এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ভোর ছ’টা থেকে শহরের ৮ জায়গায় ম্যারাথন তল্লাশি অভিযান ইডির

নিজস্ব প্রতিনিধি: ১৫ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গিয়েছে। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে একটানা রাজ্যের বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে চলছে ইডির তল্লাশি অভিযান। একই সঙ্গে তার আপ্ত সহায়ক ও চাটার্ড একাউন্টেটের বাঁশদ্রোনীর বাড়িতেও চলছে এই তল্লাশি অভিযান। রাজ্যের বনমন্ত্রীর(Forest Minister) পৈত্রিক বাড়ি বেনিয়াটলা লেনেও অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে তার সল্টলেকের বাড়ি ও আপ্ত সহায়কের তিনটি ফ্ল্যাটে অভিযান চলছে। এদিকে তার আপ্ত সহায়ক পরিবার নিয়ে বাইরে ঘুরতে গিয়েছিলেন ইডির তল্লাশির খবর পেয়ে বিকেল নাগাদ পরিবারকে বাড়ি ফিরে আসেন। তার নাগেরবাজারের ফ্ল্যাট সহ তিনটি ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা।

এদিকে বৃহস্পতিবার দুপুর ১২.১৫ মিনিট নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে সব্যসাচী দত্ত যান বিজয়া করতে। তিনি সেখানে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তিনি জানতেন না ইডির তল্লাশি চলছে ।তিনি বিজয়া করতে ও লক্ষী পুজার নিমন্ত্রণ করতে এসেছিলেন । তিনি বাড়ির ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে সিআরপিএফের আধিকারিকরা জানান ভিতরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। তাই তিনি ফিরে যাচ্ছেন। এদিন বিধাননগর কর্পোরেশনের(BMC) কাউন্সিলর অনিতা মন্ডল সহ একাধিক মহিলা কাউন্সিলররা যান বনমন্ত্রীকে বিজয়ার শুভেচ্ছা জানাতে। কিন্তু তাদেরকেও ভেতরে ঢুকতে দেওয়া হয় না।হাওড়া ব্যাঁটরা থানা এলাকায় কাঁটাপুকুরে জ্যোতিপ্রিয় মল্লিকের আরেক পিএ(PA) অভিজিৎ দাসের বাড়িতেও তল্লাশি অভিযান চালায় ইডি।পুজোর পর বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Minister Jotipriyo Mallick) সল্টলেকের বাড়িতে হানা দেন ইডি -র আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমানের গ্রেফতারির পরেই নাম উঠে আসে প্রাক্তন খাদ্যমন্ত্রীর।

সল্টলেকের বিসি ব্লকের পাশাপাশি দু’টি বাড়িতে (বিসি ২৪৪ এবং বিসি ২৪৫) বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি(ED)। তার পাশাপশি জ্যোতিপ্রিয়র আপ্তসহায়ক অমিত দের নাগেরবাজারের ফ্ল্যাটেও পৌঁছে গিয়েছে ইডি। মোট আটটি জায়গায় সকাল থেকেই তল্লাশি অভিযান চলছে ইডির আধিকারিকদের। মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয়ের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েই তল্লাশি চালাচ্ছে ইডি।রেশন দুর্নীতি মামলায় ইডির একযোগে আট জায়গায় তল্লাশি বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়ি এবং তাঁর আপ্ত সহায়ক অমিত দে’র বাড়িতে । আরো বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চলছে।নাগেরবাজারে অমিত দে’ র অপর একটি ফ্লাটে পারুল অ্যাপার্টমেন্টে ইডি হানা দেয়। ৪৫ নম্বর, বেনিয়াটোলা লেনের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পৈতৃক বাড়িতে ইডি তল্লাশি অভিযান চলছে।

সকাল থেকে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন তার পরিবারের সদস্যদের। রেশন দুর্নীতি মামলায় অভিযান ইডির। কলেজ স্ট্রিটের এই বাড়িতে সকাল থেকে চলছে জিজ্ঞাসাবাদ। শুধু শহরের ৮ জায়গায় ইডির হানা নয়, এর পাশাপাশি SSKM হাসপাতালে যায় ইডির একটি বিশেষ টিম। শুধু রেশন দুর্নীতি নয় ,শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র কেমন আছেন, তা জানতে এবার সরাসরি এসএসকেএম(SSKM) হাসপাতালে গেল ইডির টিম। গত ২৩ শে সেপ্টেম্বর থেকে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে এসে প্রথমে প্রশাসনিক ভবনে যান ইডি আধিকারিকরা। সুজয় কৃষ্ণ ভদ্র কেমন আছেন, তার শারীরিক অবস্থা কেমন রয়েছে, আর কতদিন তাকে হাসপাতালে থাকতে হবে , বিভিন্ন বিষয় খোঁজ নিতে এবার sskm হাসপাতালে যায় ইডির টিম।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সন্দেশখালিকাণ্ডে রেখা পাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

মোদিকে দেখে অনুপ্রাণিত, ভোটের ময়দানে ওড়িশার চাওয়ালা

‘সন্দেশখালির বেলুন আলপিন ফুটেছে, চক্রান্ত এখন জনসমক্ষে’, বিজেপিকে নিশানা অভিষেকের

প্রচারের শেষলগ্নে চণ্ডীপাঠের মন্ত্র বিকৃত করার অভিযোগে বিদ্ধ অসীম

বৃষ্টির জেরে  বীরভূমে বাতিল  জনসভা, ভার্চুয়ালি প্রচার অভিষেকের

শরীরে তুলনায় মাথা অনেকটাই বড়, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাক লাগিয়ে দিল বালুরঘাটের  পায়েল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর