এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

IPL-2023: এক নজরে দেখে নিন গ্রুপ লিগের শেষে আইপিএল-এর ব্যাটিং শীর্ষে কারা

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি শেষ হয়েছে ১৬তম আইপিএল-এর গ্রুপ লিগের ম্যাচ। এবার বাকি প্লে-অফের খেলা। গ্রুপ লিগের ম্যাচ শেষে একনজরে দেখে নেওয়া যাক কোন কোন ব্যাটসম্যান রানের শীর্ষে রয়েছেন।

ফাপ ডুপ্লেসি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু): মোট ম্যাচ ও ইনিংস খেলেছেন ১৪টি। রান করেছেন ৭৩০। সর্বোচ্চ রান করেছেন ৮৪। অ্যাভারেজ ৫৬.১৫। স্ট্রাইকিং রেট ১৫৩.৬৮। সেঞ্চুরি একটিও করতে পারেননি বেঙ্গালুরু দলের এই ব্যাটসম্যানটি। অর্ধ্বশতরান করেছেন ৫০টি। মোট বাউন্ডারির সংখ্যা ৬০টি এবং ওভার বাউন্ডারির সংখ্যা ৩৬টি।

শুভমন গিল (গুজরাট টাইটান্স) : মোট ম্যাচ ও ইনিংস খেলেছেন ১৪টি। রান করেছেন ৬৮০টি। সর্বোচ্চ রান করেছেন ১০৪। অ্যাভারেজ ৫৬.৬৬। স্ট্রাইকিং রেট ১৫২.৪৬। মোট শতরানের সংখ্যা হল ২টি। অর্ধ্বশতরান করেছেন  ৪টি। বাউন্ডারি মেরেছেন ৬৭টি এবং ওভার বাউন্ডারি মেরেছেন ২২টি।

বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) : মোট ম্যাচ ও ইনিংস খেলেছেন ১৪টি। মোট রান করেছেন ৬৩৯। সর্বোচ্চ রান ৬৩৯। অ্যাভারেজ ৫৩.২৫। স্ট্রাইকিং রেট ১৩৯.৮২। মোট শতারনের সংখ্যা ২টি। অর্ধ্বশতরানের সংখ্যা ২টি। অর্ধ্বশতরান করেছেন ৬টি। বাউন্ডারি মেরেছেন ৬৫টি এবং ওভার বাউন্ডারি মেরেছেন ১৬টি।

যশস্বী জয়সওয়াল (রাজস্থান রয়্যালস): যশস্বীও ১৪টি ম্যাচ এবং ১৪টি ইনিংস খেলেছেন। তাঁর মোট রান ৬২৫। সর্বোচ্চ রান ১২৪। যশস্বী শতরান করেছেন ১টি। এবং অর্ধ্বশতরান করেছেন ৫টি। অ্যাভারেজ ৪৮.৭। স্টাইকিং রেট ১৬৩.৬১। বাউন্ডারি মেরেছেন ৮২টি এবং ওভার বাউন্ডারি মেরেছেন ২৬টি।

ডেভন কনওয়ে (চেন্নাই সুপার কিংস) : ডেভন ১৪টি ম্যাচ খেললেও ১৩টি ইনিংস খেলেছেন। কনওয়ের মোট রান ৫৮৫। সর্বোচ্চ রান ৯২। অ্যাভারেজ হচ্ছে ৫৩.১৮। স্ট্রাইকিং রেট ১৩৮.৬২। কনওয়ে শতরান একটিও করতে না পারলেও অর্ধ্বশতরান করেছেন ৬টি। বাউন্ডারি মেরেছেন ৬৯টি। এবং ওভার বাউন্ডারি মেরেছেন ১৬টি।

ডেভিড ওয়ার্নার (দিল্লি ক্যাপিটালস) : ওয়ার্নার ১৪টি ম্যাচ এবং ১৪টি ইনিংসই খেলেছেন। তাঁর মোট রান ৫১৬। সর্বোচ্চ রান ৮৬। অ্যাভারেজ ৩৬.৮৫। স্ট্রাইকিং রেট ১৩১.৬৩। শতরান একটিও করতে পারেননি দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। তিনি বাউন্ডারি হাঁকিয়েছেন ৬৯টি এবং ওভার বাউন্ডারি মেরেছেন ১০টি।

সূর্যকুমার যাদব (মুম্বই ইন্ডিয়ান্স) : মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন সূর্যকুমার যাদব। তাঁর মোট রান ৫১১। সর্বোচ্চ রান ১০৩। অ্যাভারেজ ৪২.৫৮। স্ট্রাইকিং রেট ১৮৫.১৪। শতরান করেছেন ১টি ম্যাচে। অর্ধ্বশতরান করেছেন ৪টি। ৫৬টি বাউন্ডারি এবং ২৪ ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।

ঋতুরাজ গায়কোয়াড় (চেন্নাই সুপার কিংস) : ঋতুরাজ ১৪টি ম্যাচ খেললেও ইনিংস খেলেছেন ১৩টি। তাঁর মোট রান ৫০৪। সর্বোচ্চ রান ৯২। অ্যাভারেজ ৪২.০০। স্ট্রাইকিং রেট ১৪৮.২৩। শতরান একটিও করতে পারেননি ঋতুরাজ। তবে ৩টি অর্ধ্বশতরান করেছেন ধোনির দলের এই ব্যাটসম্যান। বাউন্ডারি হাঁকিয়েছেন ৩৬টি এবং ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন ২৮টি।

রিঙ্কু সিং (কলকাতা নাইট রাইডার্স) : চলতি আইপিএল-এ দূরন্ত পারফরম্যান্স করেছেন নাইটদের হয়ে আলিগড়ের এই ব্যাটসম্যানটি। ১৪টি ম্যাচে ১৪টি ইনিংসই খেলেছেন তিনি। তাঁর মোট রান ৪৭৪। সর্বোচ্চ রান ৬৭। অ্যাভারেজ ৫৯.২৫। স্ট্রাইকিং রেট ১৪৯.৫২। রিঙ্কু শতরান একটি ম্যাচেও করতে পারেননি। অর্ধ্বশতরান করেছেন ৪টি ম্যাচে। বাউন্ডারি মেরেছেন ৩১। ওভার বাউন্ডারি মেরেছেন ২৯টি।

হিনরিচ ক্লাসেন (সানরাইজার্স হায়দরাবাদ) : এই ব্যাটসম্যান মোট ১২টি ম্যাচ খেলেছেন। মোট ইনিংস খেলেছেন ১১টি। তাঁর সর্বোচ্চ রান ৪৪৮। সর্বাধিক রান  ১০৪। অ্যাভারেজ ৪৯.৭৭। স্ট্রাইকিং রেট ১৭৭.০৭। শতরান করেছেন ১টি। অর্ধ্বশতরান করেছেন ২টি। বাউন্ডারি মেরেছেন ৩২টি এবং ওভার বাউন্ডারি মেরেছেন ২৫টি।

ইষাণ কিষাণ (মুম্বই ইন্ডিয়ান্স) : ইষাণ চলতি আইপিএল-এ মুম্বই দলের হয়ে ১৪টি ম্যাচ এবং ১৪টি ইনিংসই খেলেছেন। তাঁর মোট রান ৪৩৯। সর্বাধিক রান ৭৫। অ্যাভারেজ ৩১.৩৫। স্ট্রাইকিং রেট ১৪৩.৪৬। শতরান একটিও করতে পারেননি ইষাণ। তবে অর্ধ্বশতরান করেছেন ৩টি ম্যাচে। বাউন্ডারি মেরেছেন ৫১টি এবং ওভার বাউন্ডারি মেরেছেন ১৮টি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বেয়ারস্টো ও শশাঙ্কের তাণ্ডব, পঞ্জাবের বিরুদ্ধে লজ্জার হার কলকাতার

ইডেনে সল্ট-সুনীল ঝড়ে রানের পাহাড়ে নাইটরা

বেঙ্গালুরুর কাছে হেরেও আইপিএলে রেকর্ড হায়দরাবাদের

জয়ের ধারা বজায় রাখতে শুক্রবার ঘরের মাঠে নামছে কেকেআর

আইপিএলে ফের নয়া রেকর্ড গড়লেন বিরাট কোহলি

কোন রান না দিয়েই ৭ উইকেট, টি ২০-তে নয়া বিশ্বরেকর্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর