এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অভিষেককে বিদেশ যাত্রার অনুমতি দিক ED, সুপ্রিম নির্দেশ

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসেই চোখের চিকিৎসা করাতে মার্কিন যুক্তরাষ্ট্রে(USA) যেতে চান বাংলার(Bengal) শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED তাঁকে বিদেশ যাওয়ার ছাড়পত্র দিতে রাজী নয়। কিন্তু এদিন অর্থাৎ সোমবার দেশের শীর্ষ আদালত সাফ জানিয়ে দিল, অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দিক ED। পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রশ্ন, অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে(Rujira Banerjee) বিদেশ যাত্রার সময় কলকাতা বিমানবন্দরে কেন আটকে দেওয়া হয়েছিল? কেন ED তাঁকে আটকেছিল? কেন তাঁকে বিদেশ যেতে দেওয়া হল না? এর আগেও তিনি আদালতের নির্দেশ মেনে বিদেশে গিয়েছেন, ফিরেও এসেছেন। তারপরেও কেন তাঁকে কলকাতা বিমানবন্দরে আটকানো হল? 

আরও পড়ুন ‘সব মামলার শুনানি স্থগিত করে দিতে বাধ্য হব’, ধমক প্রধান বিচারপতির

চলতি বছরের ৫ জুন ছেলেমেয়েদের নিয়ে দুবাইয়ের উদ্দেশে যাওয়ার কথা ছিল রুজিরার। কিন্তু কলকাতা বিমানবন্দরেই তাঁকে আটকে দেন অভিবাসন দফতরের আধিকারিকরা। তাঁরা সেদিন রুজিরাকে জানিয়েছিলেন,  বিদেশ যাওয়া যাবে না। কেননা ED তাঁর বিরুদ্ধে Lookout Notice জারি করে রেখেছে। সেই ঘটনার জেরেই রুজিরা ও অভিষেক সুপ্রিম কোর্টের(Supreme Gourt) দ্বারস্থ হন। সেই মামলাতেই জানানো হয় চলতি মাসের ২৬ তারিখ চোখের চিকিৎসা করাতে অভিষেক মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন। সঙ্গে যাবেন রুজিরা ও তাঁর দুই ছেলেমেয়েও। তাই আদালত যেন তাঁদের বিদেশ যাত্রার অনুমতি দেয়। সেই মামলার শুনানিতেই এদিন সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েন যান ED আধিকারিকেরা। রুজিরার বিরুদ্ধে ED’র Lookout Notice জারি নিয়ে একাধিক প্রশ্ন করে সুপ্রিম কোর্ট। যদিও সেই প্রশ্নের জবাব দিতে পারেননি ED’র আইনজীবীরা। বরং কিছুটা সময় চেয়েছেন তাঁরা। মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার। তবে আদালত এদিন জানিয়ে দিয়েছে ED যেন অভিষেক ও তাঁর পরিবারকে বিদেশ যাত্রার অনুমতি দিয়ে দেয়।

আরও পড়ুন পার্থ কাঁদলেন, সুজাত জবাব দিলেন

এদিন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এর আগে আদালতের অনুমতি নিয়ে বিদেশযাত্রা করে নির্দিষ্ট সময়ে ফিরে এসেছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। তার পরেও কেন রুজিরার বিরুদ্ধে Lookout Notice জারি করা হল? প্রশ্ন শীর্ষ আদালতের। অভিষেকপত্নীর পরিবার বিদেশে থাকে। সেই বিষয়টিও এদিন আদালতে তুলে ধরা হয়েছিল। সেখানে যাওয়ার আগে বিমানবন্দরে তাঁকে আটকানো হয়েছিল। এদিন তা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় ED-কে। জবাব দেওয়ার জন্য কয়েকদিন সময় চেয়েছেন ইডির আইনজীবী। উল্লেখ্য, অভিষেকের তরফে আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন চিকিৎসার জন্য ২৬ জুলাই বিদেশ যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই আদালত জানিয়ে দেয় এই বিদেশযাত্রার প্রয়োজনীয় অনুমতি ED-কে দিতে হবেই।

আরও পড়ুন রাজ্যে আরও ১০ দিন থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের

এদিকে অভিষেক কলকাতা হাইকোর্টেও(Calcutta High Court) একটি মামলা করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, আগামী ৮ অগস্ট বিকেল সাড়ে ৪টেয় চোখের চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তাঁর। সেই সূত্রেই তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে হবে ও সেই চিকিৎসার জন্য প্রায় ২৪ দিন আমেরিকায় থাকতে হবে। তিনি সেই বিদেশ যাত্রার জন্য ED-কে চিঠি দিয়েছিলেন ১৫ দিন আগে। আগামী ২৬ জুলাই তিনি কলকাতা থেকে রওয়ানা দেবেন। অথচ ED’র তরফে তাঁকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। সেই মামলার এদিন শুনানি রয়েছে বিকেলার দিকে। তবে এখন যেহেতু সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে অভিষেক ও তাঁর পরিবারকে বিদেশ যাত্রার অনুমতি দিতে হবে ED-কে তাই মনে হয় না কলকাতা হাইকোর্ট আর এই নিয়ে কোনও আপত্তি করবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে ,পৌঁছে যাবে ৪০ ডিগ্রির ঘরে

মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে ফের নালিশ তৃণমূলের

একই দেহে ফুসফুস এবং হৃদপিণ্ড প্রতিস্থাপন করে নয়া রেকর্ড গড়ল এসএসকেএম

ব্যক্তিগত কারণ দেখিয়ে অভিজিতের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত

রাজ্যপালের বিরুদ্ধে ওড়িশি নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগের রিপোর্ট জমা পড়েছে নবান্নে

রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের প্রাথমিক রিপোর্ট যাবে নবান্নে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর