এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

জনস্বার্থ মামলার ব্যবসা ফেঁদে শেষে ৫০ লক্ষ সহ গ্রেফতার আইনজীবী

নিজস্ব প্রতিনিধি: বাংলার বুকে এখন কথায় কথায় মামলা করতে দেখা যায় রাজনৈতিক দল, পরিবেশবিদ ও কিছু সংখ্যক মানুষকে। কিন্তু এদের কারোর বিরুদ্ধেই এখনও পর্যন্ত অভিযোগ ওঠেনি যে তাঁরা মামলা দায়ের করে আদতে টাকা তুলতে চাইছেন। কিন্তু এবার খাস কলকাতা(Kolkata) শহরের এক শপিং মলে ৫০ লক্ষ টাকা নগদ সহ পুলিশের হাতে গ্রেফতার হওয়া ঝাড়খণ্ডের রাঁচীর এক আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ উঠল জনস্বার্থ মামলা দায়ের করে তোলাবাজি করার। সব থেকে চমকে দেওয়ার মতো বিষয় ওই আইনজীবী এখনও পর্যন্ত ৫০টি জনস্বার্থ মামলা দায়ের করেছেন শুধু সেই মামলার ভয় দেখিয়ে টাকা তোলার জন্য। তার মধ্যে একটি মামলা আবার ছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের(Hemant Soren) বিরুদ্ধে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় এখন রীতিমত শোরগোল পড়ে গিয়েছে জাতীয় স্তরের রাজনীতিতে। কেননা অনেকেই মনে করছেন এই আইনজীবীকে আদতে পিছন থেকে ব্যবহার করত বিজেপি(BJP)।

রাজীব কুমার(Rajib Kumar) নামে ওই আইনজীবী কলকাতার এক ব্যবসায়ীর নামে রাঁচী হাইকোর্টে(Ranchi High Court) জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সেই মামলা তোলার জন্য তিনি ওই ব্যবসায়ীর কাছে ১০ কোটি টাকা দাবি করেছিলেন। শুধু তাই নয়, রাজীব ওই ব্যবসায়ীকে রীতিমত হুমকি দিয়ে বলেছিলেন ১০ কোটি টাকা দিয়ে মামলা প্রত্যাহারের পথে না হাঁটলে সে ইডি, সিবিআই, এনআইএ-কে দিয়ে ওই ব্যবসায়ীর বাড়ি, অফিস, গুদাম, দোকানঘর তল্লাশি চালানোর রাস্তা খুলে দেবেন। শেষ পর্যন্ত দরাদরি করে ১ কোটি টাকায় ওই ব্যবসায়ী রাজী হন। ঠিক হয় নগদ ৫০ লক্ষ টাকা তিনি রাজীবকে এখন দেবেন, বাকি ৫০ লক্ষ রাজীব পাবেন মামলা তোলার পরে। সেই মতো নগদ টাকা নিতে রাজীব রাঁচী থেকে এসেছিলেন কলকাতায়। রবিবার ওই ব্যবসায়ীর কাছ থেকে সেই টাকা রাজীব আদায়ও করেন। কিন্তু গোটা বিষয়টি গোপনে কলকাতা পুলিশকে জানিয়ে দেন ওই ব্যবসায়ী। তার জেরেই টাকা নেওয়ার পরে পরেই এক শপিংমল থেকে নগদ ৫০ লক্ষ টাকা সহ রাজীবকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাকে আদালতে পেশ করা হবে।

এদিকে এই ঘটনার জেরে জাতীয় স্তরের রাজনীতিতে বেশ আলোড়ন পড়ে গিয়েছে। কেননা গত শনিবার এই বাংলাতেই ঝাড়খণ্ডের ৩জন কংগ্রেস বিধায়ক নগদ ৪৯ লক্ষ টাকা সহ পুলিশের হাতে আটক হন। দীর্ঘ জেরার পরেও তাঁরা সেই টাকার উৎস জানাতে না পারায় গতকাল তাঁদের গ্রেফতার করা হয়। সেই ঘটনায় কংগ্রেস ও তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছিল ঝাড়খন্ডে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন সরকারের পতন ঘটাতে বিজেপি টাকা দিয়ে বিধায়ক কেনার পথে নেমেছে। সেই সূত্রেই ওই ৩ বিধায়ক ওই টাকা পেয়েছিলেন। এখন আবার রাজীব কুমারের ঘটনা দেখে অনেকেই মনে করছেন এই আইনজীবীর পিছনেও হয়তো বিজেপি রয়েছে। কেননা রাজীব হেমন্তের নামে খনি দুর্নীতির অভিযোগ তুলে রাঁচী হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। সেই সূত্রেই এখন তাকে ব্যবহার করছে বিজেপি। তাকে দিয়ে কার্যত তোলা তোলানো হচ্ছিল বলেই এখন অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় কার্যত মুখ পুড়ছে গেরুয়া শিবিরের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোমবার থেকে বঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা উধাও, ধেয়ে আসছে ঝড় – বৃষ্টি

শ্লীলতাহানির অভিযোগ: রাজভবনের কর্মীদের মুখ বন্ধের নির্দেশ রাজ্যপালের

সম্পত্তি হাতাতে ভাইকে পিটিয়ে খুন, নিউটাউনের বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ

‘সন্দেশখালি বিজেপি করেছে, সিপিএম আর কংগ্রেস ধুনো দিয়েছে’, দাবি কুণালের

সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনছেন না কেন, রাজ্যপালকে নিশানা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর