এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ব্যারাকপুর শিল্পাঞ্চলের নানা পুরসভায় ক্ষমতা দখলে উদ্যোগী বিজেপি

নিজস্ব প্রতিনিধি: সামনেই পঞ্চায়েত নির্বাচন। বছর ঘুরলেই লোকসভার নির্বাচন। এই অবস্থার মধ্যে তৃণমূল(TMC) যতটা সম্ভব চাইছে নিজেদের ঘর গুছিয়ে নিতে। কেননা রাজ্যজুড়ে রীতিমত ছন্নছাড়া দশায় রয়েছে বিজেপি(BJP)। কিন্তু এই গুছিয়ে নেওয়ার পালা কিছুটা হলেও ধাক্কা খেতে চলেছে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) গেলার ব্যারাকপুর মহকুমা(Barracpur Sub Division) ও শিল্পাঞ্চলজুড়ে। কেননা সেখানকার একের পর এক পুরসভায় উঠেছে চেয়ারম্যান বদল করার দাবি। আর সেই দাবি তুলেছেন সেই সব পুরসভার তৃণমূল কাউন্সিলররাই। যদিও এখনও পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্ব এই রদবদলের ক্ষেত্রে একদমই রাজি নয়। তাঁরা এই দাবিকে কার্যত উপেক্ষাই করছেন। কিন্তু এই উপেক্ষার কারণেই একাধিক পুরসভার কাউন্সিলরদের সঙ্গে দলের দূরত্ব বাড়ছে বলেও জানা গিয়েছে। আর এই দূরত্ব ও বিরোধকে কাজে লাগিয়ে এখন গেরুয়া শিবির উঠে পড়ে লেগেছে ব্যারাকপুর মহকুমার বেশ কিছু পুরসভার ক্ষমতা দখল করতে।

আরও পড়ুন সংগঠনহীন বঙ্গ বিজেপির হাল দেখে ক্ষুব্ধ শাহ, কড়া বার্তা শুভেন্দুকে

ব্যারাকপুর মহকুমা ও শিল্পাঞ্চলে রয়েছে মোট ১৬টি পুরসভা। এগুলি হল – হালিশহর, কাঁচড়াপাড়া, নৈহাটি, গারুলিয়া, ভাটপাড়া, উত্তর ব্যারাকপুর, ব্যারাকপুর, টিটাগড়, খড়দহ, পানিহাটি, কামারহাটি, বরানগর, উত্তর দমদম, দমদম, দক্ষিণ দমদম এবং নিউ ব্যারাকপুর। সবকটি পুরসভাই রয়েছে তৃণমূলের দখলে। এই ১৬টি পুরসভার মধ্যে হালিশহরে সম্প্রতি চেয়ারম্যান বদল করা হয়েছে দলের তরফেই। কেননা সেখানকার চেয়ারম্যান রাজু সাহানি চিটফাণ্ড কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন। কিন্তু তারপর থেকেই শিল্পাঞ্চল এলাকার একের পর এক পুরসভায় ক্রমশ জোরদার হতে শুরু করে দিয়েছে চেয়ারম্যান বদলের দাবি। প্রথম দিকে দল এই দাবি উপেক্ষা করায় যে সব কাউন্সিলর এই দাবি তুলছেন তাঁরা পুরসভায় আসাযাওয়া বন্ধ করেছেন, পুরবৈঠকে যোগ দেওয়া বন্ধ করেছেন। পরিস্থিতি নাগালে আনতে তৃণমূলের তরফে সৌগত রায় এই সব কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান করার চেষ্টা করেন। কিন্তু যা অবস্থা তাতে খুব একটা আশার আলো দেখা যাচ্ছে না।

আরও পড়ুন জাতীয় সড়কের জন্য অধিগৃহীত জমির ক্ষতিপূরণ চাপছে রাজ্যের ঘাড়ে

যে সব পুরসভায় এই চেয়ারম্যান বদলের দাবি উঠেছে তাঁদের মধ্যে অন্যতম হল সাংসদ অর্জুন সিংয়ের শহর ভাটপাড়া। সেখানে চেয়ারপার্সন বদলের দাবিতে সরব হয়েছেন ভাইস চেয়ারম্যান সহ অনান্য কাউন্সিলরা। ইতিমধ্যে তাঁরা চেয়ারপার্সনের প্রতি অনাস্থা জানিয়ে একবার পুরবৈঠক বয়কটও করেছেন। এরপরেই আসছে পানিহাটি পুরসভার নাম। দ্বন্দ্ব মেটাতে সেখানে কাউন্সিলারদের নিয়ে বৈঠকও করেন সাংসদ সৌগত রায়। কিন্তু সেই বৈঠকেই কাউন্সিলারদের মধ্যে গোলমাল প্রকট হয়ে পড়েছিল। আবার খড়দহ পুরসভার চেয়ারপার্সন নীলু সরকারকে সরানোর চেষ্টা হয়েছিল। কাউন্সিলারদের একটি অংশ তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে চিঠি দিয়ে চেয়ারপার্সনের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছিলেন। বিক্ষুব্ধ কাউন্সিলারদের সেই উদ্যোগ আটকে দেন নেতারা। তবে ক্ষোভ এখনও কমেনি। একইভাবে টিটাগড় পুরসভাতেও ভাইস চেয়ারম্যানকে সমর্থন করছেন একটি বড় অংশের কাউন্সিলাররা। একটি ইস্যুকে কেন্দ্র করে বোর্ড মিটিং বয়কটও করেন ভাইস চেয়ারম্যানের নেতৃত্বাধীন ১৩ জন কাউন্সিলার।

আরও পড়ুন নতুন বাংলা বছরে তৃণমূলে কদর বাড়ছে নয়া প্রজন্মের

এছাড়া কয়েকদিন আগে রাজ্য নেতৃত্বের নির্দেশে দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলারদের বৈঠকে ১৪ জন কাউন্সিলার গরহাজির ছিলেন, যা ভালো চোখে নেয়নি দল। এই সব বিদ্রোহী কাউন্সিলরা এখন তলে তলে শুধু যে জোট বাঁধছেন তাই নয়, যোগাযোগ রেখে চলেছেন বিজেপির সঙ্গেও। এমনই তথ্য দলের শীর্ষ নেতৃত্বের কাছে এসে পৌঁছেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে গোটা বিষয়টি আদতে পর্দার আড়াল থেকে বিজেপিই করাচ্ছে। উনিশের ভোটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিংয়ের(Arjun Singh) জয়ের পরেই যেমন সেখানকার একাধিক পুরসভায় ক্ষমতা দখল করেছিল বিজেপি, এবারেও ২৪’র ভোটের আগে বিজেপি সেই একই কায়দায় বেশ কিছু পুরসভায় ক্ষমতা দখল করতে চাইছে এই বিক্ষুব্ধ কাউন্সিলরদের কাজে লাগিয়ে। যাতে অর্জুন ও তৃণমূল দুই শিবিরকেই ধাক্কা দেওয়া যায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুক্রবার রাতে নির্বাচনী জনসভায় যোগ দিতে কলকাতায় এলেন নরেন্দ্র মোদি

রাজভবনের পিস রুম মহিলাদের পিস হেভেনে পরিণত হয়েছে, কটাক্ষ চন্দ্রিমার

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রাজভবনের মহিলা কর্মীর

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

তৃণমূলের তারকা প্রচারের তালিকা থেকে বাদ পড়লেন কুণাল

প্রথম চেষ্টাতেই মাধ্যমিক পাশ করে চমকে দিলেন ফুটপাতের প্রিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর