এই মুহূর্তে




যুদ্ধবিরতি লঙ্ঘন করে লিপা উপত্যকায় গুলি চালাল পাক সেনারা

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানি সেনাবাহিনী চলতি সপ্তাহের শুরুতে জম্মু ও কাশ্মীরের লিপা উপত্যকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তারা ভারতীয় পোস্টগুলিকে লক্ষ্য করে গুলি চালায়। ২৬-২৭ অক্টোবরের মধ্যরাতে পাকিস্তান ছোট ছোট অস্ত্র ব্যবহার করে ভারত সীমান্তএ। পাশাপাশি মর্টার শেলও নিক্ষেপ করে।

ভারতীয় সেনাবাহিনীও পাকিস্তানের বিনা প্ররোচনায় গুলি চালানোর উপযুক্ত জবাব দিয়েছে বলে সূত্রের খবর। তিন দিনের যুদ্ধের পর পাকিস্তান যখন ভারতের কাছে যুদ্ধবিরতির আবেদন করে, তখন থেকে নিয়ন্ত্রণ রেখায় ভারতের পক্ষ থেকে প্রথমে গোলাগুলি চালানো হয়নি। গত অগস্টে পাকিস্তান কাশ্মীরের পুঞ্চ এলাকায় গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথম। তবে তখন ভারতীয় সেনাবাহিনী এই যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয় অস্বীকার করে। 
সেনাবাহিনী তখন এক বিবৃতিতে বলেছে, "পুঞ্চ অঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে কিছু সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। স্পষ্ট করে বলা হচ্ছে যে নিয়ন্ত্রণ রেখা বরাবর কোনও যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেনি।" প্রসঙ্গত, কাজিনাগ স্প্রিং-এর মধ্য দিয়ে বয়ে যাওয়া ৯ কিলোমিটার উঁচু উপত্যকা লিপা দীর্ঘদিন ধরে পাক অনুপ্রবেশের প্রচেষ্টার জন্য গুরুত্বপূর্ণ ঘাঁটি। গত ১০ মে ভারত ও পাকিস্তান সামরিক যুদ্ধবিরতিতে সমঝোতায় পৌঁছানোর পর থেকে নিয়ন্ত্রণ রেখা শান্ত রয়েছে। এরপর থেকে চুক্তির মেয়াদ ক্রমে ক্রমে বাড়ানো হচ্ছে।
৭ মে ভারত পাকিস্তানের অভ্যন্তরে অপারেশন সিঁদুর অভিযান চালায়। তাতে ৯টি সন্ত্রাসী শিবির ধ্বংস হয়। পহেলগাঁও সন্ত্রাসী হামলার জবাব দিতেই চালানো হয়েছিল এই অভিযান। ওই সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন।
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মালয়েশিয়া উপকূলে ভয়াবহ নৌকাডুবিতে মৃত ১, নিখোঁজ শতাধিক

পাগলামি করতে করতে ক্লান্ত, অনুষ্ঠানে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

নামেই হয়েছে যুদ্ধবিরতি চুক্তি, গাজায় ইজরায়েলের হামলায় মৃতের সংখ্যা ছাড়াল ৬৯ হাজার

এক রাতে ইউক্রেনে ৫০৩ বার হামলা চালাল রাশিয়া

ট্রাম্পের বন্দিশালা থেকে ৩১ দিন পর মুক্তি পেলেন ৬৪ বছর বয়সী বাংলাদেশি মাসুমা খান

‘যুদ্ধের জন্য তৈরি’, পাকিস্তানকে হুমকি আফগানিস্তানের তালিবান সরকারের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ