এই মুহূর্তে




ব্রিটেনে ধর্ষণের শিকার ভারতীয় বংশোদ্ভূত তরুণী

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডসে নির্যাতনের শিকার এক ভারতীয় বংশোদ্ভূত তরুণী। স্থানীয় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওই তরুণীর ওপরে হামলা চালায় বলে অভিযোগ। তারপরেই অসুস্থ হয়ে পড়েন ওই তরুণী। এই ঘটনার পরেই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, ভারতীয় বংশোদ্ভূত ওই তরুণী যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ। শনিবার সন্ধ্যের দিকে ওয়ালসালের পার্ক হল এলাকায় মহিলাকে অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দ্রুত খবর যায় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। জানা গিয়েছে নির্যাতিতা ওই তরুণী পাঞ্জাবি পরিবারের সদস্য। গতমাসেই স্থানীয় এলাকায় একটি ব্রিটিশ শিখ মহিলাকেও একইভাবে নির্যাতনের শিকার হতে হয়েছিল। নির্যাতিতা ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তরুণীর স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করছে পুলিশ। তরুণীকেও জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযুক্ত নির্যাতিতার পূর্ব পরিচিত কিনা সেটাও জানার চেষ্টা করা হচ্ছে।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরায় অভিযুক্তের ছবি ধরা পড়েছে। সেই ছবি সমস্ত জায়গায় ছড়িয়ে দিয়ে তাকে ধরার চেষ্টা করা হচ্ছে। জানা গিয়েছে ঘটনার সময় সে গারো রংয়ের পোশাক পড়েছিল। অভিযুক্তকে কেউ কোথাও দেখেছে কিনা সেই বিষয়েই জানার চেষ্টা করছে পুলিশ। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানাচ্ছে পুলিশ। আধিকারিকদের দাবি, এই ঘটনার পিছনে জাতি বিদ্বেষ থাকতে পারে। নারী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। খুব তাড়াতাড়ি অভিযুক্তকে ধরা হবে বলে জানাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে পাওয়া ছবিতে হামলাকারীকে শ্বেতাঙ্গ বলে মনে করা হয়েছে। তার বয়স ৩০-এর ঘরে হতে পারে। ছোট করে চুল কাটা ছিল। পরনে ছিল কালো পোশাক। প্রত্যদর্শীদের সঙ্গেও কথা বলা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মালয়েশিয়া উপকূলে ভয়াবহ নৌকাডুবিতে মৃত ১, নিখোঁজ শতাধিক

পাগলামি করতে করতে ক্লান্ত, অনুষ্ঠানে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

নামেই হয়েছে যুদ্ধবিরতি চুক্তি, গাজায় ইজরায়েলের হামলায় মৃতের সংখ্যা ছাড়াল ৬৯ হাজার

এক রাতে ইউক্রেনে ৫০৩ বার হামলা চালাল রাশিয়া

ট্রাম্পের বন্দিশালা থেকে ৩১ দিন পর মুক্তি পেলেন ৬৪ বছর বয়সী বাংলাদেশি মাসুমা খান

‘যুদ্ধের জন্য তৈরি’, পাকিস্তানকে হুমকি আফগানিস্তানের তালিবান সরকারের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ