এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

শোভনদেব উবাচে টুইট তথাগতের, পাল্টা কটাক্ষ ববি-কুণালের

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের(Sovondeb Chattopadhyay) একটি মন্তব্য ঘিরে এখন জোর তরজা শুরু হয়ে গিয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। শনিবার কলকাতায় এক বেসরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘রোজ আমি যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলি তখন ১০ জনের মধ্যে অন্তত ৫ জন আমাকে চাকরি দেওয়ার অনুরোধ করেন। কোনও কোনও সংখ্যাটা এর থেকে বেশিও হয়। কী পাশ করলে মানুষ চাকরি পাবেন সেটা জানা দরকার। এই যে ১২ লক্ষ ছেলেমেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তার মধ্যে ৮৬ শতাংশ পাশ করেছে। এরা কিন্তু শিক্ষিত বেকার তৈরি হয়ে গেল। এখন গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি করে আর চাকরি পাওয়া যায় না।’ শোভনদেবের এই মন্তব্যকে হাতিয়ার করেই এখন বিরোধীরা রাজ্যের শাসক দলকে বিঁধতে শুরু করেছে। কিন্তু শাসকের তরফেও এবার পাল্টা কটাক্ষ শুরু হয়ে গিয়েছে। বিরোধীদের কার্যত বিজেপিকে পাল্টা বিঁধেছেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim) এবং তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)।

শোভনদেবের কথার জেরে রবিবার সকালে টুইট করেন তথাগত রায়(Tathagata Roy)। তাতে তিনি বলেন, ‘তৃণমূলের খুম কম নেতাই শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো সৎ। মাধ্যমিকে ৮৬ শতাংশ পাশ দেখে উনি বলেছেন, এই ১২ লক্ষ ছেলেমেয়েও শিক্ষিত বেকারদের তালিকায় শামিল হল। পশ্চিমবঙ্গে বেকারত্বের ভয়াবহ পরিস্থিতি তাঁর এই মন্তব্যই প্রতিফলিত।’ তথার এই টুইটের বিরুদ্ধেই এখন সরব হয়েছেন ফিরহাদ ও কুণাল। ফিরহাদ জানিয়েছেন, ‘ওই অনুষ্ঠানে আমি পাশে শোভনদার পাশেই ছিলাম। শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন জেনারেল এডুকেশনে চাকরিবাকরি…. যেমন ধরুন আপনি যদি এমএ পড়েন তাহলে তার সাথে বিএড – ডিএলএড পড়তে হবে। তাহলে চাকরির সুবিধা আছে। চাকরি নেই একথা কখনও শোভনদেব চট্টোপাধ্যায় বলেননি। মোদি সরকার দেশে বেকারত্ব ৪৭ শতাংশ বাড়িয়ে দিয়েছে। বেকারত্ব শুধু পশ্চিমবঙ্গ নিয়ে হয় না। সারা দেশে আজ হাহাকার। মুদ্রাস্ফীতির জন্য দেশে আজ চাকরিবাকরি নেই। সত্যি কথাটা তথাগত রায় জানেন, কিন্তু বলতে পারছেন না, পাছে দলে না আবার বঞ্চনার শিকার হন। কেন্দ্রের মোদি সরকারের ভুল পলিসির জন্য সারা দেশজুড়ে হাহাকার। আমরা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৪০ শতাংশ কমিয়ে এনেছি।’  

আবার কুণাল জানিয়েছেন, যে ব্যক্তি নিজের দল সম্পর্কে কামিনী-কাঞ্চন মন্তব্য করেন, অর্থাৎ টাকা এবং মহিলা দিয়ে দল চলছে বলেন, নিজে কাঁচের ঘরে বসে থাকেন, তাঁর অহেতুক অন্যের দিকে ঢিল ছোঁড়া উচিত নয়। নরেন্দ্র মোদি তো বলেছিলেন, বছরে ২ কোটি করে চাকরি তৈরি করবেন। ২০১৪-থেকে ২০২২, গত আট বছরে ১৬ কোটি চাকরি হওয়ার কথা ছিল সে ক্ষেত্রে। কিন্তু আপনার পাড়ার কেউ কেন্দ্রের চাকরি পেয়েছেন বলে দেখান দেখি! শোভনদেববাবুর বক্তৃতার একটি অংশ তুলে বিরোধীরা সেটিকে বিকৃত করছে। শোভনদেব আসলে বলতে চেয়েছিলেন, আজকের দিনে মূলস্রোতের শিক্ষার পাশাপাশি পেশাদার প্রশিক্ষণ থাকা জরুরি। মেইনস্ট্রিম পড়ে আজকাল চাকরির সম্ভাবনা খুব কম।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাংসদ হিসাবে হ্যাটট্রিকের লক্ষ্যে শুক্রে মনোনয়ন জমা অভিষেকের

বঙ্গে রবিবার পর্যন্ত চলবে ঝড়-বৃষ্টি, আগামী সপ্তাহে ফের বাড়তে পারে তাপমাত্রা

২০২৫ সালে উচ্চ মাধ্যমিক কবে থেকে, জেনে নিন

উচ্চ মাধ্যমিকে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মমতার

উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় কলকাতাকে টেক্কা দিয়ে শীর্ষে হুগলি

রাজ্য জুড়ে পালিত রবীন্দ্র জয়ন্তী, বিশ্বকবিকে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর