এই মুহূর্তে




পুলিশ জেরায় ধর্ষণের কথা কবুল মনোজিতের, অতীতে নানা অপকর্মের দায়ে ঝুলছে ২৪ মামলা




 নিজস্ব প্রতিনিধি : পুলিশের জেরায় ধর্ষণ করার কথা স্বীকার করেছে কসবাকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। জেরায় সে জানিয়েছে, তার ক্ষমতা সম্পর্কে সকলের ধারণা ছিল। নির্যাতিতাও তার ক্ষমতা সম্পর্কে জানত। কিন্তু অভিযোগ জানানোর সাহস করবে তা ভাবতেও পারেনি গণধর্ষণ ঘটনায় মূল অভিযুক্ত। নিজের মুখেই সে স্বীকার করেছে এর আগেও একই ধরনের ঘটনা সেই ঘটিয়েছে।
কসবা কান্ড সম্পর্কে পুলিশের জেরায় সে বলেছে, মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। তার ভিডিও করা হয়েছে। শুধু তাই নয় সেই ভিডিও নিজস্ব গ্রুপেও ছড়িয়ে দেওয়া হয়েছে। নির্যাতিতা যাতে মুখ না খোলে তার জন্য ভিডিও দেখিয়ে তাকে ভয়ও দেখানো হয়েছিল বলে পুলিশের জেলায় জানিয়েছে মনোজিৎ।

নিজের দোষের কথা স্বীকার করে সে বলেছে, এবার অভিযোগ দায়ের হবে তা বুঝতেও পারেনি সে। নির্যাতিতাকে মুখ বন্ধ রাখার জন্য ভয়ও দেখানো হয়েছিল। নিজের লোকদের খোঁজ নেওয়ার জন্য পাঠিয়েছিল অভিযুক্ত। কিন্তু বৃহস্পতিবার অভিযোগ দায়ের হবে তা বুঝতেও পারেনি সে। কসবা কাণ্ডে যত তদন্ত এগোচ্ছে, ততই গুণধর নেতার নানা কীর্তি বেরিয়ে আসছে। জানা গিয়েছে, মূল অভিযুক্তের নামে ছাত্রীদের শ্লীলতাহানি ও যৌন হয়রানির অভিযোগ রয়েছে।

কসবাকাণ্ডে অভিযুক্তদের ও নির্যাতিতার ডিএনএ নিয়ে পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই ধৃতদের নমুনা সংগ্রহ করা হয়েছে। ঘটনার দিন কারা কার কলেজে উপস্থিত ছিলেন তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে। তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। সিসিটিভি ফুটেজে ওই দিন যাঁদের দেখা গিয়েছে, যাঁরা হাজির ছিলেন, সকলকে আলাদা আলাদা করে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।  পুলিশ সূত্রের খবর ধৃতদের কল রেকর্ড চাওয়া হয়েছে। ক্যাম্পাসের ভিতরের আগের ছবি আগেই নিয়ে যাওয়া হয়েছিল। এবার ক্যাম্পাসের বাইরের ছবিও সংগ্রহ করা হয়েছে।   নির্যাতিতা ও ধৃতদের ডিএনএ এবং পোশাক গ্রহণ করে সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত মনোজিতের অত্যাচারে কলেজ ছেড়েছিলেন এক ছাত্রী, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারেন তদন্তকারীরা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SSCর বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত খারিজ সহ ৩ আর্জি নিয়ে হাইকোর্টে মামলা

জনজীবন বিপর্যস্ত হওয়ায় দুঃখিত, দায় স্বীকার তারক সিংয়ের

NCW র নোটিশ খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে বীরভূমের SP

রাতভর বৃষ্টিতে জল জমেছে শহরের একাধিক জায়গায়, কেমন থাকবে মঙ্গলের আবহাওয়া?

অরফানগঞ্জ সমস্যা আলোচনায় না মিটলে ফোর্স ব্যবহার করা হবে বলে জানিয়ে দিলেন ফিরহাদ

মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায়

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ