এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

টালায় আবারও নয়া সেতু, উপকৃত হবেন কলকাতাবাসী

নিজস্ব প্রতিনিধি: পুরাতন টালা ব্রিজ ভেঙে রাজ্য সরকার সেখানে নতুন সেতু গড়ে তুলেছে। চলতি বছরেই পুজোর আগে সেই সেতুর উদ্বোধন করে তা আমজনতার জন্য খুলেও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই টালাতেই এবার গড়ে তোলা হবে আরও নতুন একটি সেতু। আর সেটাও কলকাতাবাসীর জন্য। তবে এই সেতু দিয়ে কোনও যানবাহণ চলাচল করবে না। চলাচল করবেন না আমজনতাও। কেননা এই সেতু তৈরিই করা হবে পানীয় জল নিয়ে যাওয়ার জন্য। মোট ৭০০ মিটার পাইপলাইন পাতা হবে। পাইপলাইন নিয়ে যেতে তৈরি করতে হচ্ছে আস্ত একটি সেতু। সেতুটি ৪৮ মিটার ব্যাসের পাইপকে ধারণ করবে।

আরও পড়ুন বাংলায় নেই কোনও Sure Seat, মাথায় হাত বঙ্গ বিজেপির

গল্পটা ঠিক কী? টালা ট্যাঙ্ক থেকে শহরে পানীয় জল সরবরাহের পরিমাণ বাড়াতে উদ্যোগী হয়েছে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ। তার জন্য নতুন পাইপলাইন বসিয়ে টালা জলাধার থেকে জল নিয়ে যেতে হবে গ্যালিফ স্ট্রিটের ভালভ স্টেশনে। সেই কাজ শুরু হয়ে গিয়েছে। বর্তমানে শতাব্দীপ্রাচীন টালা ট্যাঙ্কের সংস্কার চলছে। আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চের শুরুতে সেই কাজ শেষ হবে। একই সঙ্গে এই পাইপলাইন বসানোর কাজও শেষ হবে বলে পুরকর্তাদের আশা। কলকাতার জনসংখ্যা যে হারে বাড়ছে, তার সঙ্গে সাযুজ্য রেখে পানীয় জলের সরবরাহ বাড়াতে গেলে এই কাজ অত্যন্ত প্রয়োজন বলেই মনে করছেন পুরনিগমের আধিকারিকেরা। মোট ৭০০ মিটার পাইপলাইন পাতা হবে যা নিয়ে যেতেই তৈরি করতে হচ্ছে আস্ত একটি সেতু। পরবর্তীকালে পানীয় জল সরবরাহ বাড়াতে আরও পাইপলাইন টালা ট্যাঙ্ক থেকে ভালভ স্টেশনে নিয়ে যেতে গেলেও ব্যবহার করা যাবে সেতুটি। ইঞ্জিনিয়ারদের পরিভাষায় এই ধরনের সেতুকে বলা হয় ‘ট্রেসেল ব্রিজ’।  

আরও পড়ুন শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় সিদ্ধান্ত মমতার সরকারের

কলকাতা পুরনিগমের পানীয় জল সরবরাহ বিভাগ সূত্রে জানা গিয়েছে, পলতা জল প্রকল্পের উৎপাদন ক্ষমতা ২০ মিলিয়ন গ্যালন বাড়ানো হয়েছে। সেই জল পাইপলাইনের মাধ্যমে টালা ট্যাঙ্কে পৌঁছচ্ছে। তবে ওই জল শহরবাসীর দোরে দোরে সরবরাহ করতে গেলে নতুন পরিকাঠামো দরকার। সেই সূত্রেই ৭০০ মিটার নতুন পাইপলাইন পাতা ও ‘ট্রেসেল ব্রিজ’র নির্মাণ। কলকাতা পুরনিগমের আধিকারিকদের দাবি, বহু বছর পর শহরের বুকে এত বড় পাইপলাইন পাতার কাজ হচ্ছে। ৪৮ ইঞ্চি ব্যাসের এই পাইপলাইন দিয়ে পানীয় জল টালা ট্যাঙ্ক থেকে কাছে গ্যালিফ স্ট্রিটের ভালভ স্টেশনে আসবে। তারপর সেখান থেকে শহরের বিভিন্ন অংশে জল সরবরাহ হবে। ভবিষ্যতে আরও একটি পাইপলাইন বসাতে গেলেও এই ট্রেসেল ব্রিজ ব্যবহার করা যাবে। টালা ট্যাঙ্কে জলের জোগান পর্যাপ্ত হলেও সরববরাহ পরিকাঠামো না থাকায় কিছু এলাকায় পরিষেবা দেওয়া যায় না। কাশীপুর, দমদম সহ কিছু এলাকায় জলের চাপ কম বলেও মাঝেমধ্যে অভিযোগ আসে। সেই জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে এই কাজ করা হচ্ছে। এর ফলে বেশ কিছু এলাকায় পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশাবাদী কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ। তবে পাইপলাইনের কাজ পুরনিগমের তরফে করা হলেও ‘ট্রেসেল ব্রিজ’টি নির্মাণ করছে রাজ্য সরকারের পূর্তদফতর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মানিকতলায় বহুতলে রবিবার রাতে ভয়ংকর আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

ফুসফুসের মধ্যে নাকছাবির অংশ, বের করতে সফল চিকিৎসক

ভাঙড়ে রবিবার দুপুরে প্লাস্টিক কারখানায় বিধ্বংস আগুন, এলাকায় আতঙ্ক

আগামী ৫ মে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

ভোটের কাজে এবার নেওয়া হচ্ছে স্কুলবাসও

প্রতিপক্ষের নাম ‘লক্ষ্মীর ভান্ডার’, হাড়ে হাড়ে টের পাচ্ছে বিরোধীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর