-273ºc,
Friday, 2nd June, 2023 8:24 pm
নিজস্ব প্রতিনিধি: জাতীয় শিক্ষানীতি মেনে স্নাতক পাঠক্রম চার বছরের হবে না কি যেমন চলছে তেমনই তিন বছরের চলবে? আবার এবছর থেকেই কি চালু হবে ‘সেন্ট্রাল পর্টাল’? এই প্রশ্ন অনেকেরই। শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (BRATYA BASU) জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) সঙ্গে আলোচনা করে বিষয়টি স্পষ্ট করা হবে।
তিনি বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার জন্য আগামী সপ্তাহে সময় চেয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি দিলেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গিয়েছে, এই আলোচনা একদম চূড়ান্ত পর্যায়ের। শিক্ষামন্ত্রী বলেন, এই বিষয় দু’টি নির্ভর করছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং পরিকাঠামোর ওপরে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
চার বছরের মেয়াদে স্নাতকের সিদ্ধান্ত নিতে বিশেষ নজর দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে কমিটি গঠন করেছিল রাজ্য শিক্ষা দফতর। প্রধান ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। অন্যদিকে, সেন্ট্রাল পোর্টালের মহড়া চলছে। নয়া এই পোর্টাল হলে একটি সাইটে ঢুকেই কাউন্সেলিং এবং টাকা জমা দিয়ে ভর্তি হওয়া সম্ভব। সমস্তটাই জানা যাবে আগামী রবিবারের পরে।