এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

রাজ্যের নতুন এবং তৃতীয় মহিলা স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: রাজভবন(Raj Bhawan) ও রাজ্যপালকে(Governor) বেশ অস্বস্তির মধ্যে ফেলে দিয়ে রাজ্যপালের প্রাক্তন প্রধানসচিব নন্দিনী চক্রবর্তীকেই(Nanadini Chakrabarty) রাজ্যের নয়া স্বরাষ্ট্রসচিব(Home Secretary of West Bengal) হিসাবে ঘোষণা করে দিল রাজ্য সরকার। বকলমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কেননা এই সিদ্ধান্ত তাঁরই। আগে এই পদের দায়িত্বে ছিলেন বি পি গোপালিকা(B P Gopalika)। কিন্তু সম্প্রতি তাঁর পদোন্নতি হয়েছে। রবিবারই রাজ্যের মুখ্যসচিব(Chief Secretary of West Bengal) পদে দায়িত্ব নিচ্ছেন তিনি। আর এদিনেই রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হলেন নন্দিনী। তিনি বাংলার তৃতীয় মহিলা স্বরাষ্ট্রসচিব হতে চলেছেন। নন্দিনী ১৯৯৪ সালের ব্যাচের IAS Officer। অতীতে রাজ্যের বহু গুরুত্বপূর্ণ দফতরের প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন তিনি। বাম আমলে তো বটেই, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে নন্দিনী মমতার বেশ পছন্দের আমলা হয়ে ওঠেন। সেই সময় শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর ও তথ্য সংস্কৃতি দফতরের সচিবের মতো গুরুদায়িত্বও তিনি একসঙ্গে সামলেছেন। যদিও পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর মতানৈক্যের কারণে প্রশাসনিক ক্ষেত্রে তাঁর গুরুত্ব কমতে থাকে। 

কিন্তু খেলা ঘোরে বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের(C V Anand Bose) প্রধানসচিব পদে নন্দিনী আসার পর থেকেই। রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানের পুরো আয়োজনের দায়ত্বেই ছিলেন নন্দিনী। যদিও পরে তাঁকে সেই পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। এবার সেই নন্দিনীই বাংলার নয়া স্বরাষ্ট্রসচিব হিসাবে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন। একই সঙ্গে বাংলার তৃতীয় মহিলা স্বরাষ্ট্রসচিব হিসাবেও নিজের নাম তুলতে চলেছেন। তবে সন্দেহ নেই নন্দিনীর এই পদপ্রাপ্তিতে সব থেকে বেশি অস্বস্তিতে পড়তে চলেছে বঙ্গ বিজেপি(Bengal BJP) নেতৃত্ব। কেননা সি ভি আনন্দ বোস যখন প্রথমবার রাজ্যপাল হয়ে বাংলায় আসেন সেই সময় তাঁর সঙ্গে রাজ্য সরকারের যে সুসম্পর্ক গড়ে উঠেছিল তার নেপথ্যে ছিলেন এই নন্দিনীই।

কিন্তু সেই সময়কার রাজ্যপালের ভূমিকা পছন্দ ছিল না বঙ্গ বিজেপির। কার্যত তাঁরাই নন্দিনীকে রাজভবন থেকে সরাতে রাজ্যপালকে পরামর্শ দেন বলেই সূত্রে জানা যায়। যদিও এখন সেই নন্দিনীই রাজ্যের স্বরাষ্ট্রসচিব হিসাবে দায়িত্ব নিতে চলেছেন। এত দিন পশ্চিমবঙ্গের পর্যটন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বা প্রধান সচিবের দায়িত্বে ছিলেন নন্দিনী। রবিবার জারি করা সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, নন্দিনীকে পর্যটন দফতরের পাশাপাশি স্বরাষ্ট্র এবং পাহাড় সংক্রান্ত বিষয়ের প্রধান সচিব হিসাবে নিয়োগ করা হল। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনি এই সমস্ত দায়িত্বই সামলাবেন। এ ছাড়া নন্দিনীর হাতে মেদিনীপুর ডিভিশনের অতিরিক্ত কমিশনারের দায়িত্বও থাকছেন। উল্লেখ্য, এর আগে বাংলায় প্রথম মহিলা স্বরাষ্ট্রসচিব ছিলেন লীনা চক্রবর্তী। জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন ৯৬ সাল থেকে দু’বছরের জন্য এই পদে ছিলেন লীনা। তিনিও IAS Officer ছিলেন। বাম জমানার অবসানের পরে মমতা ঐত্রী ভট্টাচার্যকে রাজ্যের স্বরাষ্ট্র সচিব করেছিলেন। তারপরে এবার এলেন নন্দিনী। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রতিপক্ষের নাম ‘লক্ষ্মীর ভান্ডার’, হাড়ে হাড়ে টের পাচ্ছে বিরোধীরা

তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, বাগুইহাটিতে ছড়িয়েছে উত্তেজনা

২৬ হাজার চাকরি বাতিল মামলার সুপ্রিম শুনানি সোমবার

সিটি সেন্টারে ভোটদানে উৎসাহ প্রদান প্রশাসনের, তৈরি সেলফি জোন

রবিবার কলকাতা তেঁতে পুড়ে যাবে, উত্তরবঙ্গের তিন জেলায় ঝড় -বৃষ্টির পূর্বাভাস

এবার আর Vote Boycot’র ডাক দিচ্ছে না Smart City Newtown

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর