এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

টাকা দিন, নাহলে বাংলার যোশীমঠ হয়ে যাবে রানীগঞ্জ, কেন্দ্রকে চিঠি রাজ্যের

নিজস্ব প্রতিনিধি: কখনও রাস্তায় ফাটল। আবার কখনও বাড়িতে। ধসের আতঙ্কে এটাই নিত্যদিনের সঙ্গী রানীগঞ্জ(Ranigunj) এলাকার অধিকাংশ বাসিন্দার। আর এই দুর্দশার জন্য কেন্দ্রের(Central Government) উদাসীনতাকেই দায়ী করছে নবান্ন(Nabanna)। রাজ্যের দাবি, পুনর্বাসন প্রকল্পের ৬১৫ কোটি টাকা দিচ্ছে না কেন্দ্র। তার ফলেই ১০ হাজার পরিবারকে পুনর্বাসন দিতে বাড়ি তৈরির কাজ সম্পূর্ন করা যাচ্ছে না। এভাবে চলতে থাকলে যে কোনও দিন রানীগঞ্জই বাংলার যোশীমঠ(Bengal’s Joshimath) হয়ে যাবে। হিমালয়ের বুকে পাহাড় কেটে তৈরি ওই শহরের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সমীক্ষা করে শ্রী দেব সুমন উত্তরাখণ্ড বিশ্ববিদ্যালয়ের চার সদস্যের ভূতত্ত্ব বিশেষজ্ঞ দল জানিয়েছে, বর্ষা এলে আরও ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে যোশীমঠের বুকে! পুরো শহরটাই ধ্বসে পড়তে পারে। নবান্নের ভয়, এই ছবিটাই বাস্তব হয়ে উঠতে পারে রানীগঞ্জের ক্ষেত্রে। তাই দ্রুত ১০ হাজার পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়ার ভীষণ প্রয়োজন রয়েছে। আর তাই ৬১৫ কোটি টাকা চেয়ে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য সরকার।

আরও পড়ুন মুখে মমতা বিরোধিতা, অথচ পদে পদে অনুকরণ

পশ্চিম বর্ধমান(Paschim Burdhwan) জেলার আসানসোল মহকুমার রানীগঞ্জ দেশজুড়ে বিখ্যাত উৎকৃষ্ট মানের কয়লার জন্য। সেখানকার শতাধিক বছরের পুরাতন কয়লা শিল্প(Coal Mines Industry) যেমন লক্ষ মানুষের রুটিরুজির মাধ্যম তেমনি সেখানকার অবৈধ কয়লাখনিগুলি কয়েক হাজার মানুষের বিপদ ডেকে এনেছে। প্রতিনিয়ত সেখানে ধস নামছে। ইতিমধ্যেই অনেকেই মারা গিয়েছেন সেই ধসের শিকার হয়ে। আবার অনেকে ভিটেমাটি হারিয়েছেন ধসের জেরে। সেই ধসের হাত থেকে মানুষকে বাঁচাতে বিশেষজ্ঞেরা অনেক আগেই বলে দিয়েছিল দ্রুত মানুষকে ওইসব স্থান থেকে সরিয়ে নিতে। কিন্তু দেখা যায় প্রায় ১০ হাজার পরিবারকে সেই জায়গা থেকে সরিয়ে আনতে হবে। শুধুমাত্র রাজ্য সরকারের পক্ষে এই কাজ করা সম্ভব নয় দেখে রাজ্যের তরফেই কেন্দ্রের সাহায্য চাওয়া হয়েছিল। বাম জমানাতেই সেই সাহায্য চাওয়া হয়েছিল। সেই সময় রাজ্যের ডাকে সাড়া দিয়ে কেন্দ্র সরকার ৫৮১.১৪ কোটি টাকাও দিয়েছিল। তা দিয়ে আসানসোল-দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটির(ADDA) তত্ত্বাবধানে রাণিগঞ্জের দক্ষিণখণ্ড, দাসকিয়ারি এবং বিজয়নগর এলাকায় বাড়ি তৈরির কাজ শুরু করে রাজ্যের আবাসন দফতর।   

আরও পড়ুন দেশের সেরা Industrial Training Institute নাকাশিপাড়া ITI

কেন্দ্রের পাঠানো সেই টাকায় মোট ১০ হাজার ১৪৪টি পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে আবাসন নির্মাণের কাজ শুরুও হয়। ৪ তলার এক একটি বাড়িতে ১৬টি করে ৩৯.১৩ বর্গ মিটারের ফ্ল্যাট নির্মাণের কাজ শুরু হয়। এক একটি ফ্ল্যাট এক একটি পরিবারের জন্য। এই রকম ৯ হাজার ৬৯৬টি ফ্ল্যাট নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু পরিবর্তনের পরে কেন্দ্র আর এই প্রকল্পের জন্য না ১টাকা পাঠায়েছে না ওই সব ফ্ল্যাট নির্মাণের কাজ শেষ হয়েছে। কার্যত ওইসব ফ্ল্যাট এখন অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে। এভাবে দীর্ঘদিন পড়ে থাকার ফলে আবাসনগুলির বিভিন্ন অংশ খসে পড়ছে। চুরি হয়ে যাচ্ছে বাড়ির দরজা-জানলা। বাড়িগুলির অবস্থা প্রতিনিয়ত খারাপ হচ্ছে। যোগ্য উপভোক্তারা সেই সব বাড়িতে ঢুকতেও পারছেন না। তাঁদের মধ্যে অসন্তোষ বাড়ছে। আর এই সব কিছু জানিয়েই এবার মোদি সরকারের কয়লা মন্ত্রককে চিঠি দিয়েছে রাজ্য সরকার। সেই চিঠি লিখেছেন মুখ্যসচিব(Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদ্বী। তিনি সেই চিঠি পাঠিয়েছেন কয়লা মন্ত্রকের সচিবকে। সেই চিঠিতে তিনি গোটা পরিস্থিতি তুলে ধরে আবাসন নির্মাণের জন্য বাকি ৬১৫ কোটি টাকা চেয়ে পাঠিয়েছেন। ২০২১ সাল থেকে এখনও পর্যন্ত রাজ্য কেন্দ্রকে সাত বার চিঠি লিখেছে। কত তারিখে এবং কাকে লেখা হয়েছে, তাও কয়লা মন্ত্রকের সচিবকে জানিয়েছেন মুখ্যসচিব। সঙ্গে রাজ্যের মুখ্যসচিব এটাও তাঁর চিঠিতে কেন্দ্রকে জানিয়েছেন যে মোট বকেয়ার অন্তত ৩০০ কোটি টাকা যত তাড়াতাড়ি সম্ভব যেন কেন্দ্র সরকার পাঠায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাইকোর্টে ফের  জামিনের আবেদন খারিজ, জেলেই থাকতে হবে পার্থকে

দেবাশিষের সুপ্রিম ধাক্কা, কমিশনের সিদ্ধান্তে সিলমোহর শীর্ষ আদালতের

নবান্ন-রাজভবন- জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি, তদন্তে লালবাজার 

সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মন্ত্রী- বিধায়কদের জন্য সুখবর, মে মাসেই  পেতে চলেছেন বকেয়া-সহ বর্ধিত বেতন

হাইকোর্টেই বিক্ষোভের মুখে বিকাশ, শুনলেন ‘চাকরিখেকো’ শ্লোগান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর