এই মুহূর্তে




ইজরায়েলের সমালোচনা করায় মার্কিন সেনা কর্তাকে সরালেন ট্রাম্প




আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের সঙ্গে তেল আভিভের সঙ্ঘাতের মধ্যেই বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের সমালোচনা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলে পড়লেন এক মার্কিন সেনা কর্তা। কর্নেল নাথান ম্যাক্করম্যাক নামে ওই সেনা কর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া সেনা আধিকারিক আমেরিকার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের জে৫ স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিরেক্টরটের লেভান্ত (ভূমধ্যসাগরের পূর্ব উপকূলীয় অঞ্চল) ও মিশর শাখার প্রধানের দায়িত্বে ছিলেন।

মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’-এর প্রতিবেদন অনুসারে, গত কয়েক মাস ধরেই ইজরায়েল ও নেতানিয়াহু সরকারের সমালোচনা করে জনপ্রিওয় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’-এ একের পর এক পোস্ট করেছিলেন কর্নেল নাথান ম্যাক্কারম্যাক। ওই পোস্টে নেতানিয়াহু এবং তাঁর মিত্রদের (পড়ুন মার্কিন যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমা দেশের রাষ্ট্রপ্রধানদের) তুলোধনা করেন। প্যালেস্তাইনে ইজরায়েলের ‘গণহত্যা’ সংগঠিত করার জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করেছেন লিখেছেন, ‘পশ্চিমা দেশগুলো হলোকাস্টের অপরাধবোধ থেকে ইজরায়েলের সমালোচনা করা থেকে অনেক দূরে থাকে। কয়েক দশক ধরে ইসরায়েলের কার্যকলাপ জাতিগত নির্মূল এবং গণহত্যার অভিযোগের জন্ম দিয়েছে।’ ইজরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট মিত্র’ হিসেবে উল্লেখ করেন।

গতকাল মঙ্গলবার (১৭ জুন) জিউইশ নিউজ সিন্ডিকেটের (জেএনএস) তরফে নাথান ম্যাক্কারম্যাকের পোস্ট নিয়ে খবর প্রকাশের পরেই শোরগোল পড়ে যায়। সঙ্গে সঙ্গেই পেন্টাগনের তরফে ব্যবস্থা নেওয়া হয়। বরখাস্ত করা হয় ম্যাক্কারম্যাককে। পেন্টাগনের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রতিরক্ষা দফতর এসব পোস্টের বিষয়বস্তু এবং এর প্রভাবের বিষয়টি খতিয়ে দেখতে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করছে।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইয়েমেনে খুনের দায়ে কেরলের নার্স নিমিশা প্রিয়াকা ফাঁসি দেওয়া হবে ১৬ জুলাই

নেপাল-চিন সীমান্তে আকস্মিক বন্যায় ভেসে গেল একের পর এক গাড়ি, নিখোঁজ অন্তত ১৮

সিরিয়ার তাহরির আল শামের উপর থেকে জঙ্গি তকমা প্রত্যাহার ট্রাম্প প্রশাসনের

৫৩ তম জন্মদিন, লন্ডনে স্ত্রী ডোনার সঙ্গে কেক কাটলেন সৌরভ

আমেরিকায় ছুটি কাটাতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় ঝলসে মৃত্যু একই পরিবারের চারজনের

মৃত্যুপুরী টেক্সাস, ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ