এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মমতার নির্দেশে কাল থেকেই যাদবপুরে ধর্ণায় TMCP

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে(Jadavpur University) পড়ুয়া মৃত্যুর পরে এবার সেখানকার অভ্যন্তরীণ রাজনীতির ময়দানেও বড়সড় ঝড় উঠতে চলেছে। কেননা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্দেশে আগামিকাল অর্থাৎ বুধবার থেকে সেখানে ধর্নায় বসতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদ বা TMCP। তৃণমূল সূত্রেই জানা গিয়েছে দলের ছাত্র পরিষদকে যাদবপুরে আরও বেশি করে সংগঠন বিস্তারের জন্য নতুন করে ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন দলের সুপ্রিমো। এ বিষয়ে তৈরি হচ্ছে নয়া নির্দেশিকাও। বুধবার দিনভর যাদবপুরে ধর্নায় থাকবে দলের ছাত্র পরিষদের সদস্যরা। তিন-চারটি দাবিতে তারা সরব হবেন। তবে পড়ুয়া মৃত্যুর জেরে সেই ধর্না হবে বিশ্ববিদ্যালয় চত্বরের বাইরে যাদবপুরের 8B Bus stand-এ।

আরও পড়ুন September-এ দুবাই ও স্পেনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নজরে লগ্নি

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দলনেত্রী নির্দেশ অনুযায়ী, আগামিকাল দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত ধরনা কর্মসূচি করবে TMCP। র‌্যাগিংমুক্ত যাদবপুরের ক্যাম্পাস, অশালীনতা মুক্ত যাদবপুর, ক্যাম্পাসে অবিলম্বে সিসিটিভি প্রতিস্থাপন ও ক্যাম্পাস থেকে বাম-অতিবাম সমস্ত সংগঠনকে বয়কট করার ডাক উঠবে এই ধর্না থেকে। সেই সঙ্গে তুলে ধরা হবে পথনাটিকা, গান ও প্রতিবাদী স্লোগান। থাকবেন রাজন্যা হালদার-সহ হাজরার মঞ্চে উপস্থিত থাকা ছাত্র নেতানেত্রীরা। সেই ধরনা মঞ্চে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। সেইমতোই হবে সমস্ত কর্মসূচি। বলা হয়েছে, বাংলাকে বঞ্চনার প্রতিবাদে গত মে মাসে রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ধরনা হয়েছিল, সেভাবেই যাদবপুরের 8B Bus stand-এ ধর্না হবে। গোটা বিষয়টি সুষ্ঠ ভাবে আয়োজন করতে দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ কলকাতার ছাত্র-যুব সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায়কে।  

আরও পড়ুন কেষ্টগড়ের জেলা পরিষদের দায়িত্বে কাজল, অপসারিত বিকাশ

শুধু ধর্নাই নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদকে আগামী দিনে আরও জোরদার ভাবে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলনেত্রী। যাদবপুরে এখন তৃণমূলের যে ছাত্র ইউনিট রয়েছে, সেটি দুর্বল। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ, ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের ওপর অত্যাচার আর কোনওভাবে বরদাস্ত করা যাবে না। সংগঠন মজবুত করতে বাম-অতিবামদের বয়কট করতে হবে। ঠিক হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবার ছাত্র সংসদ নির্বাচন হলে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে শাসকদলের ছাত্র সংগঠন। বাম সংগঠনের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে যাদবপুর দখল করার পথেই কার্যত এগোতে চাইছে তৃণমূল। গতকালই মুখ্যমন্ত্রী যাদবপুরের পড়ুয়া মৃত্যুর ঘটনায় বামপন্থীদের কাঠগড়ায় তুলেছিলেন। এবার নিজের দলের ছাত্র সংগঠনকে মাঠে নামিয়ে দিচ্ছেন যাদবপুরের রাজনৈতিক জমি দখলের জন্য।

আরও পড়ুন রেডরোডে স্বাধীনতার সকালে সম্মাণিত পুলিশ থেকে আধিকারিক

এদিকে পড়ুয়া মৃত্যুর ঘটনায় কলকাতা পুলিশ ধৃত ৩জনের মোবাইল ফোনগুলি ফরেন্সিক পরীক্ষার(Forensic Test) জন্য পাঠাচ্ছে। ওই তিনটি ফোনে কী তথ্য লুকিয়ে আছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সেই সঙ্গে ধৃতদের বয়ানও মিলিয়ে দেখা হচ্ছে। যাদবপুরের ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দু’জন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁরা হলেন, দীপশেখর দত্ত এবং মনোতোষ ঘোষ। এ ছাড়া, সৌরভ চৌধুরী নামে এক প্রাক্তনীকেও গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের আগামী ২২ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত যাদবপুর থানাতেই রয়েছেন ধৃতেরা। থানায় দফায় দফায় জেরা করা হচ্ছে সৌরভ, মনোতোষদের। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্য ছাত্র এবং হস্টেলের আবাসিকদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এখনও পর্যন্ত সকলের কাছ থেকে যে বয়ান পাওয়া গিয়েছে, মঙ্গলবার সেগুলিই মিলিয়ে দেখছেন তদন্তকারীরা। কারও বয়ানে কোনও অসঙ্গতি আছে কি না, কেউ বয়ান বদল করছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতাকে কুরুচিকর মন্তব্য, অভিজিৎকে শোকজ নির্বাচন কমিশনের

ক্রমশ বসে যাচ্ছে প্রায় ১৫০ বছরের পুরাতন কলকাতা হাইকোর্টের হেরিটেজ ভবন

অশনিসঙ্কেত! এক সপ্তাহে কলকাতায় করোনা আক্রান্ত ৫ জন

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

ফের রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

লক্ষ্মীর ভান্ডার নিয়ে শাহি ঘোষণা ব্যুমেরাং হবে, আশঙ্কায় বঙ্গ বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর