এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

আদানির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, শুরু ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন

নিজস্ব প্রতিনিধি: প্রায় ৩ বছর পর বাংলায় আবারও যাত্রা শুরু হল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের(Bengal Global Business Summit)। এর আগে শেষ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছিল ২০১৯ সালের ৭ ও ৮ ফেব্রুয়ারি। ২০২১ সালেই এই সম্মেলন আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে তা হয়নি। শেষে এই বছর ফের বসেছে এই বাণিজ্য সম্মেলনের আসর। বুধবার থেকে কলকাতা লাগোয়া নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে(Biswabangla Convention Centre) শুরু হয়েছে ষষ্ঠ বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন। সেই সম্মেলনের মধ্যমণি অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন সম্মেলন শুরু বেশ কিছটা আগেই কনভেনশন সেন্টারে চলে আসেন মুখ্যমন্ত্রী। বেলা সোয়া ১১টা নাগাদ তিনি কনভেনশন সেন্টারে চলে এসে বৈঠক সেরে নেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির সঙ্গে। একই সঙ্গে এদিনের সম্মেলন থেকে ‘শিল্পসাথী’ পোর্টালের উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্রে নিয়ে গিয়েছে।

এই শিল্প সম্মেলনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা ছিল। ভবানীপুর উপনির্বাচনের আগে মুখ্যমন্ত্রী স্বয়ং প্রধানমন্ত্রীকে গিয়ে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন এই সম্মেলনে হাজির থাকার জন্য। কিন্তু এদিন সম্মেলনে যে প্রধানমন্ত্রী থাকছেন না সেটা গতকালই পরিষ্কার হয়ে যায়। তার জেরেই এদিন দেখা গেল মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল হাজির হতেই শুরু হয়ে গেল সম্মেলন। এদিনের অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের পরেই মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী স্বাগত ভাষণ দেন। তারপরেই বক্তব্য রাখেন রাজ্যপাল জগদীপ ধনখড়(Jagdeep Dhankar)। দু’দিনের এই সম্মেলনে রাজ্যে বেশি করে বিনিয়োগ টানাই এখন পশ্চিমবঙ্গ সরকারের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যেই এদিন ‘শিল্পসাথী’ পোর্টালের প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন এই পোর্টাল তৈরির কাজ গত কয়েক মাস আগে শুরু করেছিল রাজ্য সরকার। যাবতীয় প্রস্তুতি হয়ে যাওয়া সত্ত্বেও বাণিজ্য সম্মেলন শুরু পর্যন্ত অপেক্ষা করেছে নবান্ন। এ বার বাণিজ্য সম্মেলনের প্রথম দিনই সেই পোর্টালের উদ্বোধন করা হচ্ছে।

রাজ্যের শিল্প স্থাপনের লক্ষ্যে বিনিয়োগকারীদের কী কী করণীয়, তার বিস্তারিত উল্লেখ থাকছে এই পোর্টালটিতে। সঙ্গে রাজ্যের কোন জেলায় কী ধরনের জমি পাওয়া যেতে পারে, সে বিষয়েও থাকছে পরিসংখ্যান-সহ তথ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজ্য শিল্প স্থাপনের লক্ষ্যে ‘ল্যান্ড ব্যাঙ্ক’ তৈরি করেছিলেন। সেই ‘ল্যান্ড ব্যাঙ্ক’-এর বিস্তারিত তথ্য শিল্পপতিরা এই পোর্টালে ক্লিক করলেই হাতে পেয়ে যাবেন বলে দাবি এক সরকারি আধিকারিকের। এ ছাড়াও, গত কয়েক বছরে শিল্পপতিরা এ রাজ্যে শিল্প স্থাপনের ক্ষেত্রে নিজেদের কিছু প্রস্তাব মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন। প্রশাসনিক স্তরে সেই সমস্ত প্রস্তাব আলোচনা করে খতিয়ে দেখার পর এই পোর্টাল সেই সব বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে নবান্ন সূত্রে। রাজ্যে শিল্প স্থাপনের জন্য ‘ওয়ান উইন্ডো’ চালু করেছেন মুখ্যমন্ত্রী। সে ক্ষেত্রেও বেশ কিছু সমস্যার কথা শিল্পপতিরা জানিয়েছিলেন রাজ্য সরকারকে। সেই সব সমস্যার সমাধান থাকছে এই পোর্টালটিতে। এ ছাড়াও কোন কোন ক্ষেত্রে পশ্চিমবঙ্গে শিল্পের গতিপথ মসৃণ হয়েছে, সেই তথ্য এই পোর্টালটিতে তুলে ধরা হয়েছে। এক কথায় এই পোর্টালটিতে ক্লিক করলেই দেশ-বিদেশের যে কোনও বিনিয়োগকারী রাজ্যে শিল্প স্থাপনের পরিস্থিতি প্রসঙ্গে যাবতীয় নথি কয়েক মুহূর্তের মধ্যেই পেয়ে যাবেন।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গার্ডেনরিচকাণ্ডের জের, বদলি করা হল কলকাতা পুরসভার ৩১ জন ইঞ্জিনিয়ারকে

বোসকে নিয়ে ভোট বাংলায় বিপাকে বিজেপি

কলকাতা পুরসভার কোয়ার্টারে খুন তরুণ, তদন্তে পুলিশ

তীব্র গরমের কারণে পুলিশকর্মীদের রোটেশন পদ্ধতিতে ডিউটি বণ্টনের প্রস্তাব

বিশ্ব হাসি দিবসে প্রকাশিত হল প্রয়াত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক নকশা

সোমবার থেকে বঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা উধাও, ধেয়ে আসছে ঝড় – বৃষ্টি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর