এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বেহালার দুর্ঘটনাকাণ্ডের পরেই শহরে নিষিদ্ধ হল লরির প্রবেশ

নিজস্ব প্রতিনিধি: রাস্তায় এখনও থেকে থেকে কোথাও পড়ে রয়েছে কাঁচের টুকরো, কোথাও বা রয়ে গিয়েছে আগুনে পোড়ার দাগ। দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। দক্ষিণ পশ্চিম কলকাতার(Kolkata) বেহালার(Behala) বড়িশা এলাকায় শুক্রবার সকালে পথ দুর্ঘটনায় এক খুদে স্কুল পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর পরের দিনই কলকাতার বুকে যানশাসনের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ(KP)। লালবাজারের নির্দেশ, সকাল ৬টার পর কলকাতায় ঢুকবে না কোনও ট্রাক(No Entry for Lorry)। আজ থেকেই চালু হয়েছে এই নিয়ম। মৌখিকভাবে সমস্ত Traffic Guard-কে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শহরের সব সরকারি ও বেসরকারি স্কুলের বাইরে পুলিশ নিরাপত্তার ব্যবস্থাও করতে বলা হয়েছে। নির্দেশ গিয়েছে স্কুলের বাইরে থাকতে হবে স্থানীয় থানার OC বা Additional OC পদমর্যাদার একজন অফিসারকে। সমস্ত স্কুলের বাইরে যান নিয়ন্ত্রণ ও ভিড় সামলাতে থাকবে পুলিশ। যদিও পথচারীদের একাংশ বা স্কুল পড়ুয়াদের অভিভাবকরা অবশ্য কতদিন এই ব্যবস্থা বজায় থাকবে, তা নিয়ে সন্দিহান।

আরও পড়ুন নবগ্রামে লকআপে পিটিয়ে খুনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

গতকাল সকালে বেহালা চৌরাস্তার কাছে বড়িশা হাইস্কুলের সামনেই ডায়মন্ডহারবার রোডে মাটি বোঝাই লরির ধাক্কায় মৃতু হয় মাত্র ৫ বছর বয়সী স্কুল পড়ুয়া সৌরনীল সরকারের। সেই মৃত্যুর ঘটনায় জনতা-পুলিশ বিক্ষোভের দরুন অগ্নিগর্ভ হয়ে ওঠে ওই এলাকা। একের পর এক বাস, বাইক, পুলিশের গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। জনতার ছোঁড়া ইটের ঘায়ে জখম হন ৬জন পুলিশকর্মীও। ক্ষিপ্ত জনতাকে সরাতে পুলিশও লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ফাটায়। তার জেরে আবার অসুস্থ হয়ে পড়েন বড়িশা হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি খুদে পড়ুয়ারাও। প্রায় ৩ ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। হাওড়ার সাঁতরাগাছি থেকে ধরা পড়ে ঘাতক লরির চালকও। পরে অবশ্য পুলিশ এই গোটা ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ১৮জনকে গ্রেফতার করেছে। শনিবার তাঁদের আলিপুর আদালতে তোলা হবে।

আরও পড়ুন Trial Run-এই প্রশ্নের মুখে হাওড়া পাটনা Vande Bharat Express

আর এদিন সকাল থেকেই দেখা যাচ্ছে, অনেকটাই বদলে গিয়েছে বেহালা চৌরাস্তার ছবি। ডায়মন্ডহারবার রোডে জায়গায় জায়গায় লাগানো হয়েছে ব্যারিকেড। ৫টি জায়গায় বসানো হয়েছে Movable Drop Gate। জেব্রা ক্রসিং ধরেই যাতে পথচারীরা রাস্তা পেরোন সেটা নিশ্চিত করছে পুলিশ। বাস বা অটোয় ওঠার জন্য নির্ধারিত জায়গায় দাঁড়াচ্ছেন যাত্রীরা। ঘটনাস্থলে উপস্থিত থেকে পথচারীদের রাস্তা পারাপার, যান চলাচল ব্যবস্থার তদারকি করছেন ডায়মন্ডহারবারে ওসি(ট্রাফিক) অমলেন্দু চক্রবর্তী। রাস্তার প্রত্যেক জায়গায় পুলিশ প্রহরা রয়েছে। জেব্রা ক্রসিং ধরে যাতে পথচারীরা রাস্তা পেরোন তা নিশ্চিত করছে পুলিশ। বাস বা অটোয় ওঠার জন্য নির্ধারিত জায়গায় দাঁড়াচ্ছেন যাত্রীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, ‘আগে থাকত না, আজ সত্যিই বেশি পুলিশ রয়েছে। খুব জোর একটা দেখা যেত আগে! নয়তো দেখাই যেত না। এই তৎপরতা যদি আগে থাকত, তাহলে হয়তো গতকালের ভয়ঙ্কর দুর্ঘটনা এড়ানো যেত।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘গতর খাটিয়ে খাই, শ্রমিকের অধিকার চাই’, মে দিবসে বন্ধ থাকবে সোনাগাছি

হাওড়ার ডুমুরজলায় হচ্ছে না মোদির সভা, বড় ধাক্কা রথীনের

রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ, দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের

কলকাতা বিমানবন্দরে বোমা হামলার হুমকি, চলছে তল্লাশি

রবিবার কলকাতায় ৪৪ বছরের গরমের রেকর্ড ভাঙতে চলেছে, তাপমাত্রা পৌঁছবে ৪২ ডিগ্রির ঘরে

চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম আপিলের শুনানির সম্ভাবনা ৩ মে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর