এই মুহূর্তে




নতুন রেশন কার্ড করাতে গেলে আধার কার্ড থাকা বাধ্যতামূলক করল রাজ্য

Courtesy - Facebook and Google




নিজস্ব প্রতিনিধি: প্রতিটি রেশন কার্ডের(Ration Card) সঙ্গে আধার সংযোগ(Aadhar Link) কার্যত বাধ্যতামূলক(Compulsory) হয়ে যাচ্ছে। এখন পরিবার পিছু যে কোনও একজনের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযোগ থাকলেই রেশনের দোকান থেকে খাদ্যসামগ্রী পাওয়া যায়। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে রেশন নিয়ে দুর্নীতি পুরোপুরি ঠেকানো যাচ্ছে না। এক শ্রেনীর অসাধু ডিলার উপভোক্তা তথা ক্রেতাদের যথাযথ পরিমাণে পণ্য দিচ্ছেন না। এমনকি ভুয়ো রেশন কার্ডও তৈরি করার ঘটনা চোখে পড়েছে রাজ্যের খাদ্য দফতরের(Food Department) আধিকারিকদের। এই অবস্থায় রেশনে দুর্নীতির সম্ভাবনা শূন্যে নিয়ে আসতে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার এক বড় পদক্ষেপ করেছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের(Bengal) সব রেশন গ্রাহকের প্রতিটি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযোগ করা হবে। সেক্ষেত্রে দুর্নীতির সম্ভাবনা থাকবে না। তবে পাঁচ বছরের কম শিশুদের ক্ষেত্রে শুধু জন্মের সার্টিফিকেট দিলেই চলবে। কিন্তু ৫ বছরের বেশি কেউ নতুন রেশন কার্ডের জন্য আবেদন করলে সেখানে আধার সংযোগ বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে। এমনকি আবেদনের সময় বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ডের প্রতিলিপি জমা দেওয়ার বিষয়টিও। খাদ্য দফতর থেকেই এই পদক্ষেপ করা হচ্ছে।  

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর ‘মমতা’য় গত ১০ বছরে নিখরচায় ক্যান্সারের চিকিৎসা পেয়েছেন বাংলার কয়েকশো মানুষ

রাজ্যের খাদ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এখনই ৯৮.৪৯ শতাংশ রেশন গ্রাহকের আধার নম্বর যুক্ত আছে। আবার একই আধার নম্বরের সঙ্গে একাধিক রেশন কার্ডের যোগ থাকার তথ্যও পাওয়া গিয়েছে। সে ক্ষেত্রে এই ধরনের কার্ড দ্রুত চিহ্ণিত করে তা Block করার নির্দেশ দেওয়া হয়েছে। ৫ বছরের কম বয়সি শিশু ছাড়া সব রেশন গ্রাহকের আধার নম্বর যাতে যোগ করা হয় তা নিশ্চিত করতে চাইছে খাদ্য দফতর। রেশন গ্রাহকদের আধার নম্বর যোগ হলেও, বহু জনের অনলাইনে যাচাই করার প্রক্রিয়া বা E-KYC এখনও বাকি আছে বলে খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ৮০ শতাংশের কিছু কম গ্রাহকের E-KYC প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যাদের এই প্রক্রিয়া হয়নি তাঁরা এখনও খাদ্য সামগ্রী পাচ্ছেন। কারণ পরিবারের একজন সদস্যের KYC করা থাকলে তিনি রেশন দোকানে গিয়ে বা দুয়ারে রেশন ব্যবস্থার মাধ্যমে অনলাইন ব্যবস্থায় তাঁর আধার নম্বর যাচাই করে পরিবারের সবার খাদ্য সংগ্রহ করতে পারেন। এই পরিস্থিতির পরিবর্তন করে সব গ্রাহকের E-KYC প্রক্রিয়া সম্পন্ন করার ওপর জোর দিয়েছে খাদ্য দফতর।

আরও পড়ুন, পাহাড়ে বন্ধ ৯টি চা-বাগানের শ্রমিকদের Ex-Gratia’র সুবিধা দিতে অনীতের চিঠি মুখ্যমন্ত্রীকে

খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, যে গ্রাহকরা এখনও E-KYC করেননি, পুজো শেষ হলেই তাঁদের মোবাইল নম্বরে মেসেজ পাঠিয়ে এই প্রক্রিয়া অবিলম্বে করে নিতে বলা হবে। এটা না করলে রেশন কার্ড ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে বলে তাঁদের জানিয়ে দেওয়া হবে। রেশন গ্রাহকরা যাতে সহজে E-KYC করাতে পারেন তার ব্যবস্থা করেছে রাজ্যের খাদ্যভ দফতর। নিজের এলাকার রেশন ডিলারের কাছে গিয়ে তাঁর E-POS যন্ত্রের মাধ্যমে এই কাজ করা যায়। খাদ্য দফতরের স্থানীয় অফিস আব বাংলা সহায়তা কেন্দ্র গিয়েও এই কাজ করা যায়। আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকলে বাড়িতে বসে খাদ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে এই কাজ করতে পারবেন গ্রাহকরা। রেশন কার্ড তৈরির ক্ষেত্রে আরও স্বচ্ছতা আনতে এই ব্যবস্থা করা হয়েছে। রাজ্যে রেশন দুর্নীতির ঘটনা নিয়ে কিছু কম হইচই হয়নি। এমনকি সেই ঘটনায় গ্রেফতার হয়ে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই অবস্থায় রেশন প্রদানের ক্ষেত্রে দুর্নীতি মুক্ত ব্যবস্থা গড়ে তোলার এই পদক্ষেপ নজর টানছে বইকি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের সুবিধার জন্য অতিরিক্ত লোকাল ট্রেন রবিবার চালাবে পূর্ব রেল

মহিলার স্তনে হাত দেওয়ার চেষ্টা ‘ধর্ষণ ‘না, ‘চরম যৌন নির্যাতন’ বলে অভিমত কলকাতা হাইকোর্টের

শহিদ জওয়ান ঝন্টু শেখের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা মুখমন্ত্রীর

ঠিক কত নম্বর পেলে পাশ? উচ্চমাধ্যমিকে সেমিস্টারের নিয়মে বড় পরিবর্তন সংসদের

৩০ এপ্রিল রাজ্যে ‘হিট-স্ট্রোক ট্রিগার ইভেন্ট’ তৈরি হবে, বিশেষ সর্তকতা জারি

মাসে মাসে টাকা পাবেন চাকরিহারা শিক্ষাকর্মীরা, বড় ঘোষণা মমতার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর