-273ºc,
Friday, 9th June, 2023 4:12 am
নিজস্ব প্রতিনিধি: চুল খোলা রাখা বৈধ নয় ইরানে (IRAN)। এই চুল খোলা রাখার জন্যই দুই নারীকে গ্রেফতার করা হয়েছে ইরানে। কিন্তু তারও আগে ওই দুই নারীকে শাস্তি দেন এক ব্যক্তি! গ্রেফতার হয়েছেন তিনিও।
একটি ভিডিওতে দেখা গিয়েছে, দু’জন নারী একটি দোকানে এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন খোলা চুলে। তারপরেই ওই ব্যক্তি রেগে সেলফ থেকে দইয়ের পাত্র তুলে নিয়ে ওই দুই নারীর মাথায় ছুঁড়ে মারেন। আরও দেখা গিয়েছে, দোকানে ঢুকে ওই নারীরা অপেক্ষা করছিলেন। তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি। তিনিই কথা বলেন ওই নারীদের সঙ্গে। তারপরই বারবার দই ছুঁড়তে থাকেন। দোকানি অবশ্য ওই ‘দই হামলাকারী’কে ঠেলে দোকান থেকে বের করে দেন।
জানা গিয়েছে, ২০২২ সালে হিজাব না পরার জন্য পুলিশি হেফাজতে ছিলেন মাশা আমিনি নামে এক তরুণী। উল্লেখ্য, তখন থেকেই এখনও দেশে আন্দোলন চলছে। দাবি, হিজাব পরাকে বাধ্যতামূলক করা যাবে না।
অন্যদিকে, যে দোকানে ওই ঘটনাটি ঘটেছে সেই দোকানিকেও প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দিয়ে বলা হয়েছে, আইন মেনে দোকান চালানো নিশ্চিত করতে।