এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মুক্তির পথে ধাক্কা সোহমের ‘লাল সুটকেসটা দেখেছেন?’, নেপথ্যে রাজনীতি

নিজস্ব প্রতিনিধি: বাংলার বুকে অনেক অভিনেতা অভিনেত্রী ও পরিচালকেরা তৃণমূলের সাংসদ বা বিধায়ক হয়েছেন। এদের মধ্যে যেমন দেব, জুন, মিমিরা আছেন তেমনি আছেন চিরঞ্জীত, রাজ চক্রবর্তী, শতাব্দী রায়রাও। আছেন সোহম চক্রবর্তী(Sohom Chakrabarty)ও। কিন্তু এবার সেই সোহমকেই পড়তে হচ্ছে রাজনীতির কদর্য খেলার মুখে। আগামী ১০ ফেব্রুয়ারি অর্থাৎ আগামিকাল মুক্তি পাওয়ার কথা সোহম প্রযোজিত এবং অভিনীত ছবি ‘লাল সুটকেসটা দেখেছেন?’ বা ‘LSD’ কিন্তু জানা গিয়েছে, সেই মুক্তির পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে সেন্সর সার্টিফিকেট(Cencor Certificate)। অনেক দেরীতে সেটা হাতে পেয়েছেন সোহম। ‘সোহম’স এন্টারটেনমেন্ট’-এর তরফে জানানো হয়েছে ছবির বেশ কিছু সংলাপ এবং গান নিয়ে আপত্তি ছিল বোর্ড কর্তৃপক্ষের। সেই কথা মতো ছবিতে পরিবর্তনও করা হয়েছিল। তার পরেও সেই সার্টিফিকেট তাঁদের হাতে এসে পৌঁছেছে অনেকটাই দেরীতে। আর সেই ঘটনাই বলে দিচ্ছে সোহম তৃণমূলের বিধায়ক(TMC MLA) বলেই তাঁর প্রযোজিত ও অভিনীত সিনেমা আটকে দেওয়ার চেষ্টা করেছে মোদি সরকার(Modi Government)। যার জেরে এই সিনেমার রিলিজ এখন বিশ বাঁও জলে চলে গিয়েছে।    

আরও পড়ুন SSC’র ৮০০ স্কুল শিক্ষকের চাকরি যাচ্ছেই

এই প্রসঙ্গে রাজ্যের প্রথম শ্রেনীর এক সংবাদমাধ্যমকে সোহম জানিয়েছেন, ‘সেন্সর বোর্ডের কর্তৃপক্ষের অনেক রকমের বক্তব্য ছিল। যা আমার খুবই অযৌক্তিক মনে হয়। ছবির প্রদর্শনীর পর একমাত্র এক জন ব্যক্তিই সমস্যা তৈরি করেন। ছবিতে রাধে রাধে বলা যাবে না, কৃষ্ণের নাম নেওয়া যাবে না। ওভারডো়জ় এবং হ্যালুসিনেশন শব্দ ব্যবহার করা যাবে না। তবুও তাঁদের কথা মতো আমরা সব পরিবর্তন করেছি। শুধু তাই নয়, বিশেষ ভাবে উল্লেখ করা আছে এখানে কোনওভাবেই মাদকজাত দ্রব্যকে প্রচার করা হয়নি। তারপরেও সার্টিফিকেট দেরী করে পাঠানো হল। বৃস্পতিবার সকালে অনলাইনে(Online) ওই সিনেমার ছাড়পত্র ইস্যু করা হয়েছে। মুক্তির আগের দিন যদি সার্টিফিকেট হাতে পাই সেটা কী হেনস্থা নয়? আমি সত্যিই বুঝতে পারছি না। আমি ‘কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক’-এর অন্দর থেকে খবর পেয়েছি যে বলা হয়েছে সোহম চক্রবর্তী যেহেতু তৃণমূল বিধায়ক তাই এই ছবির মুক্তি যেন আটকে দেওয়া হয়।’

আরও পড়ুন হাওড়ায় ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে, দেড় লাখ কর্মসংস্থান হবে: মুখ্যমন্ত্রী

সোহমের দাবি, আমার মনে হয় রাজনীতির কারণেই এই হেনস্থা করা হচ্ছে। তিনি জানিয়েছেন, ‘আমার ছবিতে সৌরভ চক্রবর্তী, প্রদীপ ধর অভিনয় করছেন। তাঁরা তো দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।   কারও রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে। সিনেমা থেকে রাজনীতিকে দূরে রাখাই আমাদের লক্ষ। তার পরেও যদি এমন ঘটনা ঘটে তা হলে তা খুবই দুর্ভাগ্যজনক।’ তবে শুধু সোহম নয় এই ছবিতে নায়িকা হিসাবে দর্শক দেখবেন সায়নী ঘোষকেও যিনি আবার তৃণমূলের যুবনেত্রীও। সেটাও কি কারণ হিসাবে দেখছেন সোহম? এই বিষয়ে সোহমের দাবি, ‘এটা তো কারণ হতেই পারে না। সায়নী কেন, অন্য যে কেউ থাকতে পারে। কিন্তু ছবিতে রাজনীতি রং লাগলে তা তো খুবই কঠিন পরিস্থিতি তৈরি করবে।’ তবে শেষ মুহূর্তে সেন্সরের ছাড়পত্র হাতে আসায় নির্দিষ্ট সময়েই ছবি মুক্তি হবে জানিয়েছেন সোহম। জানিয়েছেন, ‘১০ ফেব্রুয়ারি ছবি মুক্তি পাবে, কিন্তু আমরা ভাল হল পেলাম না। নন্দন পেলাম না, আমার দুর্ভাগ্য।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুক্রবার রাতে নির্বাচনী জনসভায় যোগ দিতে কলকাতায় এলেন নরেন্দ্র মোদি

রাজভবনের পিস রুম মহিলাদের পিস হেভেনে পরিণত হয়েছে, কটাক্ষ চন্দ্রিমার

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রাজভবনের মহিলা কর্মীর

‘পুষ্পা ২’-এর প্রথম গানের বাংলা ভার্সনে বাজিমাত তিমির-শ্রীজাতর

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

নতুন, পুরনো বা শিশুশিল্পী, কাউকেই সংলাপ মুখস্থ করিয়ে দিতেন না সত্যজিৎ রায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর