27ºc, Haze
Friday, 24th March, 2023 9:27 pm
নিজস্ব প্রতিনিধি: কৃষ্ণসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ মডেলের একটি ড্রোনকে (US Drone) ধ্বংস করেছিল রুশ যুদ্ধবিমান সুখোই-২৭। এবার সেই যুদ্ধবিমানের দুই পাইলটকে (Russian Pilot) রাষ্ট্রীয় পুরস্কার দিলো রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই খবর জানানো হয়েছে।
শুক্রবার যুদ্ধবিমান সুখোই-২৭ এর দুই পাইলটকে এই পুরস্কার দেওয়া হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। একইসঙ্গে রুশ প্রতিরক্ষামন্ত্রী দুই পাইলটের প্রশংসা করেন মার্কিন ড্রোন ধ্বংস করায়। উল্লেখ্য মঙ্গলবার কৃষ্ণসাগরের উপরে চক্কর মারছিল এমকিউ-৯ মডেলের মার্কিন ড্রোনটি। আর তা নজরে পড়ার পরেই মার্কিন ড্রোনটির পিছু ধাওয়া করে রুশ যুদ্ধবিমান। বেশ কয়েকবার মুখোমুখি হওয়ার পরে আচমকাই মার্কিন ড্রোনটির উপরে জ্বালানি ঢেলে দেয় সুখোই যুদ্ধবিমানটি। তার পরে আচমকাই ড্রোনটির ধাক্কা দিয়ে ধ্বংস করে দেওয়া হয়।
এই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলতে রাজি নয় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা। তাঁদের মতে, ইচ্ছাকৃতভাবেই ওই ঘটনা ঘটিয়েছে রুশ যুদ্ধবিমানটি। হোয়াইট হাউসের জাতীয নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ‘মার্কিন ড্রোন ধ্বংস নিয়ে মস্কোর পক্ষ থেকে যে সাফাই দেওয়া হচ্ছে, তা কোনও মতেই বিশ্বাসযোগ্য নয়। আমরা ধ্বংস হয়ে যাওযা ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’ পাশাপাশি ওই অঞ্চলটিতে মার্কিন কর্মকর্তারা তাদের নজরদারি কার্যক্রম ফের শুরু করেছে।