এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

১ জুন থেকেই শিয়ালদা থেকে যাত্রীসহ মেট্রো পরিষেবা

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামী ৩১ মে কলকাতায় আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব(Ashwini Baishnab)। ওইদিন তিনি বেহালায় রেলের এক অনুষ্ঠানে অংশ নেবেন। সেই অনুষ্ঠান থেকেই ভার্চুয়ালি তিনি ইস্ট ওয়েস্ট(East West Metro) প্রকল্পের শিয়ালদা(Sealdha Station) থেকে পরিষবা চালুর বিষয়টি উদ্বোধন করবেন। তার পরের দিন অর্থাৎ ১ জুন থেকে আমজনতার জন্য শিয়ালদা থেকে মেট্রো পরিষেবা চালু করে দেওয়া হতে পারে। যদিও গোটা বিষয়টি নিয়ে এখনও সরকারি ভাবে কিছু ঘোষণা করা হয়নি। সরকারি ভাবে কোনও নির্দেশও জারি হয়নি। তবে মেট্রো সূত্রে জানা গিয়েছে রেলের তরফে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড(KMRCL) বা কেএমআরসিএল-কে জানিয়ে দেওয়া হয়েছে ৩১ মে শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন হতে পারে। তাঁরা যেন সেই রকম প্রস্তুতি নিয়ে রাখেন। উল্লেখ্য, বাণিজ্যিক ভাবে যাত্রী পরিবহণের জন্য শিয়ালদা স্টেশনকে গত ২৫ মার্চ সবুজ সঙ্কেত দিয়েছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস।

মার্চ মাসেই শোনা গিয়েছিল, পয়লা বৈশাখ থেকেই শিয়ালদা থেকে যাত্রী নিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো ছুটবে সেক্টর ফাইভের দিকে। সেই মর্মেই কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার অরুণ অরোরা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, ‘পয়লা বৈশাখের শুভ দিনে ভূগর্ভস্থ শিয়ালদহ স্টেশনের উদ্বোধন হতে চলেছে।’ কিন্তু শেষ পর্যন্ত ওই দিনে কিছুই হয়নি। তার পরে পেরিয়ে গিয়েছে পাঁচ সপ্তাহ। ভূগর্ভস্থ শিয়ালদহ স্টেশনের উদ্বোধন নিয়ে কলকাতা মেট্রো নীরবই থেকে গিয়েছে। মুখে কুলুপ এঁটেছে রেলমন্ত্রকও(Rail Ministry)। এখন শোনা যাচ্ছে আগামী ৩১ মে শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন করতে পারেন রেলমন্ত্রী। পরের দিন অর্থাৎ ১ জুন থেকে তা খুলে দেওয়া হবে আমজনতার জন্য। এখন ইস্ট ওয়েস্ট মেট্রো চলাচল করে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান অবধি। যদি সত্যিই ১ জুন থেকে আমজনতা শিয়ালদা থেকে ইস্ট ওয়েস্ট মেট্রোর সওয়ারি হতে পারেন তাহলে এক ধাক্কায় অনেকটাই যাত্রী বেড়ে যাবে ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের।

নিয়ম অনুযায়ী, সিআরএস সবুজ সঙ্কেত দেওয়ার পর স্টেশন ব্যবহার শুরু করতে তিন মাস সময় থাকে। এর মধ্যে যদি স্টেশনে বাণিজ্যিক ভাবে ট্রেন চলাচল শুরু না-হয়, তা হলে নতুন করে সিআরএস-কে দিয়ে ফের তা অনুমোদন করাতে হয়। এই নিয়মে ২৪ জুনের মধ্যে স্টেশনটি চালু করতেই হবে। যে কারণে উদ্বেগ বাড়ছে মেট্রো কর্তৃপক্ষের। এই বিষয়ে এদিন কলকাতা মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ জানিয়েছেন, ‘আমাদের কাছে এখনও পর্যন্ত লিখিত নির্দেশিকা আসেনি। তবে ৩১ মে স্টেশন উদ্বোধনের সম্ভাব্য দিন হতে পারে, এমন সম্ভাবনার কথা আমরাও শুনেছি। তাই আমরা সবরকমের প্রস্তুতি নিয়ে রাখছি। সবুজ সঙ্কেত এলেই পরিষেবা চালু করে দেওয়া হবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কেন্দ্রের সরকারই থাকবে কিনা সন্দেহ, আবার কেন্দ্রীয় নিরাপত্তা, হাসছে তামাম বাংলা

ফের বঙ্গে তীব্র তাপপ্রবাহের ‘চরম সতর্কতা’ জারি করল আবহাওয়া দফতর

গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্যাব-ট্যাক্সির ভাড়া, সমস্যায় যাত্রীরা

মানিকতলা বিধানসভা কেন্দ্র নিয়ে মামলা প্রত্যাহার, ট্যুইট করে দাবি কুণালের

বাংলার মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে সুপ্রিম স্থগিতাদেশ

সন্দেশখালিকাণ্ডে CBI তদন্তের বিরোধিতা করে রাজ্যের মামলার সুপ্রিম শুনানি মুলতুবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর