এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বাংলার ২৫টি শিল্প-বাণিজ্য সংস্থা দেশের সেরা ৫০০টি সংস্থার মধ্যে

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) মাটিতে রাজনীতি করা রাজ্যের বিরোধী দলগুলির অভিযোগ, বাংলায় নাকি শিল্প বলে কিছু নেই। এখানে নাকি কেউ শিল্প গড়তেই আসতে চান না। কেননা বাংলায় নাকি শিল্প গড়ার কোনও পরিবেশই নেই। এদের মুখে ঝামা ঘষে দিয়ে এবার ইউরোপের একটি আন্তর্জাতিক সংস্থা এদেশের একটি বেসরকারি ব্যাঙ্কের সহযোগিতায় ভারতের সেরা ৫০০টি সংস্থার তালিকা প্রকাশ করেছে। সেখানেই দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলা থেকে ২৫টি শিল্প-বাণিজ্য সংস্থা নিজেদের জায়গা করে নিয়েছে। দেশের আর কোনও রাজ্য থেকে এত বেশি সংখ্যক শিল্প-বাণিজ্যক সংস্থা এই তালিকায় জায়গা করে নিতে পারেনি। শুধু ব্যবসা বা মুনাফার অঙ্ক নয়, ঐতিহ্য, দক্ষতা, মোট সম্পদের নিরিখে দেশের সেরা ৫০০টি সংস্থার তালিকাতে উঠে এসেছে এই ২৫টি সংস্থা। যদি এ রাজ্যের শিল্প-বাণিজ্যের পরিবেশ এতই খারাপ হতো তাহলে কী এই ২৫টি সংস্থা দেশের অন্যতম সেরা ৫০০টি শিল্প-বাণিজ্য সংস্থার তালিকায় উঠে আসতে পারতো!

বাংলার যে ২৫টি শিল্প-বাণিজ্য সংস্থার নাম দেশের ৫০০টি সেরা শিল্প-বাণিজ্যের তালিকায় উঠে এসেছে সেগুলির মধ্যে সর্বাগ্রে আছে Britannia। তারপরেই আছে CESC ও ITC। ঐতিহ্যের নিরিখে তো বটেই, সম্পদের নিরিখেও তাদের বহর যথেষ্ট ভালো। Britannia Industries তাঁদের যাত্রা শুরু করে এই বাংলার বুক থেকেই ১৮৯২ সালে। শতাব্দীপ্রাচীন এই সংস্থার মোট সম্পদের পরিমাণ ১ লক্ষ ৭ হাজার ৪৬৬ কোটি টাকা। তুলনায় ITC Limited কিছুটা কমবয়সি হলেও, সম্পদের নিরিখে এই বাংলায় তারাই সেরা। ১৯১০ সালে তৈরি হওয়া এই সংস্থার সম্পদের অঙ্ক প্রায় ৫ লক্ষ ৩৭ হাজার কোটি টাকা। বয়সের নিরিখে CESC অবশ্য ব্রিটানিয়ার পরেই। এই শহরে তারা পথ চলা শুরু করে ১৮৯৯ সালে। তাদের সম্পদের পরিমাণ ১১ হাজার ২২১ কোটি টাকা। এই সংস্থাগুলির মতো প্রাচীন না হলেও বাংলার সেরা ২৫টি সংস্থার গড় বয়স ৬০ বছর। এই রাজ্যের সেরা ১০টি সংস্থার ফি-বছর ব্যবসা বৃদ্ধির গড় হার ১৮ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে ইউরোপের ওই আন্তর্জাতিক সংস্থার সমীক্ষার রিপোর্টে।

দেশের সেরা ৫০০টি সংস্থার তালিকায় থাকা বাংলার সংস্থাগুলির মোট বিক্রিবাটার অঙ্ক ২ লক্ষ ৭ হাজার কোটি টাকা। এই সংস্থাগুলি যে বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ করে দেয়, তাও জানাচ্ছে ওই রিপোর্ট। এই সংস্থাগুলিতে গড়ে ১৫ হাজার ৬১৩ জন কর্মী চাকরি করেন। মহিলা কর্মী নিয়োগের ক্ষেত্রেও অনন্য নজির সৃষ্টি করেছে বাংলা। যেমন, Bandhan Bank’র মহিলা কর্মীর সংখ্যা প্রায় ৭ হাজার ২০০। এরপরেই রয়েছে ITC Limited, যেখানে প্রায় সাড়ে ৩ হাজার মহিলা কাজ করেন। রিপোর্টটিতে আরও দাবি করা হয়েছে যে, সেরা এই ৫০০টি সংস্থা দেশের GDP’র ২৮ শতাংশ দখল করে রাখে। এদেশের যত মানুষ কাজ করেন, তার ১.৩ শতাংশই এই সংস্থাগুলিতে কর্মরত। এদের মধ্যে ৪৩৭টি সংস্থার পরিচালন পর্ষদে মহিলারা রয়েছেন। পাশাপাশি, সেরার তালিকায় ৫২টি এমন সংস্থা রয়েছে, যাদের বয়স ১০ বছরও নয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাংসদ হিসাবে হ্যাটট্রিকের লক্ষ্যে শুক্রে মনোনয়ন জমা অভিষেকের

বঙ্গে রবিবার পর্যন্ত চলবে ঝড়-বৃষ্টি, আগামী সপ্তাহে ফের বাড়তে পারে তাপমাত্রা

২০২৫ সালে উচ্চ মাধ্যমিক কবে থেকে, জেনে নিন

উচ্চ মাধ্যমিকে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মমতার

উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় কলকাতাকে টেক্কা দিয়ে শীর্ষে হুগলি

রাজ্য জুড়ে পালিত রবীন্দ্র জয়ন্তী, বিশ্বকবিকে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর