আন্তর্জাতিক ডেস্ক: মলদ্বীপে অবস্থানরত ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য দিল্লিকে অনুরোধ জানিয়েছেন সে দেশের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু। শনিবার মলদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন মোদি সরকারের মন্ত্রী কিরেণ রিজেজু। তখনই তাঁকে মলদ্বীপ থেকে ভারতীয় সেনাদের সরিয়ে নেওয়ার অনুরোধ জানান মুইজ্জু। মলদ্বীপের ভূখণ্ডে কোনও বিদেশি রাষ্ট্রের সেনাবাহিনীকে আস্তানা গাড়তে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
গত মাসে বিপুল ভোটে জিতে ইব্রাহিম সোলিকে হারিয়ে মলদ্বীপের প্রেসিডেন্ট পদে আসীন হয়েছেন চিনপন্থী হিসেবে পরিচিত মুইজ্জু। নির্বাচনের সময়েই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, জিতে ক্ষমতায় আসার পরে মলদ্বীপ থেকে ভারতীয় সেনাদের হঠিয়ে দেওয়া হবে। বছর পাঁচেক আগে যখন মুইজ্জুর দল ক্ষমতায় ছিল, তখন চিনের থেকে বিপুল ঋণ নিয়েছিল সেই সরকার। মলদ্বীপের পরিকাঠামোগত উন্নয়নে প্রচুর অর্থ বিনিয়োগ করেছিল শি চিনফিং সরকার। চিনকে খুশি রাখতেই দ্বীপরাষ্ট্রটি থেকে ভারতীয় সেনাকে পাততাড়ি গোটানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে মনে করছেন কূটনীতিবিদরা।
উল্লেখ্য, মলদ্বীপে ৭০ জন ভারতীয় সেনা আধিকারিক রয়েছেন। নয়াদিল্লির তৈরি রাডার স্টেশন, নজরদার উড়ান এবং টহলদারি জাহাজের দায়িত্বে রয়েছেন ওই সেনা আধিকারিকরা। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজেজুকে মলদ্বীপের প্রেসিডেন্ট বলেছেন, ‘মলদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানোর অর্থ এই নয় যে চিন বা অন্য কোনও দেশের প্রভাব বাড়তে দেওয়ার সুযোগ করে দেওয়া। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে উদ্যোগী হবে তাঁর সরকার। কোনও বিদেশে সেনাকে দেশের ভূখণ্ডে থাকার অনুমতি দেওয়া হবে না।’