এই মুহূর্তে




‘জঙ্গিরা ঢুকল কিভাবে?’ পহেলগাঁও কাণ্ডে কেন্দ্রকে নিশানা মমতার




নিজস্ব প্রতিনিধি: পহেলগাঁওয়ে পাক জঙ্গিদের হাতে ২৬ জন নিরীহ মানুষের মৃত্যু নিয়ে কেন্দ্রকেই কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার (১০ জুন) পহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাত হিসাবে ভারতীয় সেনার অভিযানকে কুর্নিশ জানিয়ে বিধানসভায় বিশেষ প্রস্তাব পেশ করা হয়েছিল। ওই প্রস্তাবের উপরে আলোচনায় অংশ নিতে গিয়েই কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। খানিকটা ব্যঙ্গাত্মক কণ্ঠে বলেন, ‘জঙ্গিরা কী ভাবে ঢুকল? বিএসএফ, সিআইএসএফ কী করছিল? তারা কতদিন থেকে ছিল, কোথা থেকে এলো, মেরে দিয়ে চলে গেল। একজনকেও ধরা গেল না কেন?’

ভারতীয় সেনাকে সম্মান জানাতে এদিন বিধানসভায় বিশেষ আলোচনায় অংশ নিয়েছিলেন শাসক ও বিরোধী শিবিরের ১৭ বিধায়ক। বার বার বিরোধী বিধায়কদের বাধাদানের ফলে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছিল কেন প্রস্তাবে ‘সিঁদুর’ শব্দ নেই তা নিয়ে হইচই শুরু করে দেন বিজেপি বিধায়করা। ভারতীয় সেনাকে সম্মান জানাতে গিয়ে প্রথম থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মমতা। প্রস্তাব আনার জন‍্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেন ‘বাংলা-ই হল প্রথম রাজ্য যারা সন্ত্রাসের বিরুদ্ধে সেনাবাহিনীকে নিয়ে আলোচনা করছে। তাদের ধন‍্যবাদ জানাই। ধর্মের পরিচয় জানতে চাওয়া হয়েছিল। পর্যটকদের ওপর যে ভাবে অত্যাচার হয়েছে, খুন হয়েছেন, তাঁদের জন‍্য শোকস্তব্ধ। তাঁদের পরিবারকে সমবেদনা জানাই। আমাদের রাজ্যের তিন জন মারা গিয়েছেন। হিন্দুদের প্রাণ বাঁচাতে গিয়ে একজন মুসলিম্ও মারা গিয়েছেন। সন্ত্রাসবাদ কোনও ধর্ম নয়, জাতি নয়, এটা এক বিশেষ মতবাদ। তার বিরুদ্ধে লড়াই সর্বস্তরের কর্তব্য।’

পহেলগাঁওয়ে জঙ্গি হানায় বাংলার তিন জন প্রাণ হারিয়েছেন। ওই প্রসঙ্গ উত্থাপন করে মমতা বলেন ‘আমাদের রাজ‍্যের তিন জন মারা গিয়েছেন। বাংলায় জন্মগ্রহণ করছেন যাঁরা, কেউ দেখছি উল্লেখ করছেন না। বাংলাকে ‘নেগলেক্ট’ করার কারণ নেই। স্বাধীনতা থেকে নবজাগরণে বাংলা পথ দেখিয়েছে।’ মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা পহেলগাঁও কাণ্ডের পরেই প্রশ্ন তুলেছিলেন-কেন মেয়েরা লড়াই করল না? এদিন বিজেপি নেতার ওই মন্তব্যের তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপির এক নেতা বলেছেন মেয়েরা কেন লড়ল না? আমি বলতে চাই, কয়েক লক্ষ আর্মি এখনও জঙ্গিরা কেন ধরা পড়ল না?’

পাকিস্তানকে কোণঠাসা করতে ভারত ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘পাকিস্তান কী ভাবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের থেকে ঋণ পেল? রাষ্ট্রসঙ্ঘে সন্ত্রাসবাদ কমিটির চেয়ারম্যান পদ পেয়েছে পাকিস্তান। কী ভাবে?  আমাদের কূটনৈতিক সম্পর্কে কি খামতি ছিল? ’ যদিও বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে ভাল মানুষ বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রথযাত্রার দিন বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের ৬ জেলা, দুঃসংবাদ শোনাল আবহাওয়া দফতর

শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে অভিযোগকারী ওয়াজাহাত খানকে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

কালীগঞ্জে নাবালিকার মৃত্যু, দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ মুখ্যমন্ত্রীর

৯ বছর পর ঢাকার দূতের সঙ্গে সাক্ষাৎ মমতার, কী নিয়ে আলোচনা?

বিধানসভায় টেবিল, মাইক্রোফোন ভাঙার ঘটনায় ক্ষুব্ধ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

কালীগঞ্জের উপনির্বাচনে তৃণমূলের জয়ে মানুষকে ধন্যবাদ মমতার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ