এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

IPL-2023: সানরাইজার্সকেও হারাতে মরিয়া ধোনির চেন্নাই

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এর আসরে শুক্রবার ধোনির চেন্নাই মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদের। অনেকেই এই ম্যাচটিকে দক্ষিণের ডার্বি ম্যাচ বলেও অভিহত করছেন। লিগ টেবিলে এই মুহূর্তে মার্করামের দল রয়েছে নয় নম্বর স্থানে আর ধোনির দল রয়েছে তিন নম্বর স্থানে।
শুক্রবার এই তিন বনাম নয়ের খেলায় একটা আলাদা লড়াই হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। লিগ টেবিল যদি উপরের দিকে উঠতেই হয় তাহলে হায়দরাদের যেমন জয় ছাড়া অন্য কোনও উপায় নেই, ঠিক তেমনি কেএল রাহুলদের সরিয়ে দু নম্বরে উঠতে গেলে আজকের এই ম্যাচে শুধু জিতলেই হবে না, সঙ্গে ভালো রান রেটের কথাও মাথায় রাখতে হবে।

সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হওয়ার আগে ধোনি বাহিনী শেষ ম্যাচটা খেলেছিল বিরাট কোহলিদের বিপক্ষে। সেই ম্যাচে ধোনিরা মাত্র ৮ রানে হারিয়েছিল আরিসিবিকে। সেই ম্যাচে দলের অন্যতম ব্যাটার ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু সকলকে হতাশই করেছিল। তাঁর ব্যাট থেকে এসেছিল মাত্র ৩ রান। ঋতুরাজ বিরাটদের বিরুদ্ধে আউট হওয়ার পর দলের রানকে কনওয়ে ও শিভম দুবে। মূলত তাঁদের কাঁধে ভর করেই চেন্নাই ২২৭ রানের টার্গেট আরিসিবিকে দেয়। উল্লেখ্য, ঋতুরাজ শুধু বিরাটদের বিপক্ষেই নয়, ব্যর্থ হয়েছিলেন রাজস্থানের বিপক্ষেও। কাজেই ঋতুরাজের ফর্ম নিয়ে এই ম্যাচের আগে চিন্তায় রয়েছে চেন্নাই দল।

ধোনির দলের বোলারা মোটামুটি ছন্দেই আছেন বলা যেতেই পারে। বিশেষ করে তুষার দেশপাণ্ডে, রবীন্দ্র জাদেজারা প্রায় প্রতিটি ম্যাচেই উইকেট পাওয়াতে স্বস্তিতে রয়েছেন টিম কর্তারা। হায়দরাবাদের বিরুদ্ধেও যে তাঁদের পুরনো ফর্মেই পাবে বলে আাশা কর্তাদের।

অন্য দিকে, আইপিএল শুরু থেকেই ছন্দে দেখা যায়নি মার্করামের দল সানরাইজার্স হায়দরাবাদকে। প্রথম দু ম্যাচে হারের পর আচমকাই একটা ব্রেক থ্রু পায় নিজামের শহরের দলটি। প্রথমে পাঞ্জাব কিংস এবং তার পরে কলকাতা নাইট রাইডার্সকে ঘরের মাঠে পরাজিত করে তারা। কিন্তু ধোনিদের বিপক্ষে মাঠে নামার আগে ৫ ম্যাচের ৩টি ম্যাচেই হেরে পরিসংখ্যানের দিক থেকে মার্করামরা বেশ কিছুটা ব্যাকফুটেই বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একটি অংশ। নাইটদের বিরুদ্ধে ম্যাচে ব্রুক সেঞ্চুরি করে দলকে একাই টানলেও মুম্বইয়ের বিপক্ষে ব্যর্থ সে। মায়াঙ্ক, রাহুল ত্রিপাঠি এবং দলনেতা মার্করামের মধ্যেও ধারাবাহিকতার অভাব রয়েছে। ব্যাটারদের এই বিষয়টাই চিন্তাই কপালে ভাঁজ ফেলেছে সানরাইজার্সদের।

বোলিং বিভাগে ভুবনেশ্বর, ওয়াশিংটন, টনরাজন এবং মার্কান্ডেরা প্রায় প্রতিটি ম্যাচেই উইকেট তুলেছেন। কাজেই বোলিং বিভাগে ধোনির দলের সঙ্গে দাঁড়িপাল্লায় ওজন করলে পাল্লা থাকবে সমান-সমান।

এথন দেখা যাক শুক্রবার আইপিএল-এ দক্ষিণের ক্রিকেট ডার্বিতে শেষ চারবারের আইপিএল জয়ী টিম জিততে পারে নাকি  আন্ডারডগ হিসেবে বাজিমাত করতে পারে মার্করামরা, তা অবশ্য সময়ই বলবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লখনউকে হারিয়ে প্লে অফের লড়াইতে টিকে রইল দিল্লি

লখনউকে জয়ের জন্য ২০৯ রানের লক্ষ্য দিল দিল্লি

‘মরণ-বাঁচন’ ম্যাচে মুখোমুখি দিল্লি-লখনউ, হারলেই বিদায় ঋষভ-রাহুলদের

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক শান্ত, দলে জায়গা পেলেন সাকিব

বৃষ্টিতে ভেস্তে গেল কলকাতা-গুজরাত ম্যাচ, বিদায় নিল শুভমনরা

আমদাবাদে বৃষ্টি, ভেস্তে যাবে কলকাতা-গুজরাত ম্যাচ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর