূচিতে ভারতীয় প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করতে পারা একটি পরম আনন্দের বযাপার। সিডনিতে ‘লিটল ইন্ডিয়া’-এর ভিত্তিপ্রস্তর উন্মোচনে তাঁকে সহযোগিতা করার জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। নরেন্দ্র মোদির সফর ঘিরে মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, ‘বছরের শুরুতে ভারতে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলাম। মোদীর সরকারি সফরের আতিথ্যে থাকতে পেরে গর্বিত। ভারত ও অস্ট্রেলিয়া উভয়েই স্থায়ী, নিরাপদ এবং সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গঠনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এই মতাদর্শকে ধরে রাখার ক্ষেত্রে আমাদের উভয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’