নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সকাল থেকেই ভবানীপুরের অলিগলি চষে বেরাচ্ছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। কিন্তু তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠল কমিশনের নির্দেশ অমান্য করে অনেক বেশি গাড়ির কনভয় নিয়ে ঘোরার। এই মর্মে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিব্রেওয়ালের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। শাসকদলের অভিযোগ, ‘ প্রায় ২০টি গাড়ির কনভয় নিয়ে ঘুরছেন বিজেপি প্রার্থী। তার জেরে বাড়ছে যানজট। তৃণমূলের আরও অভিযোগ, বুথে গিয়ে ভোট প্রক্রিয়া শ্লথ করার চেষ্টা করছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। এমনকি কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে তিনি ভোটারদের বিরক্ত করছেন।
পাশাপাশি প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের বিরুদ্ধে অভিযোগ, বুথের সামনে গাড়ি নিয়ে ভিড় করছেন। এই ঘটনায় ভবানীপুরের দেবেন্দ্র ঘোষ রোডে ক্ষুব্ধ ভোটাররা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভও দেখিয়েছেন। সেখানে পুলিশকর্মীরা তাঁকে বাধা দিলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। যদিও বিজেপি প্রার্থীর অভিযোগ, তিনি যাতে বুথে বুথে যেতে না পারেন সেই কারণেই কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। উল্লেখ্য, এর আগে তৃণমূলের দুই নেতার নামে কমিশনে নালিশ ঠুকেছিল বিজেপি। এবার পাল্টা নালিশের খবর এল শাসকদলের তরফে।