এই মুহূর্তে




উত্তর কলকাতার স্কুলে ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ! অভিভাবকদের বিক্ষোভ




নিজস্ব প্রতিনিধি: ফের কলকাতা শহরের বুকেই ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠল স্কুলের সংস্কারের কাজে নিয়োজিত রাজমিস্ত্রিদের বিরুদ্ধে। আর ওই অভিযোগ ঘিরে বৃহস্পতিবার (২০ মার্চ) উত্তাল হয়ে উঠল উত্তর কলকাতার শ্যামপুকুর। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ওই বিক্ষোভ ঘিরে ব্যাপক অশান্তি বেঁধে যায়। পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন  অভিভাবকরা।পুলিশের বিরুদ্ধে মারধর করার অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

শ্যামবাজারের কাছে শ্যামপুকুরের বলরাম ঘোষ স্ট্রিটে অবস্থিত একটি নামী মেয়েদের স্কুলে গত কয়েক দিন ধরে রাজমিস্ত্রিরা কাজ করছেন। অভিভাবকদের অভিযোগ, মাঝেমধ্যেই লজেন্স কিংবা অন্য কোনও কিছু কিনে দেওয়ার লোভ দেখিয়ে ছোট-ছোট ছাত্রীদের ডেকে নিরিবিলিতে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দেওয়া হচ্ছে, শ্লীলতাহানি করা হচ্ছে। শরীরের বিভিন্ন অংশে হাত দেওয়া হচ্ছে। এক ছাত্রী বাড়িতে গিয়ে ওই ঘটনা বাবা-মাকে জানায়। মেয়ের কাছ থেকে ওই ঘটনা জানতে পেরে বিস্মিত হয়ে যান অভিভাবকরা। স্কুলে এসে খোঁজ নিয়ে এই ধরনের একাধিক ঘটনার কথা জানতে পারেন। তার পরেই অভিভাবকেরা একজোট হয়ে বৃহস্পতিবার স্কুলের সামনে বিক্ষোভ দেখান।

ছোট পড়ুয়াদের নিরাপত্তার বিষয়ে উদাসীন থাকার জন্য স্কুলের প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবি জানান বিক্ষোভকারী অভিভাবকরা। তাদের অভিযোগ, ছাত্রীদের বক্তব্যকে গুরুত্ব দিতে চাননি প্রধান শিক্ষিকা। উল্টে বাচ্চারা মনগড়া কথা বলছে বলে সাফাই দেন। এমনকি অভিভাবকরা বিক্ষোভ না থামালে পড়ুয়াদের স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার হুমকিও দেন প্রধানশিক্ষিকা। বিক্ষোভের ফলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে যায় পুলিশ। স্কুল কর্তৃপক্ষের হয়ে অভিভাবক-অভিভাবিকাদের উপরে পাল্টা চড়াও হয়। বিক্ষোভ না তোলা হলে সবাইকে জেলে পোরা হবে বলেও হুমকি দেন শ্যামপুকুর থানার এক আধিকারিক। তাতে ফল হিতে বিপরীত হয়। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত স্কুলের সামনে উত্তেজনা রয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অতি শীঘ্র ধর্মতলা থেকে শিয়ালদা রুটে ছুটবে কলকাতা মেট্রো

২৭ থেকে ২৯ এপ্রিল বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ, সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের

কসবার সিপিএমের পার্টি অফিস লাল রক্তে রাঙা হল

সদ্য বিবাহিত দিলীপকে আমন্ত্রণ জানাল রাজ্য সরকার, দিঘার মন্দির উদ্বোধনে কি থাকবেন তিনি?

পহেলগাঁও হামলার জের, রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের বৈঠক, নজরে সীমান্ত

কালবৈশাখীর সতর্কতা, দক্ষিণের কোন জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর