এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কংগ্রেস ৪০টাও আসন পাবে কিনা সন্দেহ, দাবি মমতার

Courtesy - Twitter and Google

নিজস্ব প্রতিনিধি: আর কয়েক মাস পরেই দেশে বেজে উঠবে ২৪’র ভোটের(General Election 2024) দামামা। সেই ভোটে জয়ের লক্ষ্যেই দেশে গড়ে উঠেছে বিজেপি বিরোধী INDIA জোট। কিন্তু সেই জোটই এখন বড়সড় প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। কেননা জোট ছেড়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন নীতীশ কুমার ও তাঁর দল সংযুক্ত জনতা দল। জোটের সঙ্গে আসন বন্টন নিয়ে বিবাদ বেঁধেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদম পার্টি এবং অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির। দুই দলই জোট থেকে দূরত্ব বাড়াতে শুরু করে দিয়েছে। একই অবস্থা এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও(TMC)। ইতিমধ্যেই দলের নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানিয়ে দিয়েছেন বাংলায়(Bengal) তৃণমূল একাই লড়বে। কোনও জোট হচ্ছে না কংগ্রেসের সঙ্গে। এবার তার পাশাপাশি কলকাতার রেড রোডের ধর্নামঞ্চ থেকে মমতা দাবি করলেন, ‘কংগ্রেস(INC) ৪০টাও আসন পাবে কিনা ঠিক নেই।’

মমতা প্রথম থেকেই কংগ্রেসকে এই রাজ্যে ২টি লোকসভা কেন্দ্র ছেড়ে দিতে চেয়েছিলেন। বহরমপুর ও দক্ষিণ মালদা। কেননা উনিশের লোকসভা ভোটে কংগ্রেস এ রাজ্য থেকে এই দুটি আসনই জিতেছিল। যদিও রাজ্য বিধানসভায় এখন তাঁদের একজনও বিধায়ক নেই। তারপরেও মমতা ২টি লোকসভা কেন্দ্র ছেড়ে দিতে চেয়েছিলেন তাঁদের। কিন্তু তা নিয়ে প্রথম থেকেই কটুক্তি, বক্রোক্তি করতে শুরু করে দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তার জেরেই একসময় মমতা বাধ্য হন বাংলায় ২৪’র ভোটে একা লড়াই করার জন্য। যদিও তিনি সাম্প্রতিককালে জেলা সফরের মাঝে জানিয়েছিলেন, তিনি মালদা জেলার ২টি আসনই কংগ্রেসকে ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু কংগ্রেসের নেতারা কেউ ১০টা আসন চাইছে তো কেউ ১২টা আসন চাইছে। এমনকি রাহুল গান্ধিও একই সুরে কথা বলছেন। তার জেরে তিনিও সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, ২৪’র ভোটের আগে জোট নিয়ে তিনি আর কিছু ভাববেন না। যা ভাবার, করার সব ভোট মিটে গেলে ভাববেন ও করবেন। যদিও তিনি গতকালই জানিয়ে দিয়েছেন, ২৪’র ভোটে বিজেপিকে হারিয়ে বাংলায় জিতে আঞ্চলিক দলগুলিকে নিয়েই সরকার গড়া হবে দিল্লিতে।

এই অবস্থায় এদিন কলকাতার রেড রোডের ধর্নামঞ্চ থেকে মমতা কংগ্রেসকে নিশানা বানিয়ে বললেন, ‘সিপিএম আড়াল থেকে বিজেপিকে জেতাতে চায়। ওরা এখন সেই সিপিএমের হাত ধরেছে। সিপিএম এখন ওদের গুরুঠাকুর হয়ে গিয়েছে। ভোট এসেছে বলে বসন্তের কোকিলেরা এসে ফটোশ্যুট করছে। আমরা INDIA জোটে আছি, কিন্তু বাংলায় কর্মসূচীর কথা জানায়নি কংগ্রেস। বাংলায় আমার জোটের দরকার নেই। কংগ্রেস পারলে বারাণসীতে বিজেপিকে হারিয়ে দেখাক। আমি ওদের দু’টো আসন ছাড়ব বলেছিলাম মালদায়। এও বলেছিলাম আমরাই জিততে সাহায্য করব। কিন্তু ওদের তাতে হবে না। ওদের আরও আসন চাই। ভোট এসেছে তাই বসন্তের কোকিলরা ফটোশ্যুট করতে এসেছে। যারা কোনওদিন চায়ের দোকানে বসেইনি, চা বানাতে জানেই না, বাচ্চাদের আদর করেই নি, শিশু বলতে কি বোঝেই না, বিড়ি বাঁধতে জানেই না, বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায় তাঁরা চলে এসেছে ভোট চাইতে। আমার সঙ্গে কোনও কথা নেই, সম্পর্কও নেই। বাংলা যাত্রা করবে, আমাকে তো জানায়নি। আমি প্রশাসনের কাছ থেকে শুনেছি। ডেরেককে ফোন করে বলেছে, আমাদের গাড়িটা পাশ করে দাও। তুমি বাংলায় না এসে উত্তরপ্রদেশে যেতে পারতে, বুকে কটা পা আছে দেখতাম! এলাহাবাদে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো, বেনারসে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো, রাজস্থানে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাংসদ হিসাবে হ্যাটট্রিকের লক্ষ্যে শুক্রে মনোনয়ন জমা অভিষেকের

বঙ্গে রবিবার পর্যন্ত চলবে ঝড়-বৃষ্টি, আগামী সপ্তাহে ফের বাড়তে পারে তাপমাত্রা

২০২৫ সালে উচ্চ মাধ্যমিক কবে থেকে, জেনে নিন

উচ্চ মাধ্যমিকে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মমতার

উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় কলকাতাকে টেক্কা দিয়ে শীর্ষে হুগলি

রাজ্য জুড়ে পালিত রবীন্দ্র জয়ন্তী, বিশ্বকবিকে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর