এই মুহূর্তে




মমতার জমানায় বাংলায় উল্লেযোগ্য ভাবে বেড়েছে মহিলা আয়কর দাতার সংখ্যা

Courtesy - Facebook and Google




নিজস্ব প্রতিনিধি: বাংলায়(Bengal) এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাঁর উপস্থিতি থাকাকালীন সময়েই সামনে এল বেশ চমকে দেওয়ার মতো তথ্য। বিজেপি কথায় কথায় দাবি করে বাংলা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) জমানায় কেবলই পিছু হঠে চলেছে। শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, সড়ক, সম্মান সব ক্ষেত্রেই নাকি বাংলার অধঃপতন হচ্ছে। মজার কথা সেই বিজেপির মুখ পুড়িয়ে এবার দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক SBI বা State Bank of India জানিয়ে দিল গত অর্থবর্ষে ভারতে মহিলা করদাতার(Female Taxpayers) অংশীদারিত্বের বিচারে প্রথম সারিতে রয়েছে যে ৫টি রাজ্য তার মধ্যে তৃতীয় স্থানেই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। কার্যত এই তথ্য বলেই দিচ্ছে, মমতার জমানায় বাংলায় উল্লেযোগ্য ভাবে বেড়েছে মহিলা আয়কর দাতার সংখ্যা।

আরও পড়ুন, শিল্পের জন্য প্রয়োজনীয় জমির চরিত্র কত দিনে বদল, রাজ্য তুলে ধরবে জনসমক্ষে

State Bank of India সম্প্রতি একটি সমীক্ষা(Survey) চালিয়েছিল। সেই সমীক্ষার রিপোর্টেই বলা হয়েছে মহিলা আয়করদাতার নিরিখে দেশে প্রথম সারিতে উঠে এসেছে মমতার বাংলা। কেরল ও তামিলনাড়ুর পরেই রয়েছে এই রাজ্য। বাংলার পিছনে আছে পঞ্জাব ও অন্ধ্রপ্রদেশ। কেরলে মোট আয়করদাতার ২২%-২৬% মহিলা। তামিলনাড়ুতে ২১%-২৫%। তার পরেই ১৬%-১৯% নিয়ে বাংলা ও পঞ্জাব। অন্ধ্রপ্রদেশে তা ১৫%-১৯%। যদিও রিপোর্ট বলছে, সামগ্রিক ভাবে আয়কর দেওয়ার ক্ষেত্রে বাংলা প্রথম ৭-৮টা রাজ্যের মধ্যে নেই। এই নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। রাজ্যটির প্রায় দেড় কোটি মানুষ কর দেন। তার পরে রয়েছে উত্তরপ্রদেশ, গুজরাত, রাজস্থান ও তামিলনাড়ু। SBI’র মুখ্য আর্থিক উপদেষ্টা সৌম্যকান্তি ঘোষও জানিয়েছেন, মহিলা আয়করদাতার অংশীদারিত্বের প্রশ্নে বাংলা-সহ বাকি রাজ্যগুলির অগ্রগতি প্রশংসনীয়।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সমীক্ষায় চিহ্নিত ‘ভীষণভাবে ক্ষতিগ্রস্থ’ রাজ্যের ৩১টি সেতু

ঘটনা হচ্ছে, দেশের মোট আয়করদাতার ১৫% মহিলা। কিন্তু কেরল, তামিলনাড়ু, বাংলা, পঞ্জাব, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনায় কর প্রদানকারী মহিলাদের হার জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। এ রাজ্যে মোট করদাতা প্রায় ৫০ লক্ষ। এর মধ্যে মহিলা করদাতার সংখ্যা প্রায় ১০ লক্ষ, যা কার্যত সবাইকে চমকে দিয়েছে। শুধু আয়কর দেওয়া নয়, স্বনির্ভর হওয়া এবং লগ্নির ক্ষেত্রেও পুরুষদের চেয়ে এগিয়ে বাংলার মহিলারা। এ রাজ্য থেকে ১০ জন মিউচুয়াল ফান্ড বা শেয়ারে লগ্নি করলে দেখা যাচ্ছে তাঁদের মধ্যে ৭ জনই মহিলা। তাঁরাই আয়কর দিচ্ছেন। বাংলায় এই প্রবণতা আগে ছিল না। আর এই ছবি দেখে আর্থিক বিশেষজ্ঞরা ঢোঁক গিলেও মানতে বাধ্য হচ্ছেন যে মমতার জমানায় বাংলার মহিলাদের আর্থিক উন্নতি ঘটেছে নজরকাড়া ভাবেই। রাজ্যে মহিলাদের আর্থিক অবস্থা ক্রমশ মজবুত হচ্ছে। মমততা আর আর তাঁর সরকারের জন্যই এ রাজ্যের মহিলারা আর্থিক ভাবে স্বাধীন হচ্ছেন। তাঁদের হাতে অর্থ আসছে। তাঁরা ক্রমশ স্বনির্ভর হয়ে উঠছেন। কিছু কিছু ক্ষেত্রে তো তাঁরা পুরুষদের থেকেও এগিয়ে যাচ্ছেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দেহ থাকবে রবীন্দ্র সদনে, গান স্যালুটে শেষ বিদায় মনোজের

‘তাঁর অবদান অসামান্য’, মনোজ মিত্রের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

অসুস্থ বিমান বসু, ভর্তি হাসপাতালে

হলদিরাম এলাকার জল-যন্ত্রণা কমাতে উদ্যোগী নবান্ন, উপকৃত হবেন নিত্যযাত্রীরা

চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র

সপ্তাহান্তে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া! বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে কলকাতায়?

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর