এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পুজোর আগে ভাসবে বাংলা, সতর্কবার্তা মৌসম ভবনের

নিজস্ব প্রতিনিধি: সাধারণত সেপ্টেম্বর(September) মাস নাগাদ বর্ষা বিদায় নিতে শুরু করে। সেই সেপ্টেম্বরেই স্বাভাবিকের থেকে বাড়তি বৃষ্টি(Rain) হতে পারে বলে এবার জানিয়ে দিল দিল্লির মৌসম ভবন(Mausam Bhawan)। শুধু তাই নয়, বিপদ আছে বাংলারও(Bengal)। জুন থেকে বর্ষার স্বাভাবিক বৃষ্টি না পাওয়া বাংলার বুকে ভারী থেকে অতি ভারী বর্ষণের ইঙ্গিত দিয়ে দিয়েছে মৌসম ভবন, আর সেটাও পুজোর আগেই চলতি সেপ্টেম্বর মাসে। মৌসম ভবনের দাবি, এ বারে বর্ষাকালে উদ্বৃত্ত বৃষ্টি হয়েছে বেশ কিছু রাজ্যে। আবার বেশ কিছু রাজ্যে স্বাভাবিকের তুলনায় অনেক কম বৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ু(Monsoon) দেশ থেকে বিদায় নিতে শুরু করে এই সেপ্টেম্বর মাস থেকেই। আর বিদায়বেলায় সে বাড়তি বৃষ্টি ঝরাবে সেই সব রাজ্যে যেখানে বর্ষার স্বাভাবিক সময়ে স্বাভাবিক বৃষ্টি হয়নি। সেই সব রাজ্যের তালিকার মধ্যে থাকছে বাংলার নামও।

মৌসম ভবনের পূবার্ভাস, চলতি সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা দীর্ঘ সময়ের গড়ের (এলপিএ) তুলনায় ৯ শতাংশ বেশি। ১৯৭১ সাল থেকে ২০২০ সালের মধ্যে সেপ্টেম্বর মাসে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৬৭.৯ মিলিমিটার। গত বছরে কিছুটা কম হলেও ২০১৯ সাল থেকে বর্ষার সময় উদ্বৃত্ত বৃষ্টি হচ্ছে। সে বছর জুন থেকে সেপ্টেম্বর— যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা, তার থেকে ১০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। ২০২০ সালেও দেশে ৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছিল। সে বার অগস্টে ২৭ শতাংশ এবং সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে ৫২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছিল। কিন্তু ২০২১ সালে সামান্য হলেও কম বৃষ্টি হয় দেশে। বর্ষায় সে বছর স্বাভাবিকের চেয়ে ১ শতাংশ কম বৃষ্টি হয়েছে। যদিও সেপ্টেম্বরে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্য ভাবে ৩৫ শতাংশ বাড়ে। এ বছর দেশে ইতিমধ্যেই ৬ শতাংশ উদ্বৃত্ত বৃষ্টি হয়েছে। সেপ্টেম্বরে আরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মৌসন ভববনের আবহাওয়াবিদদের একাংশ।

আবহাওয়াবিদদের দাবি,‘লা নিনা’-র প্রভাবে এই উদ্বৃত্ত বৃষ্টি হবে সেপ্টেম্বরে। মধ্য প্রশান্ত মহাসাগরে এর অবস্থানে কারণে ২০২০ সালের সেপ্টেম্বরে অতিরিক্ত বৃষ্টি হয়। লা নিনার মতো পরিস্থিতি প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়ার ফলে এ বছর সেপ্টেম্বরেও অতিরিক্ত বৃষ্টি হতে পারে। তাই পুজোর আগে বাংলার বুকে ভারী বৃষ্টির বেশ সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া ও পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু এলাকায় বন্যার সম্ভাবনা থাকছে। শনিবার ভোররাতে খাস কলকাতার বুকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। শনিবার সকালেও তার রেশ মিলেছে। আলিপুর আবহাওয়া দফতরের দাবি, এদিন দিনভর দফায় দফায় বৃষ্টি হবে। তবে বৃষ্টি হলেও এখনও গরম কমবে না। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বৃষ্টি হবে। বজ্রপাতও চলবে। উত্তরবঙ্গের ওপর একটি মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায়। যেটি দক্ষিণ বঙ্গোপসাগর থেকে অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার জেরেই এদিন ও আগামিকাল দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা থাকছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শ্লীলতাহানির অভিযোগ: রাজভবনের কর্মীদের মুখ বন্ধের নির্দেশ রাজ্যপালের

সম্পত্তি হাতাতে ভাইকে পিটিয়ে খুন, নিউটাউনের বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ

‘সন্দেশখালি বিজেপি করেছে, সিপিএম আর কংগ্রেস ধুনো দিয়েছে’, দাবি কুণালের

সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনছেন না কেন, রাজ্যপালকে নিশানা অভিষেকের

বিজেপির বিজ্ঞাপনের বিরুদ্ধে কমিশনে নালিশ দেশ বাঁচাও গণমঞ্চের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর