এই মুহূর্তে




নবান্ন অভিযানের দিন গণপরিবহণ সচল রাখতে বাড়তি উদ্যোগী পরিবহণ দফতর

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: আর জি কর কাণ্ডের(R G Kar Incident) জেরে আগামী মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’র নাম দিয়ে নবান্ন অভিযানের(Nabanna Abhiyan) ডাক দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে। ঘটনাচক্রে সেইদিনই আবার UGC’র NET পরীক্ষা। এই অবস্থায় ওই দিন শহর কলকাতায়(Kolkata) গণপরিবহণ(Mass Transport Normal Moving) আদৌ সচল থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমানসে। এমন পরিস্থিতিতে পরিবহণ দফতর(West Bengal State Transport Department) অভ্যন্তরীণ ভাবে একটি বিশেষ নির্দেশ জারি করেছে। তাতে বলা হয়েছে, ওই দিন পরিবহণ দফতরের সর্ব স্তরকে শহর কলকাতার গণপরিবহণ সচল রাখতে বাড়তি উদ্যোগী হতে হবে। যাতে নিত্যযাত্রীদের কোনও অসুবিধা না হয়, সে ভাবেই সব বন্দোবস্ত করতে হবে। পরিবহণ দফতর সূত্রে খবর, সরকারি বাস, ট্রাম তথা ফেরি সার্ভিসের অতিরিক্ত শিফটে যাত্রী পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে প্রশ্ন থাকছে বেসরকারি গণপরিবহণ সেদিন কতখানি সচল হবে তা নিয়ে।

আরও পড়ুন, একদিকে আক্রান্ত তৃণমূল কর্মী, অন্যদিকে আবাসের দুর্নীতি, জোড়া অভিযোগে তপ্ত নন্দীগ্রাম

পরিবহণ দফতর মনে করছে আগামী মঙ্গলবার কলকাতা এবং হাওড়া(Howrah) শহর জুড়ে ব্যাপক যানজট দেখা দিতে পারে। কলকাতার পাশাপাশি হাওড়া শহরকেও যাতে সচল রাখা যায়, সেই কারণে হাওড়া পুলিশ কমিশনারদের সঙ্গেও আলোচনা করেছে পরিবহণ দফতর। বহু নিত্যযাত্রী হাওড়া দিয়ে কলকাতায় প্রবেশ করেন। সে ক্ষেত্রেও যাতে হাওড়া দিয়ে কলকাতার বিভিন্ন প্রান্তে যেতে যাত্রী সাধারণের কোনও অসুবিধা না হয়, সেই বিষয়টিও মাথায় রাখা হয়েছে। এ ছাড়া, কলকাতা থেকেও বহু যাত্রী ট্রেন ধরতে হাওড়ার উদ্দেশে যান। সে ক্ষেত্রে যাতে তাঁদের কোনও অসুবিধা না হয়, সে জন্য অতিরিক্ত বাসের বন্দোবস্ত করা হয়েছে। পাশাপাশি মঙ্গলবার যাতে পর্যাপ্ত পরিমাণে বেসরকারি বাস রাস্তায় নামে, সে বিষয়েও পরিবহণ দফতরের সঙ্গে কথা হয়েছে বেসরকারি সংগঠনগুলির।

আরও পড়ুন, নবান্ন অভিযানের দিন নেট পরীক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিল পুলিশ

বাস ছাড়াও ট্যাক্সি, অটো, অ্যাপ ক্যাব যাতে পর্যাপ্ত পরিমাণে চলাচল করে, সে বিষয়েও নিয়ন্ত্রণকারী সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেছেন পরিবহণ দফতরের শীর্ষকর্তারা। কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে বা গাড়ির ক্ষতি হলে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ক আশ্বাস দেওয়া হয়েছে পরিবহণ দফতরের তরফে। এ প্রসঙ্গে সিটি সাবার্বান বাস সার্ভিসেস-এর সাধারণ সম্পাদক টিটু সাহা জানিয়েছেন, ‘আমরা রাজ্য সরকারের প্রতি আস্থাশীল। আগামী মঙ্গলবার যে পরিস্থিতি হোক, আমরা গণপরিবহণ কলকাতা জুড়ে সচল রাখব। কারণ, সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া আমাদের কাজ এবং দায়িত্ব। তাই সেই দায়িত্ব থেকে আমরা সরব না।’ নবান্ন অভিযানের কারণে যাতে জনমানসে কোনও প্রভাব না পড়ে, আপাতত সেই বিষয়টি নিশ্চিত করতে চাইছে নবান্ন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘কুলতলির ঘটনাতে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার হোক, সেটাই চাই’, জানালেন মুখ্যমন্ত্রী

পার্ক স্ট্রিট থানায় মহিলা সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানি

সরলেন বাবুন, এলেন সুজিত, পুজোর আবহেই বদল Hockey Bengal-এ

‘কর্মবিরতি করলেন আবার ৩২ হাজার টাকা স্টাইপেন্ডও নিলেন’, ডাক্তারদের নিশানা কল্যাণের

অসুর হয়ে হাজির বৃষ্টি, হকার- ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ

কোল্ড ড্রিঙ্কস অমলেট! পুজোর কলকাতা মাতাচ্ছে নতুন স্ট্রীট ফুড

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর