এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দিল্লির পথে অর্জুন, রাতেই বৈঠক পীযূষের সঙ্গে

নিজস্ব প্রতিনিধি: রাশ হাতের নাগালের বাইরে চলে যাওয়ার আগেই এবার রাশ টানার ইঙ্গিত মিলল গেরুয়া শিবিরে। জরুরি ভিত্তিতি দিল্লিতে(New Delhi) তলব করা হয়েছে ব্যারাকপুরের বিজেপি(BJP) সাংসদ অর্জুন সিংকে। সেই তলব পেয়েই শনিবার দুপুরের বিমানে দিল্লি রওয়ানা হয়ে গেলেন অর্জুন(Arjun Singh)। সূত্রে জানা গিয়েছে এদিনই রাত ১০টা নাগাদ তাঁর সঙ্গে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়ালের(Piyush Goyal) বৈঠক হতে চলেছে। আর সেই বৈঠক আবার হচ্ছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই। মোদি সরকারের পাট নীতি নিয়ে গত কয়েকদিন ধরেই সরব হয়েছেন অর্জুন সিং। শুধু সরব হওয়াই নয়, রীতিমত রাস্তায় নেমে মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করার ইঙ্গিতও তিনি দিয়ে রেখেছেন। পাশাপাশি তীব্র জল্পনা ছড়িয়েছিল তাঁর তৃণমূলে(TMC) ফিরে আসা নিয়েও। এই অবস্থাতে বিজেপির অন্দরেও অস্বস্তি ছড়াচ্ছিল। সেই অস্বস্তি কাটাতেই কেন্দ্রীয় নেতৃত্ব এদিনই পীযূষ ও অর্জুনকে মুখোমুখি বৈঠকে বসার নির্দেশ দেয়। তার জেরেই এদিন তড়িঘড়ি করে দিল্লির পথে পা বাড়িয়েছেন অর্জুন।

গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, অর্জুন গত কয়েকদিন ধরেই যেমন তৃণমূলে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন তেমনি তৃণমূলের তরফেও ইঙ্গিতবাহী বার্তা দেওয়া হচ্ছিল। এই অবস্থায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব হাত গুটিয়ে বসে থাকতে চায়নি। তাঁরাই নির্দেশ দেয় বৈঠকের। শনিবার রাতেই সেই বৈঠক হতে চলেছে পীযূষের বাড়িতেই। এদিন দিল্লির পথে রওনা হওয়ার আগে অর্জুন জানান, ‘আমার কাছে বস্ত্রমন্ত্রীর ফোন এসেছিল। নেতৃত্বের উদ্যোগ কিনা তা আমার জানা নেই। রাজ্যের পাটশিল্প রক্ষা করাটা আমাদের কাছে মরণ, বাঁচন বিষয়। রাজ্যের বড় পরিচয় পাটশিল্প। সেই শিল্পই যদি না থাকে আর তার জন্য কেন্দ্রের বিজেপি সরকার দায়ি হয় তবে মানুষ কেন আমাদের সঙ্গে থাকবে?  আমি আমার এলাকার মানুষের সমস্যার কথা বলেছি। আমার রাজ্যের সমস্যা নিয়ে কথা বলছি।’  

পাটশিল্পের দুরবস্থা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে সরব হয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। কেন্দ্রীয় সরকার পাটের দামের ঊর্দ্ধসীমা বেঁধে দেওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন অর্জুন। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি লিখে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও করেছিলেন তিনি। কিন্তু গোয়েল তাতে বিন্দুমাত্র কর্ণপাত করেননি। তারপর থেকেই গোয়েলের বিরুদ্ধে একপ্রকার খড়্গহস্ত হন অর্জুন। এমনকী, এই শিল্পের হাল ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও প্রয়োজনে আন্দোলনে নামতে যে তাঁর কোনও আপত্তি নেই সেটাও জানিয়ে দেন অর্জুন। প্রয়োজনে বিজেপি ও মোদি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোনের হুঁশিয়ারিও দেন তিনি। দিল্লি রওনা হওয়ার আগে এদিন অবশ্য অর্জুন জানান, সমস্যা মেটার আশা নিয়েই এদিন তিনি দিল্লি যাচ্ছেন। যদিও গেরুয়া শিবিরের একাংশের দাবি, অর্জুন সিংয়ের ‘বিদ্রোহে’ রাশ টানতেই জরুরি তলব কেন্দ্রীয় নেতৃত্বের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মঙ্গলবার গোটা বঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ২৩ মে নিম্নচাপ বলয় তৈরির সম্ভাবনা প্রবল

মমতাকে কুরুচিকর মন্তব্য, অভিজিৎকে শোকজ নির্বাচন কমিশনের

ক্রমশ বসে যাচ্ছে প্রায় ১৫০ বছরের পুরাতন কলকাতা হাইকোর্টের হেরিটেজ ভবন

অশনিসঙ্কেত! এক সপ্তাহে কলকাতায় করোনা আক্রান্ত ৫ জন

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

ফের রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর