এই মুহূর্তে




বন্দীদের হামাস মুক্তি দিতেই ইজরায়েলে ট্রাম্প, যোগ দেবেন মিশরে শান্তি বৈঠকে

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েল ও হামাসের মধ্যে বন্দীদের বিনিময় প্রক্রিয়া শুরুর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার পশ্চিম এশিয়া সফর শুরু করেছেন। মার্কিন প্রেসিডেন্ট শান্তি বৈঠকে অংশ নিতে মিশরের উদ্দেশে পাড়ি দিয়েছেন। বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে, ট্রাম্পের এয়ার ফোর্স ওয়ান তেল আবিবের হোস্টেজেস স্কয়ারে ফ্লাইওভার করে, যেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ট্রাম্পের বিমানটি স্থানীয় সময় সকাল ৯:৪২ মিনিটে ইজরায়েলের বিমানবন্দরে অবতরণ করে।  তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তাঁর স্ত্রী সারা। ট্রাম্পের সঙ্গে রয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ, উপদেষ্টা জ্যারেড কুশনার এবং তার স্ত্রী ও ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস প্রথম সাতজন বন্দীকে আন্তর্জাতিক রেড ক্রসের কাছে হস্তান্তর করার কয়েক ঘন্টা পরেই মার্কিন প্রেসিডেন্টের আগমন ঘটে। বাকি মুক্তিদের শীঘ্রই মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদমাধ্যমের এক তথ্যে জানা গিয়েছে, ডোনাল্ড ট্রাম্প  তেল আবিবে বিমানবন্দরে অবতরণের পর  জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে তিনি যাবেন ইজরায়েলি পার্লামেন্ট নেসেটে। সেখানে তিনি ভাষণ দেবেন এবং বন্দীদের কয়েকটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখান থেকে ট্রাম্প মিসরের অবকাযাপনকেন্দ্র শারম এল-শেখের উদ্দেশ্যে রওনা দেবেন গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে। ওই সম্মেলনে উপস্থিত থাকবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ প্রায় ২০ জন বিশ্বনেতা। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, মার্কিন রাষ্ট্রপতির বিমান এয়ার ফোর্স ওয়ান শেষবার ইসরায়েলে এসেছিল ৭ অক্টোবর, ২০২৩ সালের হামলার পরপরই, যখন তৎকালীন  প্রেসিডেন্ট জো বাইডেন সংহতি সফরে এসেছিলেন। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মায়ানমারের রাখাইনে অতর্কিতে হামলা আরাকান আর্মির, মৃত ৩০ জন জান্তা সেনা

সৌদি যুবরাজের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন ট্রাম্পের, অতিথি এলন মাস্ক-রোনাল্ডো-অ্যাপলের সিইও

মর্মান্তিক! অস্ট্রেলিয়ায় ৮ মাসের গর্ভবতী ভারতীয় মহিলাকে পিষে মারল বিএমডাব্লু গাড়ি

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইজরায়েলি ড্রোন হামলায় নিহত ১৩, আহত বহু

‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’, শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে সংযমী প্রতিক্রিয়া চিনের

বিশ্বজুড়ে ফের মুখ থুবড়ে পড়ল ‘এক্স’, চরম সমস্যায় ব্যবহারকারীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ