এই মুহূর্তে




কড়া নিরাপত্তার বেষ্টনীতে বাঁধা পড়ছে নবান্ন, লক্ষ্য ছাত্র অভিযানের নামে হাঙ্গামা ঠেকানো

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের(West Bengal Students Society) ব্যানারে আগামী ২৭ অগস্ট নবান্ন অভিযানের(Nabanna Abhiyan) দিন অশান্তি বাঁধানোর ছক ক্রমশই স্পষ্ট হচ্ছে রাজ্য প্রশাসনের কাছে। হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ওই দিন মিছিলকে যদি পুলিশ বা শাসকদল বাধা দেয় তাহলে বাংলা স্তব্ধ হবে। রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের দাবি, নবান্ন অভিযানের নামে সেদিন কার্যত রাম-বাম যৌথভাবে অশান্তি ও হিংসা ছড়ানোর চক্রান্ত করছে। আর সেই চক্রান্ত ব্যর্থ করতে কোমর বাঁধছে রাজ্য প্রশাসনও। কার্যত কড়া নিরাপত্তার ঘেরাটোপে(Strong Security) বেঁধে ফেলা হচ্ছে নবান্নকে। নবান্ন অভিযান ঘিরে যাতে আইনশৃঙ্খলা কোনওভাবে বিপন্ন না হয়, সেদিক নজরে রেখে বিরাট পুলিশ বাহিনীকে(Huge Police Force) নামানো হচ্ছে রাস্তায়। সেদিন ২১ জন আইজি এবং ডিআইজি পদমর্যাদার অফিসার থাকছেন বলেই খবর। থাকছেন ১৩ জন এসপি বা ডিসি পদমর্যাদার অফিসার। ১৫ জন এডিসিপি বা এসিপি পদমর্যাদার অফিসার। সঙ্গে ২২ জন এসি বা ডেপুটি এসপি পদমর্যাদার আধিকারিক। ২৬ জন ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার সহ ২ হাজারের বেশি পুলিশ। লক্ষ্য একটাই, জমায়েত ঘিরে যেন কোনওভাবে বিশৃঙ্খলা তৈরি না হয়। 

আরও পড়ুন, রাজ্য পুলিশের জন্য জারি ১৮ দফা নির্দেশিকা, সতর্ক করা হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশকেও

গতকালই নিজেদের ‘ছাত্র’ বলে পরিচয় দিয়ে পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের তরফে কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে নবান্ন অভিযানের কর্মসূচির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তিনজন। এই ৩জন কে কে? সায়ন লাহিড়ী, প্রবীর দাস ও শুভঙ্কর হালদার। প্রবীর নিজেকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ‌্যালয়, শুভঙ্কর কল‌্যাণী বিশ্ববিদ‌্যালয়ের ছাত্র বলে পরিচয় দেয়। তাঁরা একে অপরের ‘ফেসবুক ফ্রেন্ড’ বলে পরিচয় দিয়েছে। যদিও এর মধ্যেই অভিযোগ উঠেছে যে সায়ন বিজেপির যুবনেতা। যাদবপুরের শ্রীকলোনির বাসিন্দা এই যুবনেতা নিয়মিত ভাবে বিজেপির কর্মসূচীতে যোগ দেন, বক্তব্য রাখেন। অর্থাৎ ছাত্র সমাজের নামে বিজেপিই(BJP) আগামী ২৭ অগস্ট নবান্ন অভিযান করতে চলেছে। তবে যেহেতু কোনও দলের নামে সেই অভিযান করা হচ্ছে না, তাই সেখানে বাম-বিজেপি দুই দলেরই নীচুতলার কর্মীরা থাকবেন। আর এটাই রাজ্য প্রশাসনের কাছে মাথা ব্যাথার কারণ। কেননা একদিকে যেমন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে শান্তিপূর্ণ জমায়েত বা প্রতিবাদ প্রদর্শনের ওপর কোনও হস্তক্ষেপ করা যাবে না, তেমনি রাজ্য প্রশাসনও চায় না সেদিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠুক। তাই এখন থেকেই নবাবন্নের চারপাশের নিরাপত্তা বাড়াতে মন দিয়েছে রাজ্য প্রশাসন।

আরও পড়ুন, শুভেন্দুর সব প্রস্তাবেই ‘হ্যাঁ’ নয়, ভিন্ন মত বাড়ছে বঙ্গ বিজেপিতে

ছাত্র সমাজের নামে এই আন্দোলনের পিছনে যে বিজেপি রয়েছে তা পরিষ্কার হয়ে গিয়েছে পুলিশের কাছেও। বামেদের একাংশও যোগ দিতে পারে গেরুয়া শিবিরের এই কর্মসূচিতে। বামেদের বিভিন্ন ফেসবুক পেজ থেকে শুরু করে এবিভিপি ও আরএসএসের ছদ্মনামের প্রোফাইল থেকে পোস্ট করা হচ্ছে এই কর্মসূচির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেও প্রচার করছেন। শুভেন্দু নিজেও এই কর্মসূচিতে থাকবেন। সূত্রের খবর, এই নবান্ন অভিযানের রাশ থাকছে বিজেপির ছাত্র ও যুব সংগঠনের হাতে। ফলে শেষমেশ এই কর্মসূচি থেকে এড়িয়ে থাকার দাবি করছে বাম-সহ অন‌্যান‌্য ছাত্র সংগঠনগুলি। ২৭ তারিখ দুপুর ১টায় কলেজ স্কোয়ার ও সাঁতরাগাছিতে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। বিজেপির পূর্ব মেদিনীপুর জেলা এবং হাওড়া-হুগলি জেলার যুব মোর্চা ও এবিভিপির কর্মীরা সাঁতরাগাছিতে জমায়েত করবেন। অন‌্যদিকে, কলেজ স্কোয়ারের জমায়েতে দুই কলকাতা ও শহরতলি থেকে গেরুয়া ছাত্র-যুব কর্মীরা আসবেন। আর তাই নবান্ন অভিযানের দিন কার্যত দুর্গ করে ফেলা হচ্ছে নবান্ন ও সংলগ্ন এলাকা। পুলিশ সূত্রে তেমন খবরই পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন, সন্দীপ সহ ৬জনের পলিগ্রাফ পরীক্ষা শুরু, সিটের নথি হস্তান্তর সিবিআইয়ের হাতে

নবান্ন শুধু মুখ্যমন্ত্রীর কার্যালয় নয়, রাজ্যের সচিবালয়ও। স্বভাবতই এমনি দিনেও নিরাপত্তার বেষ্টনী এখানে বেশ সুদৃঢ় থাকে। আর জি কর কাণ্ডের পর থেকে সেই সুরক্ষা আরও বাড়ানো হয়েছে। নবান্ন অভিযান ঘিরে যাতে নবান্ন ও আশেপাশের এলাকায় অর্থাৎ মন্দিরতলা, চ্যাটার্জিহাট, শিবপুর, কাজিপাড়া, ক্যারি রোড, শালিমার, বি গার্ডেন এলাকায় যাতে কোনও ভাবেই আইনশৃঙ্খলা বিপন্ন না হয়, সেদিক নজরে রেখেই এখন থেকেই ধাপে ধাপে বড় সংখ্যার পুলিশ মোতায়েন করা হচ্ছে। নবান্ন অভিযানের দরুন আগামী ২৭ অগস্ট কোনা এক্সপ্রেসওয়ে এবং ফরশোর রোডের যে যান চলাচল ব্যাহত হবে অনেকাংশেই সেটাও মাথায় রাখতে হচ্ছে প্রশাসনকে। ফলে সেদিন সকাল থেকেই দক্ষিণ হাওড়া কার্যত বিচ্ছিন হয়ে যেতে পারে হাওড়ার মূল শহর ও কলকাতার থেকে। যদিও এর আগে রাজ্য পুলিশ প্রশাসনের ২-৩ দফার বিজেপির নবান্ন অভিযানের গতিপ্রকৃতির সঙ্গে পরিচয় আছে। তাই সেই সম অভিজ্ঞতা কাজে লাগিয়েও নবান্নের নিরাপত্তা বজায় রাখার ওপর জোর দেওয়া হচ্ছে বলেই জানা গিয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

যাদবপুরে ১২ জন পড়ুয়ার ট্যাব কেনার টাকা ঢুকলো অন্যের অ্যাকাউন্টে.

কালিকাপুরে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে ৫ ইঞ্জিন

উল্টোডাঙায় পথ দুর্ঘটনায় পড়ুয়ার মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, পাহাড় থেকে পরিবহনমন্ত্রীকে ফোন মমতার

ফের কেন্দ্রীয় মোটর ভেহিকেলস আইন পুনর্বিবেচনা করার আবেদন বাস মালিকদের

আর্থিক দুর্নীতির অভিযোগে দেশের মোট ১২ জায়গায় ইডির হানা

সল্টলেকে দু’নম্বর গেটের সামনে দুটি বাসের রেষারেষিতে তৃতীয় শ্রেণীর পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর