এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মোদি নন, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মুখ্য আকর্ষণ মমতাই

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে মঙ্গলে উষা বুধে পা, যেথা খুশি সেথা যা। খনার এই বচন বাংলার আমজনতার একটা বড় অংশই মেনে চলেন। কেননা তাতে নাকি যে কোনও কাজে হাত দিলে সাফল্য আসে। সেই বুধ সকালেই কলকাতার লাগোয়া নিউটাউনের বুকে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বসতে চলেছে ষষ্ঠ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন(Bengal Global Businees Summit)। আর সেই সম্মেলনের মুখ্য আকর্ষণই হয়ে উঠতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সরকারি ভাবে ঘোষিত না হলেও এটা মোটামুটি পরিষ্কার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) এই সম্মেলনে যোগ দিচ্ছেন না। কেননা এই সম্মেলনের আমন্ত্রণপত্রে কোথাও নাম নেই প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী যদি আসতেন অথবা ভার্চুয়াল মাধ্যমে সম্মেলনে যোগ দিতেন, তা হলে তাঁর নাম আমন্ত্রণপত্রে থাকা বাঞ্ছনীয় ছিল। তবে সেই আমন্ত্রণপত্রে নাম রয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা অমিত মিত্র, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর।

প্রধানমন্ত্রী না এলেও অবশ্য এই সম্মেলনের আকর্ষণ বিন্দুমাত্র কমছে না। কেননা দেশবিদেশের শিল্পমহলের কাছে এখন মুখ্য আকর্ষণই হয়ে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী। মোদির দিক থেকে শিল্পমহলের আগ্রহ ঘুরে গিয়ে এখন অনেকটাই মমতার দিকে পড়ে গিয়েছে। এর পিছনে রাজনৈতিক(Political) ও আর্থিক(Economic) দুটি কারণই রয়েছে। এক মমতাকে ঘিরে এখন দেশের রাজনীতিতে একটা বিরোধী জোট দানা বাঁধছে। কংগ্রেস এখনও এই বিরোধী জোটকে মানতে না চাইলেও বিজেপি কিন্তু উদ্বিগ্ন এই জোট নিয়ে। তাঁরা তাই আপ্রাণ ভাবে চেষ্টা চালাচ্ছে এই জোটা যাতে গড়ে না ওঠে তার জন্য। কংগ্রেসও প্রায় একই কাজ করে চলেছে। তবে তাতে বিশেষ লাভ হচ্ছে না। দেশজুড়েই অকংগ্রেসি ও অবিজেপি দলগুলির মধ্যে মমতার গ্রহণযোগ্যতা বাড়ছে। নানা সমীক্ষায় এটাও ধরা পড়ছে দেশজুড়েই মমতার গ্রহণযোগ্যতা বাড়ছে। একই সঙ্গে একুশের বিধানসভা নির্বাচনের পরে এটাই প্রথম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর। একুশের ভোটে মোদি বাহিনীকে হারানো মমতাই যে দেশে প্রধান বিরোধী মুখ হয়ে উঠতে চলেছেন, মোদির বিকল্প হয়ে উঠতে চলেছেন সেটা শিল্পমহলের কাছে পরিষ্কার। এই অবস্থায় দাঁড়িয়ে খুব স্বাভাবিক ভাবেই মমতাকে ঘিরে জমে ওঠা আগ্রহই শিল্পপতিদের টেনে আনছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আসরে।

একই সঙ্গে মমতা শুধু রাজনৈতিক ভাবে মোদির বিরোধী তাই নন, তিনি কেন্দ্র সরকারের ভ্রান্ত অর্থনীতি নিয়েও বার বার সরব হয়েছেন। কার্যত কেন্দ্রের তোয়াক্কা না করে বাংলার বুকে এক সফল সুঠাম অর্থনীতি গড়ে নিয়েছেন আর সেই অর্থনীতিই এখন টানছে বিশ্ববাসীর চোখ। জিএসটি নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ, নোটবন্দি নিয়ে আমজনতার ক্ষোভ, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামবৃদ্ধি নিয়ে ক্ষোভ, পেট্রোল ডিজেলের নিত্যদিনের দরবৃদ্ধি নিয়ে ক্ষোভ, রান্নার গ্যাসের দাম বাড়া নিয়ে ক্ষোভ দেশের আমজনতা থেকে শিল্পপতি সবাইকে বাধ্য করছে মোদির দিক থেকে মুখ ঘুরিয়ে মমতার দিকে তাকাতে। কেননা মমতা শুধু এই সব ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তাই নয়, কার্যত সমান্ত্রাল বিকল্প এক সুঠাম ও সাফল্যমন্ডিত অর্থনীতি দেশ তথা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পেরেছেন। দেশের সবাই দেখছেন কলকাতা ও বৃহত্তর শহরতলি এলাকায় রাজ্য সরকার কীভাবে ইলেক্ট্রিক বাসের সংখ্যা বড়িয়ে দূষণ কমিয়ে এনেছে। দেশ তথা বিদেশ দেখছে এই কোভিডের মধ্যেও রাজ্য সরকার কীভাবে আমজনতার কাছে আর্থসামাজিক প্রকল্পগুলির সুবিধা পৌঁছে দিচ্ছে। তাঁরা এটাও দেখছেন কত নিত্যনতুন মাধ্যমে রাজ্য সরকার সরকারি সব কাজকে স্বচ্ছ ও প্রযুক্তিবান্ধব করে তুলছে। সেই সঙ্গে দেখছে রাজ্যে শিক্ষা থেকে স্বাস্থ্য, পরিবহণ থেকে খাদ্য বন্টন, শিল্প থেকে বাণিজ্যিক ক্ষেত্রে সাফল্যের মুখ দেখছে। সেখানে মোদি পড়ে আছেন শুধু ধর্ম নিয়ে। তাঁর সরকারের ভ্রান্ত নীতি দেশের অর্থনীতি আর শিল্পের ক্ষেত্রে প্রধান বাধা হয়ে উঠেছে। সকলেই চাইছেন এর থেকে নিস্তার পেতে। আর এখানেই তাঁদের চোখ আটকেছে মমতার উন্নয়নে, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোমবার পর্যন্ত বঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, মঙ্গলবার থেকে বাড়বে তাপমাত্রা

শ্লীলতাহানির অভিযোগ: রাজভবনের তিন কর্মীকে তলব লালবাজারের

মুর্শিদাবাদে রাম নবমীতে অশান্তি নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিতে পারল না এনআইএ

মেয়ের বয়সি মহিলাকে চাকরি দেওয়ার নামে শ্লীলতাহানি করেছেন, বোসকে খোঁচা অভিষেকের

সন্দেশখালির জল অনেকদূর গড়াবে, অভিমত অভিষেকের

জনস্রোতে ভেসে অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে মনোনয়ন দাখিল অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর