এই মুহূর্তে




যুদ্ধবিরতির আবহে ইজরায়েলে মিসাইল হানা ইরানের, মৃত ৩




আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতির মধ্যেই ইজরায়েলে মিসাইল হানা চালাল ইরান। মঙ্গলবার সকালে ইজরায়েলের বীরশেবা শহরে হামলা চালাল ইরান। মিসাইল হানায়  মৃত ৩।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইজরাইলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইজরায়েলে হামলা চালিয়েছে ইরান। ইজরায়েল সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার ভোর রাতের দিকে ইরানের বীরশেবার একটি আবাসিক ভবনে মিসাইলহানা চালিয়েছে ইরান। ওই আবাসনেই তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
অভিযোগ, যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার কিছুক্ষণ পরেই এই হামলা চালিয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে কোনওরকম সংঘর্ষ বিরতি হয়নি। ইজরায়েল থামলে তবেই ইরান থামবে। ইজরায়েল ডিফেন্স ফোর্স টেলিগ্রামে জানিয়েছে, দেশের সেনাবাহিনী ইরান থেকে ছোঁড়া মিসাইলগুলো চিহ্নিত করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তেহরান স্থানীয় সময় ভোর  ৪টে থেকে ইজরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ করেছে। যুদ্ধবিরতির মধ্যেই ইজরায়েলে মিসাইল হানা ইরানের। মিসাইল হানার আশঙ্কায় ইজরায়েলে সাইরেন বাজতে শোনা গিয়েছে। ইজরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ থামার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

সোমবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন,ইজরায়েল ও ইরান ‘সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দুই পক্ষকেই অভিনন্দনও জানিয়েছেন তিনি। তারপরেই ছড়িয়েছে অশান্তি। তিনি লিখেছিলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রথমে ইরান যুদ্ধ বন্ধ করবে। তারপরে ইজরায়েল তাকে অনুসরণ করবে। অর্থাৎ দুইপক্ষই যুদ্ধ বন্ধ করবে।

রবিবারই ইরানের ৩টি পরামাণু কেন্দ্রে আঘাত করে ধ্বংস করেছিল মার্কিন সামরিক বাহিনী। সোমবার ইরাকের মার্কিন ঘাঁটির পাশাপাশি কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইন্দোনেশিয়ায় মাঝ সমুদ্রে যাত্রীবাহী জাহাজে আগুন, নিহত কমপক্ষে ৫

পরপর তিনবার ভূমিকম্পে কাঁপল রাশিয়া, কম্পনমাত্রা ৭.৫, জারি সুনামি সতর্কতা

২০ বছর কোমায় থাকা সৌদি রাজকুমারের মৃত্যু

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু

ইরানে যাত্রীবোঝাই বাস উল্টে নিহত কমপক্ষে ২১ জন, আহত অন্তত ৩৪

চরম রাজনৈতিক দ্বন্দ্ব, এসিসি-র সভা বয়কটের হুমকি ভারতের, এশিয়া কাপ নিয়ে শঙ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ