এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

তৃণমূল বিপ্লবের আগেই দরজা খুলবে শিয়ালদা মেট্রোর

নিজস্ব প্রতিনিধি: জুলাই মাস শুরু হয়ে গিয়েছে। আর জুলাই মাস এলেই সবার আগে সবার মুখে যে দিনটার কথা ফুটে ওঠে তা হল একুশের জুলাই(21 July)। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) বাৎসরিক শহিদ তর্পণের দিন। সেই সঙ্গে দলের প্রধান সভাও। কোভিডের জেরে ২০২০ ও ২০২১ সালের একুশে জুলাই প্রকাশ্যে কোনও জমায়েতের অনুষ্ঠান করেনি তৃণমূল কংগ্রেস। কিন্তু এবারে আবারও ফিরতে চলেছে ধর্মতলার বুকে একুশের মহাসভা। যে সভায় যোগ দেবেন রাজ্যের নানা প্রান্ত থেকে, দেশের নানা প্রান্ত থেকে ধেয়ে আসা লক্ষ লক্ষ মমতামুখী জনতা। বাংলার অগ্নিকন্যার কন্ঠ থেকে তাঁরা শুনে নেবেন আগামী দিনের পথচলার নির্দেশিকা। আর একুশ মানেই স্তব্ধ কলকাতা, অন্তত কয়েক ঘন্টার জন্য। তবে এবার কলকাতাকে কিছুটা হলেও গতিশীল রাখতে ইস্ট ওয়েস্ট মেট্রোর(East West Metro) পরিষেবা শিয়ালদা(Sealdha) স্টেশনের দরজা খুলে দেওয়া হতে পারেব আমজনতার জন্য। মানে ২১ জুলাইয়ের আগেই শিয়ালদা থেকে মেট্রো রেলের পরিষেবা চালু হয়ে যেতে পারে।

কলকাতা মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের তৃতীয় সপ্তাহেই খুলে যাবে শিয়ালদা মেট্রো স্টেশন। সেই লক্ষ্যে আগামী কাল অর্থাৎ রবিবার ফুলবাগান(Phulbagan) থেকে শিয়ালদা পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর ট্রেন টেস্টিং বা মহড়া দৌড়ের আয়োজন করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে ২১ জুলাইয়ের মধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রো যাত্রী নিয়ে শিয়ালদা থেকে সেক্টর ফাইভের পথে ছুট দেবে। গত মার্চ মাসে কমিশন অব রেলওয়ে সেফটি বা সিআরএস শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত বর্ধিত রুটে মেট্রো চালানোর ছাড়পত্র দিয়েছিল। ওই ছাড়পত্রের মেয়াদ ছিল তিনমাস। অর্থাৎ ৯০ দিনের মধ্যে শিয়ালদা থেকে সেক্টর ফাইভের উদ্দেশ্যে বাণিজ্যিক দৌড় শুরু করতে হত ইস্ট ওয়েস্ট মেট্রোকে। কিন্তু সেই সময়সীমার মধ্যে শিয়ালদা থেকে মেট্রো চালু হয়নি। উল্টে জুন মাসেই ছাড়পত্রের সময়সীমা শেষ হয়ে যায়। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, ফের সেই ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধি করতে সিআরএসকে চিঠি পাঠিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। তাতে সাড়া দিয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ওই ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

এখনও পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ১৪টি রেক রয়েছে। যার মধ্যে ১২টি যাত্রী পরিষেবায় চলে। দু’টি ট্রায়ালে রয়েছে। সোম থেকে শুক্রবার আধঘণ্টা অন্তর সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত এখন মেট্রো চলে। তবে যাত্রীর সংখ্যা হাতেগোনা অবস্থাতেই রয়েছে। ফলে নিত্যদিন ওই রুটে লোকসানে চলছে মেট্রো রেল। কিন্তু যদি এই মাস থেকেই শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু হয়ে যায় তাহলে এক লাফে অনেকটাই যাত্রী সংখ্যা বেড়ে যাবে মেট্রো রেলের। আগামিকাল শিয়ালদা থেকে ফুলবাগানের মধ্যে খালি রেক নিয়েই হবে কয়েক দফা মহড়া দৌড়। সেখানে যাত্রী সুরক্ষা, সিগন্যালিং সহ একাধিক দিক খতিয়ে দেখবে মেট্রোর চার সদস্যের বিশেষজ্ঞ কমিটি। তাঁরা সন্তুষ্ট হলে ২১শে জুলাইয়ে মধ্যেই খুলে যাবে শিয়ালদা মেট্রো স্টেশনের দরজা।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোট মিটলেই বাড়ি বাড়ি গিয়ে আধার যাচাইকরণের প্রক্রিয়া শুরু

পরবর্তী দু’দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী বাড়ছে, জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক

১৯ মে নাগাদ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করছে বর্ষা: আবহাওয়া দফতর

বউবাজার বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত খালিদের মুক্তির ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

মঙ্গলবার গঙ্গাধর মামলার শুনানি সুপ্রিম কোর্টে

‘বিজেপি বড়জোর ১৯৫টা আসন পাবে’, বনগাঁ থেকে ভবিষ্যৎবাণী মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর