এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মাধ্যমিক পরীক্ষার্থীদের টুইটে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হয়েছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল(Madhyamik Result)। শুক্রবার সকালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে সেই ফলাফল ঘোষণা করেন। দেখা যায় এবারে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৭৯দিনের মাথায় প্রকাশিত হল ফলাফল। এদিন সকাল ১০টা থেকেই নানান ওয়েবসাইটে নিজের ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। আর এই ফলাফল ঘোষণার পরে পরেই টুইট করে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন তিনি দুটি টুইট(Tweet) করেন। তাতে লেখেন, ‘মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী পড়ুয়াদের শুভেচ্ছা জানাই। আমাদের জেলায় ছেলেমেয়েরা অসাধারণ ফলাফল করেছেন। শহরের ছাত্র-ছাত্রীরাও আমাদের গর্বিত করেছে। সকল অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাদের কুর্নিশ জানাই। খুব দ্রুতই এ বছর পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। ২০২৩ সালের পরীক্ষার সূচিও ঘোষণা করা হয়েছে এদিন। তবে যারা এ বছর উত্তীর্ণ হতে পারেনি বা আশানুরূপ ফল করতে পারেনি, তারা হতাশ হও না। ভবিষ্যতের জন্য লড়াই জারি রাখো।’

এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৭ হাজার ৮৬৩জন। তবে এদের মধ্যে পরীক্ষায় বসেন ১০ লক্ষ ৯৮ হাজারের কিছু বেশি পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থীদের মধ্যে প্রায় ৯ লক্ষ ৫০ হাজার পরীক্ষার্থী এবারে পাশ করেছে। সামগ্রিক ভাবে রাজ্যে পাশের হার ৮৬.৬০ শতাংশ। এবারে ছাত্রদের তুলনায় ১ লক্ষ ২০ হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসেছিল। ছাত্রদের সংখ্যা ছিল ৫ লক্ষ ৫৯জন এবং ছাত্রীদের সংখ্যা ছিল ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪জন। যদিও পাশের হারে ছাত্রীদের থেকে বেশি এগিয়ে ছাত্ররা। তাঁদের পাশের হার ৮৮.৫৯ শতাংশ। ৬৯৩ নম্বর পেয়ে যে দুইজন যুগ্মভাবে প্রথম হয়েছেন তাঁরা হলেন বাঁকুড়া জেলার রামহরিপুর রামকৃষ্ণ মিশন অর্ণব ঘড়াই এবং বর্ধমান সিএমএস স্কুলের পরীক্ষার্থী রৌণক মণ্ডল। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে কৌশিকী সরকার ও রৌণক মণ্ডল। এবারেও জেলাগুলির ফল কলকাতার থেকে ভাল হয়েছে। পাশের হারে সব থেকে বেশি এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। সেখানে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। কালিম্পং, পশ্চিম মেদিনীপুর ও কলকাতায় পাশের হার ৯৪ শতাংশের বেশি।

এবারে মেধাতালিকায় যে ১০জনের নাম উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে দুইজন করে পরীক্ষার্থী রয়েছে। চতুর্থ স্থানে উঠে এসেছেন ৪জন। পঞ্চম স্থান অধিকার করেছেন মোট ১১জন পরীক্ষার্থী। ষষ্ঠ স্থানে উঠে এসেছে ৬জন পরীক্ষার্থী। সপ্তম স্থানে উঠে এসেছে ১০জন পরীক্ষার্থী। ২২জন পরীক্ষার্থী উঠে এসেছেন অষ্টম স্থানে। নবম স্থানে উঠে এসেছে ১৫জন পরীক্ষার্থী। দশম স্থান অধিকার করেছে ৪০জন পরীক্ষার্থী। সব মিলিয়ে মেধা তালিকায় উঠে এসেছ ১১৪জন পরীক্ষার্থী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বোসকে নিয়ে ভোট বাংলায় বিপাকে বিজেপি

কলকাতা পুরসভার কোয়ার্টারে খুন তরুণ, তদন্তে পুলিশ

তীব্র গরমের কারণে পুলিশকর্মীদের রোটেশন পদ্ধতিতে ডিউটি বণ্টনের প্রস্তাব

বিশ্ব হাসি দিবসে প্রকাশিত হল প্রয়াত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক নকশা

সোমবার থেকে বঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা উধাও, ধেয়ে আসছে ঝড় – বৃষ্টি

শ্লীলতাহানির অভিযোগ: রাজভবনের কর্মীদের মুখ বন্ধের নির্দেশ রাজ্যপালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর