এই মুহূর্তে




বাংলাদেশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ পোস্ট নয়, সতর্ক করল পুলিশ

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের(Bangladesh) বর্তমান পরিস্থিতি নিয়ে খাস কলকাতাতেও ভার্চুয়াল মাধ্যমে(Social Media) একাধিক বিদ্বেষমূলক, হিংসামূলক, উস্কানিমূলক পোস্ট শেয়ার চলছে। সেই কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিল কলকাতা পুলিশ(Kolkata Police)। প্রোফাইল মালিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সতর্কবার্তা দিতে শুরু করল লালবাজার। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল ও সাইবার শাখার আধিকারিকরা সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালাচ্ছেন। সারাদিনে প্রায় ২৫০টি প্রোফাইলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই সমস্ত উস্কানিমূলক পোস্ট শেয়ার করতে নিষেধ করা হয়েছে। পুলিশ সূত্রের দাবি, মৌখিকভাবে সতর্ক করা হচ্ছে। প্রোফাইল মালিকদের যাবতীয় তথ্য লিখে রাখা হচ্ছে। পরবর্তীতে ফের উস্কানিমূলক কোনও পোস্ট করা হলে নেওয়া হতে পারে আইনানুগ ব্যবস্থা।   

আরও পড়ুন বাগডোগরা থেকে নিয়মিত আন্তর্জাতিক উড়ানের ছাড়পত্র দিল কেন্দ্র

এদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জেরে সোমবার রাত ১১টা পর্যন্ত ঢাকা-কলকাতা বিমান যোগাযোগ বন্ধ ছিল। কিন্তু মঙ্গলবার সকাল থেকে বিমান পরিষেবা চালু হয়। তাতে কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, রাত পর্যন্ত মোট ৬টি বিমান আসা-যাওয়া করেছে ঢাকা থেকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, তাদের বিমানে আসন সংখ্যা পূর্ণ ছিল। বুধবার দিনও বিমান চলাচল করবে। বাংলাদেশ থেকে কলকাতায় পা রাখা যাত্রীদের মধ্যে ভয়, আতঙ্কের ছাপ লক্ষ্য করা গিয়েছে। আবার শেখ হাসিনার(Sheikh Hasina) পদত্যাগ করার পর বাংলাদেশের টাকার দাম পড়তে শুরু করেছে। পেট্রাপোল সীমান্তের যে সমস্ত মানি এক্সচেঞ্জ রয়েছে, সেখানে মূলত বাংলাদেশের মুদ্রা আদান-প্রদান হয়। কিন্তু বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরপরই ডলারের নিরিখে বাংলাদেশের মুদ্রার দাম পড়তে শুরু করেছে(Bangladesh Currency Price Falling)। আগে, ১০০ টাকার বিনিময়ে ভারতীয় মুদ্রায় ৭১ টাকা দেওয়া হত। মঙ্গলবার বাংলাদেশের ১০০ টাকার বিনিময়ে মিলছে ভারতের মুদ্রায় ৬৫ টাকা। উল্টোদিকে সোমবার পর্যন্ত পর্যন্ত ভারতে ১০০ টাকার বিনিময়ে ১৩৭ বাংলাদেশি টাকা পাওয়া যেত। গতকাল থেকে সেটা মিলছে ১৪৫ টাকা।

আরও পড়ুন শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে না আমেরিকা, ভিসা বাতিল করল মার্কিন দূতাবাস

বাংলাদেশের এখন যা পরিস্থিতি, তাতে সে দেশের মুদ্রা আরও পড়তে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, আমদানি-রফতানি পুরোপুরি বন্ধ। বাংলাদেশের স্থানীয় ব্যবসা লাটে উঠেছে। সাধারণ মানুষ ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিতে চাইছে। সব নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি সঙ্কটজনক। তাই ভারতে যারা বৈদেশিক মুদ্রা লেনদেনের ব্যবসা করেন, তাঁরা বাংলাদেশের টাকা বেচে দিতে চাইছেন। কারণ, আরও নীচে নামতে পারে সে দেশের মুদ্রার দাম। এর প্রভাব শুধু যে পেট্রাপোলে দেখা যাচ্ছে তাই নয়, দেখা যাচ্ছে খাস কলকাতার বুকে নিউমার্কেট ও পার্ক স্ট্রিট এলাকার মুদ্রা বিনিময় কেন্দ্রগুলিতেও। এমনকি এর জেরে দুই দেশের ব্যবসা-বাণিজ্যও ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলাদেশের ইউনূস সরকারকে পরিচালনা করছে পাকিস্তান : শুভেন্দু অধিকারী

দার্জিলিঙে কুয়াশার দরুন হলুদ সর্তকতা জারি , বুধ ও বৃহস্পতিবার কলকাতায় হবে বৃষ্টি

বেআইনি নির্মাণের হোতারা সাবধান, নজরদারিতে কমিটি গড়ল রাজ্য সরকার

গরমের আগেই বৃষ্টির ছোঁয়া,দানা পাকাচ্ছে ঘূর্ণিঝড়!বজ্রপাতে কাঁপবে বাংলাও

এসএসকেএম হাসপাতালে পাঁচ দিনে ১৭৫ টি অস্ত্রোপচার, চিকিৎসকদের প্রশংসায় মুখ্যমন্ত্রী

প্রতুলকে চোখের জলে শেষ বিদায় মমতার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর